Bijoy 71

Bijoy 71 এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

28/09/2025

Bijoy 71 এর পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা...🥀🎆

27/09/2025

আমার নেতা-কর্মীদের মারবে বারবার,
আমি সহ্য করবো? না।
সাফ করবো এবার।
এবার লক্ষ্য হলো, ময়লা সাফ করার।
বাংলাদেশের ময়লা সাফ করবো।

- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

© ভিডিও : ATeam

27/09/2025

Happy Birthday Queen👑

26/09/2025

ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ যতবার সংকটে পড়েছে ততবারই দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে এসেছে।
এবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বিএনপি আবারও একটা মারা খেলো। এটা বোধহয় ফাইনাল মারা খাওয়া হলো। খেয়াল করেছেন? যুক্তরাষ্ট্র সফরে বিএনপি জামাতের চেয়ে এনসিপি...
26/09/2025

বিএনপি আবারও একটা মারা খেলো।
এটা বোধহয় ফাইনাল মারা খাওয়া হলো।

খেয়াল করেছেন?
যুক্তরাষ্ট্র সফরে বিএনপি জামাতের চেয়ে এনসিপি অগ্রাধিকার পাচ্ছে। মুহাম্মদ ইউনুস এনসিপির প্রতিনিধিদেরকে প্রেজেন্ট করছেন সবখানে। এটা একটা সিম্পটম। আগামীতে কি হতে পারে বা ইউনুসের চাওয়ার একটা প্রতিফলন এখান থেকে পাওয়া যেতে পারে।

আগামী সপ্তাহে দেখা যাবে - দেশে ফিরে এনসিপি, জামাত জোট করছে। সাথে থাকতে পারে নুরুল হক নুরুর দল এবং ইসলামি আরো কয়েকটা দল।

অর্থাৎ, ইসলামি দলগুলো নিয়ে একটা জোট হবে। বিএনপি এককভাবে নির্বাচন করবে।
বিএনপিকে বলা হবে - তোমরা এককভাবে নির্বাচন করে জিততে পারলে সরকার গঠন করো। আমরা জোটে ইলেকশন করে জিততে পারলে আমরা সরকার গঠন করবো। তোমরা হবে বিরোধী দল।

মোটামুটি মার্কিন ওস্তাদ এমন সিদ্ধান্তই দিয়েছে।

এই কথার পর বিএনপির আর কিছু বলার থাকবে না। তারা প্রথমে ভোম্বল দাশের মতো হা করে তাকিয়ে থাকবে। তারপর কাঁদোকাঁদো হয়ে বলবে - জ্বি আচ্ছা।
ওদিকে যেহেতু আওয়ামীলীগকে নির্বাচন করতে দেয়া হবে না, সেহেতু খানিক আশার আলোও দেখতে পাবে তারা।

কিন্তু, দিনশেষে - নির্বাচন হবে সেনাবাহিনীর কেন্টনমেন্টে।
বিএনপি হবে বিরোধী দল।
অর্থাৎ, যেই আদু ভাই, সেই আদু ভাই।

বিএনপির মতো বলদ একটা দলের জন্য বিরোধী দল হওয়াও বিরাট বিষয়। আমার আশ্চর্য লাগে - একটা দলে দু-চারজন মেধাবীও নাই! কেমনে দলটা এতো বড় ছিল বা হলো!

২০২৬-২৭ সালের 'ইসলামী শাসনতান্ত্রিক বাংলাদেশ' এ স্বাগতম।

[] © হাসনাত নাগাসাকি

25/09/2025

উত্তাল বীর চট্রলা, গ্রেফতার করে আমাদের কে দাবায় রাখা যাবে না,, ইনশাআল্লাহ আমাদের লড়াই চলছে চলবে।

24/09/2025

হাদির প্রতি পূর্ণ সমর্থন জানাই!

© Crack Platoon Bangladesh

24/09/2025

গা'জা'ব বেইজ্জতি 😂

24/09/2025

কারা মুক্তির পর মিজানের ভাইয়ের সাথে কথা বলছেন জননেত্রী শেখ হাসিনা ❤️🇧🇩

23/09/2025

বাংলাদেশের কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে যে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছো'ড়ার ঘটনায় নিউইয়র্ক পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এটি মিথ্যা খবর। এই আটকের সঙ্গে ডিম ছো'ড়ার কোনো সম্পর্ক নেই।

আসল ঘটনা হলো, বিএনপির এক কর্মীর মিথ্যা অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা মিজানকে আটক করা হয়। ওই বিএনপি কর্মী নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল যে যুবলীগ কর্মী মিজান তাকে একটি মা*রা*ত্মক অ*স্ত্র দেখিয়ে হু*ম*কি দিয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। যুবলীগ কর্মী মিজানের ক্ষেত্রেও তাই হয়েছে।

নিউইয়র্ক পুলিশ ইতিমধ্যেই বিষয়টি বুঝতে পেরেছে এবং মিজান কে মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

23/09/2025

শুধু তাসনিম জারা বুলিং এর স্বীকার হয়েছে বলে আপনার চেতনা দন্ড দাঁড়িয়ে গেছে।
বিগত ১ বছরে জামাত শিবির ও বিএনপির নেতা কর্মীর হাতে লা/ঞ্ছিত ও হে/নস্তার শিকার হয়েছেন হাজারের বেশি ছাত্রলীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগের মেয়েরা। তখন আপনার চেতনা দন্ড কোথায় ছিল?

23/09/2025

আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হা*মলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করেছে বিক্ষুব্ধ জনতা।

Address

Singapore
0923

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy 71:

Share