25/12/2023
একটা মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলো- মেয়েটির পেটে খুব গ্যাস ছিলো। যখন তখন গ্যাস বেরিয়ে যেতে পারে। আর এ দিকে বাস ভর্তি লোক। মেয়েটি খেয়াল করলো
বাসে গান বাজছে।খুব জোরে জোরে গান বাজছে। মেয়েটির মাথায় একটা বুদ্ধি এলো। যখন গান বাজছে মেয়েটি গানের তালে তালে
গ্যাস ছাড়ছে। যাতে কেউ বুঝতে না পারে। গানের তালে তালে
পুইইইইই...পুউউইইই করে গ্যাস ছাড়ছে😷
একসময় মেয়েটার স্টপেজ এসে যায়। বাস থেকে নামতে নামতে খেয়াল করলো সবাই তার দিকে কেমন জানি রাগ নিয়ে তাকিয়ে
আছে। কয়েকটা ছেলেমেয়ে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
তাহলে কি সবাই জেনে গেলো সেইই গ্যাস ছেড়েছে??
:
:
:
হঠাৎ মেয়েটার মনে পড়লো গান তো বাজছিলো, তবে সেটা বাসে নয়!
মেয়েটার হেডফোনে!!!😬
(বিঃদ্রঃ- সেইম অবস্থা আজ আমার শপ'এ ও একজন করছে🤢 বায়ূদোষণ করবেন ভালো কথা, তাই বলে এভাবে ঢোল পিটিয়ে😵💫কিয়েক্টাবস্থা!!! )