সিঙ্গাপুর টু ঢাকা

সিঙ্গাপুর টু ঢাকা 🇧🇩প্রবাসীদের হৃদয়ের কথা বলে🇸🇬

16/07/2025

সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যারা ই-পাসপোর্টের ডেট পেয়েছেন তাদের কারো কাগজে সমস্যা থাকলে বা আর্জেন্ট লাগলে অফিসে এসে ই-পাসপোর্টের আবেদন বাতিল করে ৫ বছরের MRP নিতে পারেন।
পাসপোর্ট কাউন্টারে বললেই হবে- বাংলাদেশ হাইকমিশন অফ সিংগাপুর

সিংগাপুরে Marina Bay Sands (MBS) ৪র্থ টাওয়ারের নির্মাণ কাজ চালু হয়েছে, নতুন কমপ্লেক্সটিতে ৫৭০টি বিলাসবহুল স্যুট, একটি ক...
16/07/2025

সিংগাপুরে Marina Bay Sands (MBS) ৪র্থ টাওয়ারের নির্মাণ কাজ চালু হয়েছে, নতুন কমপ্লেক্সটিতে ৫৭০টি বিলাসবহুল স্যুট, একটি ক্যাসিনো, ১৫,০০০ আসনের একটি বিনোদন স্থান, সভা ও সম্মেলন স্থান এবং উচ্চমানের রেস্তোরাঁ থাকবে।

টাওয়ারটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা এবং ২০৩১ সালের প্রথম প্রান্তিকে এটি খোলা হবে।

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়াঢাকা, ১৫ জুলাই, ২০২৫: বাংলাদেশি কর্মীদের জন্য ম...
16/07/2025

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫: বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া।

আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। অবশেষে গত ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেসব বাংলাদেশি কর্মীদের পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হয়ে যাবে।’

পাশাপাশি, এখন থেকে যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এই বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এ কারণে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তাঁরা স্বস্তি পাবেন।’

প্রেস বিজ্ঞপ্তি:সরকারি মাধ্যমের ৪৯৭৮ হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত প্রদান করা হবে - ধর্ম উপদেষ্টা ঢাকা, রবিবার...
14/07/2025

প্রেস বিজ্ঞপ্তি:
সরকারি মাধ্যমের ৪৯৭৮ হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত প্রদান করা হবে - ধর্ম উপদেষ্টা

ঢাকা, রবিবার(১৩ জুলাই ২০২৫ খ্রি): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সরকারি মাধ্যমের ৪৯৭৮ হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত প্রদান করা হবে।

আজ দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সনের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের পারফরমেন্স বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এতথ্য জানান।

হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোন উদ্দেশ্য নেই উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, হাজীদের সেবা করাই সরকারের একমাত্র ব্রত। এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমান টাকা ধার্য্য করা হয়েছিলো তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। কোন কোন ক্ষেত্রে কম রেটে সার্ভিস চার্জও মিলেছে। এর ফলে প্যাকেজের কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত টাকা সরকারি মাধ্যমের প্রত্যেক হাজীকে ফেরত প্রদান করা হবে।

উপদেষ্টা গণমাধ্যমকে জানান, সাধারণ হজ প্যাকেজ-১ এর যেসকল পূর্ণ প্যাকেজের
হাজী চার ও ছয় নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে ৫,৩১৫ টাকা ফেরত পাবেন। চার নম্বর বাড়ির শর্ট প্যাকেজের হাজীরা প্রত্যেকে ২৩,০২৭ টাকা ফেরত পাবেন। এই প্যাকেজের ০৫ নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজীরা প্রত্যেকে ১৩,৫৭০ টাকা ফেরত পাবেন। পাঁচ ও ছয় নম্বর বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজী রাখা ছিলো না।

উপদেষ্টা আরো জানান, সাধারণ হজ প্যাকেজ-২ এর পূর্ণ প্যাকেজের যেসকল হাজী এক নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে ১৯,১৯২ টাকা এবং শর্ট প্যাকেজের হাজীরা প্রত্যেকে ৫১,৬৯২ টাকা ফেরত পাবেন। দুই নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজীরা প্রত্যেকে ২১,১৪২ টাকা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৫৩,৬৪২ টাকা ফেরত পাবেন। তিন নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজীরা প্রত্যেকে ২৪,২৬২ টাকা ফেরত পাবেন। এ বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজী ছিলেন না। এই টাকা হাজীদের ব্যাংক একাউন্টে ফেরত পাঠানো হবে।

এবছরের হজ ব্যবস্থাপনাকে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক অভিহিত করে
ধর্ম উপদেষ্টা বলেন, এবছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সৌদি সরকারের গাইডলাইন অনুসারে আমরা সকল প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করেছি। হজযাত্রী নিবন্ধন, হজের আবশ্যিক ব্যয়ের টাকা আইবিএনের মাধ্যমে সৌদিতে প্রেরণ, নুসুক মাসার নামক অনলাইন প্লাটফর্মের মাধ্যমে মিনা-আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ, বাড়িভাড়া ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি, পরিবহন চুক্তি, ভিসা প্রক্রিয়াকরণ করা হয়। এছাড়া, হজ ফ্লাইট সিডিউল পর্যালোচনা সাপেক্ষে হজযাত্রী পুনঃবন্টনের প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা হয়।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, হজ ব্যবস্থাপনার সকল বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা ছিলো প্রো-অ্যাক্টিভ। কোন সংকট তৈরি হওয়ার পূর্বেই আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীরা একটি টিম স্পিরিট নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। এর ফলে, এবছর হজে যেতে না পারার বেদনায় কাউকে কাঁদতে হয়নি। কোন হজ ফ্লাইট বিপর্যয় হয়নি। হজযাত্রীদের মধ্যে কোনরুপ হট্টগোল, হৈচৈ, শোরগোল দেখা যায়নি। বাংলাদেশের নিবন্ধিত শতভাগ হজযাত্রী হজ পালন করতে পেরেছেন।

দেশবাসিকে প্রতারক হতে সাবধান হতে পরামর্শ দিয়ে ড. খালিদ বলেন, হাজীদের রিফান্ড কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বা দুস্থদের আর্থিক সহায়তাসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয় সকল ধরণের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। এরূপ টাকা পাঠাতে মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করা কিংবা তার কাছ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ বা নগদ কিংবা রকেটের কোন পিন নম্বর চাওয়া হয়না। এমনটি যদি কেউ করে তাহলে সে প্রতারক।

ড. খালিদ আরো বলেন, এবছর হজযাত্রী হারানো সংখ্যা হ্রাস পেয়েছে। এবার ৮৯২ জন হজযাত্রী হারানো গিয়েছিলো যার মধ্যে ৮৯১ জনকেই খুঁজে পাওয়া গেছে। এ মৌসুমে যে ৪৫ জন হজযাত্রী মৃত্যূবরণ করেছেন তাদের সকলেরই নানা ধরণের জটিল রোগব্যাধিতে আক্রান্তের পূর্ব ইতিহাস ছিলো।

হজ ব্যবস্থাপনা টীম ওয়ার্ক হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন ল, সকলে টীম স্পিরিট নিয়ে কাজ করতে পারলে হজ ব্যবস্থাপনা সুন্দর ও সাবলীল হবে-এটাই স্বাভাবিক। এ মৌসুমে হজ ব্যবস্থাপনায় টীম স্পিরিটেরই প্রতিফলন ঘটেছে। আমরা প্রত্যেক স্টেকহোল্ডারের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। তিনি হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স, হাবের সভাপতি ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মোঃ আয়াতুল ইসলাম, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

গতকাল এই পারমিটটা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন +65 8655 0692
14/07/2025

গতকাল এই পারমিটটা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন +65 8655 0692

এটাই লাস্ট ,,,,এরকম হাজার বার শপথ করার পরেও সেটা ভঙ্গ করে হাজারো প্রবাসী 😁এটাতে নাকি অনেক পাওয়ার😂💪🏼🦾💪🏼
14/07/2025

এটাই লাস্ট ,,,,এরকম হাজার বার শপথ করার পরেও সেটা ভঙ্গ করে হাজারো প্রবাসী 😁

এটাতে নাকি অনেক পাওয়ার😂💪🏼🦾💪🏼

14/07/2025

ক্ষমতা / টাকার লোভে মানুষ দিনের পর দিন বর্বরতার শীর্ষে পৌঁছে যাচ্ছে। গোরস্থানে গিয়ে দেখো, বিগত সময়ে অনেক বেশি ক্ষমতা / ধনী ব্যক্তি কবরে অসহায়ের মতো শুয়ে আছে।
"Time to think & change now"

13/07/2025

সিংগাপুরের মাটিতে এক টুকরো বাংলাদেশ🇧🇩

আজকে মোস্তফা সেন্টারের পাশে এই পারমিট পাওয়া গেছে ,যদি কারো পরিচিত হয় এই নাম্বারে 85457434 কল দিয়ে সংগ্রহ করতে বলুন
13/07/2025

আজকে মোস্তফা সেন্টারের পাশে এই পারমিট পাওয়া গেছে ,যদি কারো পরিচিত হয় এই নাম্বারে 85457434 কল দিয়ে সংগ্রহ করতে বলুন

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৩ এ বোমা রয়েছে দাবি করে জনৈক ব্যক্তি বিমানবন্দরের কন্...
11/07/2025

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৩ এ বোমা রয়েছে দাবি করে জনৈক ব্যক্তি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠিয়েছেন।

এই বার্তার পর, বিমানের সকল যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বর্তমানে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবস্থান করছে। ক্রাইসিস রেসপন্স টিম এবং কে৯ টিম বিমানটি তল্লাশী করছে।

An unidentified person informed the control tower about the presence of a bomb on Bangladesh Biman flight BG373 from Dhaka to Kathmandu. All the passengers and crews who boarded the aircraft have been evacuated.

The aircraft is currently at Terminal 3 of Hazrat Shah Jalal International Airport (HSIA), Dhaka. Crisis Response Team (CRT) and K9 teams and are searching the aircraft.

মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর  ফেরত রায়হানের মৃত্যুটাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে কিছু দিন আগে  ফিরে আসা ...
11/07/2025

মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর ফেরত রায়হানের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে কিছু দিন আগে ফিরে আসা রায়হান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রায়হান মধুপুর পৌরসভাধীন বিপ্রবাড়ী গ্রামের মো. বাছেদ আলীর ছেলে।
নিহত রায়হানের পরিবার সুত্রে জানা যায় রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বাড়ির কাছে ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকায় চাঁদের হাসি কফি হাউসের সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন রায়হান।
এ সময় পায়ে অজ্ঞাত পোকার কামড় অনুভব করেন তিনি। অবহেলা করে সময় পার করেন। পরে বিষের যন্ত্রনায় অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে ফিরে আনা হয়।
অবস্থার অবনতি হলে ওই রাতেই অনুমান রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

09/07/2025

📽️ এ বছরের জাতীয় কর্মস্থল সুরক্ষা ও স্বাস্থ্য (WSH) প্রচারণার তৃতীয় ও শেষ ভিডিওটিতে দেখুন কিভাবে একটি সাধারণ নিরাপত্তা রিপোর্ট একটি কর্মী এবং তার স্ত্রীর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

👨‍👩‍👧 এ বছরের প্রচারণা আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি কর্মীর পেছনে একটি পরিবার রয়েছে যারা তাদের গভীরভাবে ভালোবাসে। যখন নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, তখন কেবল কর্মীই নয়, তার প্রিয়জনরাও কষ্ট পান।

👉 ৩টি A শিখুন – সচেতন হন (Aware), মূল্যায়ন করুন (Assess), এবং কার্যকর পদক্ষেপ নিন (Act)
➡️ https://taketimetotakecare.sg/for-employees-bengali/

Address

Jurong West

Telephone

+6584220811

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর টু ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share