তাকওয়া-Taqwa 24h

তাকওয়া-Taqwa 24h আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
I Love🖤Allah

09/11/2024

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন......

"ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম।"

[[সহিহ মুসলিম-৭২৫]]

07/11/2024

🔰দোয়া কবুলঃ
আজ বৃহস্পতিবারের আমল গুলো করতে পারি।আমরা সকলেই যারা মনে ইচ্ছা পূরণ করতে চাই চলুন তারা আমলগুলি এখনই শুরু করিঃ
১)দরুদ ইব্রাহিম এক হাজার বার অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার বার।
২)সাইয়েদুল ইস্তেগফার ১০০০ বার অথবা আস্তাগফিরুল্লাহ দশ হাজার বার।
৩)আজ রাতে উঠে তিনটায় রাতে তাহাজ্জুদ নামাজ আদায়। সেজদায় নিজেকে গোনাগার বলে কান্নাকাটি করে দোয়া।
৪)(ইয়া জাল জালালি ওয়াল ইকরাম+লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ+সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি+দোয়া ইউনুস)এক হাজার বার।
এভাবে আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ সহ এগুলিকে সম্পন্ন করে আগামীকাল বিশেষ করে আসর থেকে মাগরিবের মাঝের পুরো সময়টা দোয়া করে মোনাজাত করে সিজদায় কান্নাকাটি করে করতে পারি। মাগরিবের আগে।
ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ইয়াকিন রেখে আমরা যদি এগুলি করতে পারি আমার পরিপূর্ণ বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীকাল জুমা আমার অনেক ভাই বোনেরা খুশির অশ্রুতে আত্মহারা হয়ে উঠবেন। আমিন।

06/11/2024

রাসূল (সা:) বলেন,
আমি জান্নাতের ভেতর উকি দিলাম দেখতে পেলাম তার অধিকাংশই গরীব-ও অভাবী।

(সহীহ্ মুসলিম -২৭৩৭)

05/11/2024

🌿 প্রতিমাসে সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখার ফজিলত।

🌿আবু হুরায়রা (রা.) বলেন......
আমার প্রিয়তম (রাসূলুল্লাহ ﷺ) আমাকে তিনটি বিষয়ে অসিয়ত করেছেন, যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি। প্রতি মাসে তিন দিন রোজা রাখা, দুহার নামাজ তথা ইশরাক বা চাশতের নামাজ ও ঘুমানোর আগে বিতর আদায় করা।’
(সহিহ বুখারি, হাদিস : ১১৭৮)

04/11/2024

হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন। আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।
[সূরাঃবাকারা-২০১]

03/11/2024

আজকে আপনাদের সিঙ্গাপুর🇸🇬🇸🇬 থেকে মালয়েশিয়া 🇲🇾🇲🇾দেখাবো ইনশাআল্লাহ।

"নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে,...
02/11/2024

"নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।"

[সূরা আল ইমরান - ১৯০,১৯১]

👉রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন......একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু।।(সহিহ ব...
31/10/2024

👉রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন......

একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার উপর
তার চেয়েও বেশি দয়ালু।।

(সহিহ বুখারী: ৫৯৯৯)

31/10/2024

ব্রেকিং নিউজ...
তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে,
হাফেজ মুয়াজ মাহমুদ।🇧🇩
আলহামদুলিল্লাহ।

31/10/2024

আপনার প্রান প্রিয় স্ত্রীকে কখন কিভাবে শাসন করবেন। #ভালো #কিছু #দেখুন

30/10/2024

বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন
কেননা, আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া!
🥰
[তিরমিযী-৫-৪৬২]

30/10/2024

জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়।
🥰

Address

Raffles Park

Telephone

+8801795258851

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাকওয়া-Taqwa 24h posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাকওয়া-Taqwa 24h:

Share