প্রবাসী বাংলাদেশী

প্রবাসী বাংলাদেশী আমরা প্রবাসী বাংলাদেশী । প্রবাসে একে অপরেকে সাহায্যে করতে কৃপনতা করবেন না - Sharing information ✅
(5)

" রাত নামলে ঘরটা যেন আরও ছোট হয়ে যায়। ছয়টা খাটে ছয়জন মানুষ, অথচ জায়গা যেন নেই একটুখানি নিশ্বাস নেওয়ারও।আজিজ শুয়ে আছে বিছ...
15/09/2025

" রাত নামলে ঘরটা যেন আরও ছোট হয়ে যায়। ছয়টা খাটে ছয়জন মানুষ, অথচ জায়গা যেন নেই একটুখানি নিশ্বাস নেওয়ারও।

আজিজ শুয়ে আছে বিছানায়। সারাদিনের কাজের পর শরীর ভেঙে গেছে, কিন্তু চোখে ঘুম নেই। মায়ের কথাগুলো কানে বাজছে
“বাবা, একটু টাকা পাঠাস না, চাল তো ফুরাইছে।”

চোখ ফেরায় পাশের খাটে, রশিদ খাটের মাথায় বসে মাথা চুলকাচ্ছে। তার মেয়ে এইমাত্র ভিডিও কলে কেঁদেছে
“আব্বু, কবে ফিরবা?”

ঘরের মাঝখানে ছোট্ট টেবিলে থালার মধ্যে কিছু ভাত, ডাল আর শুকনো তরকারি পড়ে আছে। সবাই ভাগাভাগি করে খেয়েছে, তবু পরিতৃপ্তি কারো মুখে নেই।

জানালার বাইরে শহর ঝলমল করছে। উঁচু ভবনের আলো যেন আকাশ ছুঁয়ে গেছে। আজিজ তাকিয়ে থাকে সেই আলোয়। মনে হয়
“এই আলো আমাদের জন্য না। আমাদের আলো তো দূরে, গ্রামের মাটির ঘরে, যেখানে মা হয়তো দরজার ফাঁক দিয়ে আমার ফেরার অপেক্ষায় বসে আছে।”

একসময় ফ্যানের আওয়াজের ভেতরে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে সবাই। ঘরে কেবল থেকে যায় অদৃশ্য এক হাহাকার, আর জানালার ওপাশে জ্বলতে থাকে শহরের নিঃসঙ্গ আলো।

ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের সরকার দেশের সমস্যা দেখে না । তারা শুধু উন্নয়ন ই দেখে । আপনিও তাই করছেন। এনিওয়ে ধন্যবাদ...
15/09/2025

ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের সরকার দেশের সমস্যা দেখে না । তারা শুধু উন্নয়ন ই দেখে ।

আপনিও তাই করছেন। এনিওয়ে ধন্যবাদ স্যার ।

সিঙ্গাপুরে থেকে আপনারা যারা মনে করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার ক্যারিয়ারে পরিবর্তন আনতে পারে & আপনারা যারা ডিপ্লোমা ইঞ...
14/09/2025

সিঙ্গাপুরে থেকে আপনারা যারা মনে করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার ক্যারিয়ারে পরিবর্তন আনতে পারে & আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন । আপনারা চাইলে college of Management এ যোগাযোগ করতে পারেন ।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য ৩০% ডিসকাউন্ট অফার দিচ্ছে & সিমিত সময়ের জন্য ।

কারো দেখাদেখি চোখ বন্ধ করে কোন বিষয় কোর্স না করে নিজের ক্যারিয়ারের জন্য একটা রোডম্যাপ তৈরি করে ধীরে সামনে এগিয়ে যাওয়া অতি উত্তম।

নোট ১ : আপনার প্রফেশনের সঙ্গে মানানসই বিষয় নিজে সিলেক্ট করতে পারলে আপনার ক্যারিয়ারের জন্য উত্তম হবে ।

নোট ২ : আপনার সামর্থ্য থাকলে BCA ACADEMY বা Polytechnic থেকে ডিপ্লোমা করা অতি উত্তম ।।

যাচাই-বাছাই করার জন্য সরাসরি যোগাযোগ করুন +65 9125 4523

আজকে সিঙ্গাপুরের বিভিন্ন রিক্রেশন সেন্টার গুলোতে যে আয়োজন হচ্ছে 👇
14/09/2025

আজকে সিঙ্গাপুরের বিভিন্ন রিক্রেশন সেন্টার গুলোতে যে আয়োজন হচ্ছে 👇

13/09/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে ঘুম । যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়।

13/09/2025

তিনদিন পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা ।
২৫টি পদের ২১টিতেই শিবির জয় পেয়েছে ।
অন্যদিকে ছাত্রদল আগেই ভোট বর্জন করেছে।

13/09/2025

আমি বহু প্রবাসী দেখেছি যাদের একটা সেভিংস একাউন্ট নেই । যাদের কাছে কোন টাকা পয়সাও নেই। কিন্তু দেশে থাকা তাদের আত্মীয় স্বজন মনে করে তার কাছে প্রচুর টাকা আছে ।

Respect💙
13/09/2025

Respect💙

13/09/2025
13/09/2025

১২ বছর শেষ হয়ে ১৩ বছর রানিং চলছে নিজের account এ ১লক্ষ টাকা ও নেই ।
রিফাত
সিঙ্গাপুর প্রবাসী

12/09/2025

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত .....

Address

Raffles Park

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী বাংলাদেশী:

Share