19/10/2025
প্রবাসী নিয়ে দুটি লাইন
ছেড়ে আসা ভিটে-মাটি, প্রিয়জন মুখ,
পাখির ডানায় ভেসে দূর দেশে সুখ।
রোজ সকালে ওঠে, খেটে চলে দিন,
কষ্ট চেপে হাসে, মেটায় সে ঋণ।
মা-বাবা, ভাই-বোনের স্বপ্ন সে বোনে,
নিজে থাকে একা, তবুও না কাঁদে মনে।
ফোনে শুধু কথা হয়, দেখা নাহি মেলে,
মন কাঁদে, তবু হাসি মুখে সব ফেলে।
দিন গোনে ফিরে যাবে, সেই চেনা গাঁয়,
আলো জ্বেলে ফিরবে সে, নতুন আশায়।
সিংগাপুর প্রবাসী