কৃষ্ণ ভাবনামৃত সন্ধানে

কৃষ্ণ ভাবনামৃত সন্ধানে হরে কৃষ্ণ এইটি সনাতনী ধর্মীয় পেইজ ?

27/11/2024

হে ভগবান যদি কোনো দুষ্কর্মের জন্য, যদি জন্ম নিতে হয় তাহলে আমাকে কোনও সংখ্যালগুর দেশে যেন জন্ম না দেও।😭🙏
সংখ্যালগু বলে এত অন্যায় অত্যাচার,নিপীড়ন নির্বিচার সাদু সন্ন্যাসীদের ওপর হামলা, অপমান, মন্দির ভাঙচুর পূজা অর্চনের সময় বাধা বিপত্তি।। আর পাচ্ছিনা প্রভু😭😭😭😓😥😓😥😓😥😭😭😭😭🙏😓😥😓😥😓😭😓😥😓😭😥

27/11/2024

পরিস্থিতি আমাদের হাতে নেই,
সবাই সাবধাবন,
কেউ তর্কে জড়াবেন না,
বাংলাদেশের হিন্দুদের বলছি ধৈর্য ধরুন, আর সাবধানে থাকুন।
সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়ে যেতে পারে যেকোনো মূহুর্তে। বর্তমান পরিস্থিতিতে উত্তম হচ্ছে ধৈর্য্য ধরা। হিন্দুদের ফাসাতে সবাই ব্যতিব্যস্ত হয়ে পরেছে। তাই ভুলেও ফাদে পা দিবেন না। অতিউৎসাহী হয়ে কিছু করতে যাবেন না। আপাতত নিরাপদ দূরত্বে থাকুন। হাজারীগলি, কোতায়ালী, আন্দরকিল্লা, লালদিঘি মার্কেট, যাদের কোন কাজ নেই আবেন না!
সর্বোপরি হৃদয় থেকে প্রার্থনা, জপ করুন!
ভগবান শ্রীকৃষ্ণ অঘটন ঘটন পটিয়সী, কৃষ্ণ ছাড়া অর্জুনের ধনুর্বান নিষ্ফল!

27/11/2024
27/11/2024

এইবার শান্তি হলো তো😏😏

আগামীকাল একযোগে ১০৮ টি দেশে শ্রী চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী প্রভুর জন্য প্রতিবাদ সমাবেশ হবে।

🚩🚩ভালো করে পড়বেন ১০৮ টা দেশ😊

ইসকন কে নিয়ে নাড়াচাড়া কইরেন না, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে এই সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রমের অভিযোগ নেই...

আর আপনারা হয়তো জানেন না এই ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ) পরিচালিত হয় আমেরিকা থেকে অর্থাৎ ইসকনের সদর দপ্তর আমেরিকায় অবস্থিত! ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এমনকি মধ্যপ্রাচ্যেও ইসকনের সংগঠন এবং কার্যক্রম রয়েছে! এদের মূল কাজ হলো কৃষ্ণ নাম প্রচার করা এবং যে কোন বিপর্যয় মানবিক সাহায্য করা। এদের নামে কোথাও কোনো ধরনের অপকর্মের রেকর্ড নেই।

তাই ইসকনকে নাড়া দিলে - শুধু ঢাকার শাহবাগ না। নিউ ইয়র্কের times স্কয়ার, ইন্ডিয়ার মুম্বাই, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস, জাপানের টোকিও সব কেঁপে উঠবে। ভালো করে শুনে রাখুন ইসকন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি ধর্মীয় ও সেবামূলক সংগঠন।

প্রভুর চোখে জল....😔😔  ৩ কোটি সনাতনীর হৃদয় স্পন্দন ব্যাতীত এবং অশ্রুসিক্ত 😓😓😓একজন সাধু সন্নাসীকে এভাবে বরদাস্ত মেনে নিব ন...
26/11/2024

প্রভুর চোখে জল....😔😔 ৩ কোটি সনাতনীর হৃদয় স্পন্দন ব্যাতীত এবং অশ্রুসিক্ত 😓😓😓
একজন সাধু সন্নাসীকে এভাবে বরদাস্ত মেনে নিব না,, 🫵🫵🫵

হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম সকল বৈষ্ণববৃন্দের শ্রী চরণ কমলে কৃপা করে সবাই আসবেন।🙏
31/10/2024

হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম সকল বৈষ্ণববৃন্দের শ্রী চরণ কমলে কৃপা করে সবাই আসবেন।🙏

17/08/2024

অসুরেরা রাজপুরুষের বেশে রাষ্ট্রের ক্ষমতা দখল করে, কিন্তু রাজার কর্তব্য সম্বলে তাদের কোন ধারণা নেই। তার ফলে ভগবানের ব্যবস্থাপনায় বিশাল সামরি শক্তির অধিকারী এই সমস্ত অসুরেরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে, এবং তার ফলে পৃথিবীতে অসুরদের মহাভার লাঘব হয়। ভগবানের ইচ্ছায় অসুরেরা তাদে সামরিক শক্তি বৃদ্ধি করে, যাতে তাদের সংখ্যা লাঘব হয় এবং ভক্তরা কৃষ্ণভক্তি মার্গে উন্নতি সাধন করার সুযোগ পায়।

Address

Singapore

Telephone

+6587325941

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণ ভাবনামৃত সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষ্ণ ভাবনামৃত সন্ধানে:

Share

Category