05/08/2025
জাতির বীরেরা আজ এই দিনে দেশকে এক জুলুমের হাত থেকে রক্ষা করেছে,সকল শহীদ ও বীরদের সালাম জানাই।
কিন্তু প্রফাইল আজো লাল রয়েই গেল।
এখনো সেই আগের মত শিক্ষা চিকিৎসা খাতের সিন্ডীকেট চালু।চাদাবাজি চলছেই।সেনাবাহিনির বিচারিক ক্ষমতা থাকা সত্যেও কি যেন অদৃশ্য কারন তারা দেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করতে পারছে,মনে হয় সেভাবে চেস্টাও করছে না।এখনো প্রশাষনে হাজারো দুস্কৃতিকারি বহাল তবিয়াতে।দেশবিরোধী কিছু মিডিয়া এখনো তাদের চক্রান্তে মশগুল।একদিন শুনবো তারা সুযোগ বুঝে হাসনাত কেও ফাসিয়ে দিয়েছে,এভাবে হয়তো আগের ফ্যাসিবাদ বিএনপির দুর্বলতায় ঢুকে যাবে।