প্রবাস বাক্স

প্রবাস বাক্স প্রবাস বাক্স প্রবাসীর মনের কথা বলে

11/05/2025

📢 ঘোষণা: সিঙ্গাপুর প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ!

সকল প্রবাসী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা 🌏🇸🇬

আমাদের এই নতুন ফেসবুক পেজটি সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানা সমস্যার সমাধান, বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় তথ্য নিয়ে গড়ে উঠেছে। এখানে আপনি পাবেন:

✅ সিঙ্গাপুর প্রবাসীদের বিভিন্ন সমস্যার সহজ সমাধান
✅ সরকারি নিয়ম-কানুন ও কাগজপত্র সম্পর্কিত আপডেট
✅ বাসস্থান, কাজ, হসপিটাল, ওয়ার্ক পারমিট ইত্যাদি বিষয়ে সহায়ক টিউটোরিয়াল ভিডিও
✅ সৎ পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গাইডলাইন
✅ প্রশ্নোত্তর পর্ব ও সরাসরি আলাপচারিতা

আমাদের উদ্দেশ্য – সিঙ্গাপুরে প্রবাসী ভাইদের সঠিক তথ্য দিয়ে সেবা করা, যেন কোনো বিভ্রান্তি বা কষ্ট না হয়।

📌 আপনি যদি সিঙ্গাপুরে থাকেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই পেজটি আপনার জন্য।
🎥 শিগগিরই আসছে আমাদের প্রথম টিউটোরিয়াল ভিডিও! দেখে অবশ্যই মতামত জানাবেন।

👉 পেজটি লাইক ও ফলো করে পাশে থাকুন।
🤝 আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে।

ধন্যবাদ ও শুভকামনা
প্রবাস বাক্স

বাংলাদেশি প্রবাসী শ্রমিকগণ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মূলত নির্মাণ, শিপইয়ার্ড...
11/05/2025

বাংলাদেশি প্রবাসী শ্রমিকগণ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মূলত নির্মাণ, শিপইয়ার্ড এবং পরিচ্ছন্নতা সেক্টরে তাদের কর্মসংস্থান হয়ে থাকে। সিঙ্গাপুরে বসবাসরত এই শ্রমিকদের জীবনের চিত্র, তাদের অবদান, সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক সিঙ্গাপুরে কাজ করছেন (২০২৪ সালের আনুমানিক তথ্য অনুযায়ী)। এদের বেশিরভাগই নির্মাণ ও শিল্পখাতে নিযুক্ত। কিছু শ্রমিক পরিষেবা খাতে যেমন হোটেল, রেস্টুরেন্ট ও ক্লিনিং সেক্টরেও কাজ করেন।

বাংলাদেশি শ্রমিকরা সিঙ্গাপুরের অবকাঠামো নির্মাণে বড় ভূমিকা রাখছেন। আধুনিক সিঙ্গাপুরের বড় বড় ভবন, সেতু এবং রেল লাইন নির্মাণে তাদের ঘাম ঝরেছে। এছাড়াও বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতেও বিরাট অবদান রাখছেন।

চ্যালেঞ্জ ও সমস্যা:
১. বাসস্থান: অনেক শ্রমিককে জনাকীর্ণ ডরমিটরিতে বসবাস করতে হয়, যেখানে প্রাইভেসির অভাব ও স্বাস্থ্যঝুঁকি বিদ্যমান।
২. শ্রম অধিকার: কিছু নিয়োগকর্তা শ্রমিকদের বেতন দেরিতে প্রদান করেন বা চুক্তির শর্ত লঙ্ঘন করে থাকেন।
৩. মানসিক চাপ: পরিবারের থেকে দূরে থাকার ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
৪. ভাষাগত বাধা: ইংরেজি ও চীনা ভাষায় দক্ষতা না থাকায় অনেক শ্রমিক সেবা গ্রহণে বাধার সম্মুখীন হন।

সিঙ্গাপুর সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা শ্রমিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে। শ্রমিকদের জন্য হেল্পলাইন, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সহায়তাও প্রদান করা হচ্ছে। বাংলাদেশ সরকারও শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির দিকে নজর দিচ্ছে।

বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা সিঙ্গাপুরের অর্থনীতি এবং বাংলাদেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সমস্যা সমাধানে দুই দেশের যৌথ উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আরও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

প্রত্যেকটা প্রবাসী জানে টাকা কামাতে কত কষ্ট হয়💸
18/04/2025

প্রত্যেকটা প্রবাসী জানে টাকা কামাতে কত কষ্ট হয়💸

14/04/2025
阿里巴巴你为什么不工作?
19/03/2025

阿里巴巴

你为什么不工作?

প্রচন্ড ক্লান্তিতে এক চুমুক RedBull আহ্ কি শান্তি!কে কে RedBull খাবেন? 🤚
08/12/2023

প্রচন্ড ক্লান্তিতে এক চুমুক RedBull আহ্ কি শান্তি!
কে কে RedBull খাবেন?
🤚

23/10/2023

একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে তা সামনে থেকে না দেখলে বুঝার উপায় নেই।
প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি দয়া করে কষ্টে উপার্জিত টাকাগুলো কিছু টাকা বেশী পাবার লক্ষে অন্যের হাতে তুলে দিবেন না।
আপনি যাকে টাকা দিচ্ছেন সে যে আপনার টাকা মেরে দিবে না তার কোন গ্যারান্টি আছে??
সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান, একবার টাকা মেরে দিলে কারো কাছে থেকে কোন সাহায্য পাবেন না বরং ঠাট্টা-তামাশা করবে সবাই।

19/06/2023

খবর কি? জানবার চাই,

লগে আছি দেশি ভাই।।

Address

39 Close Woodland
Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস বাক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share