Voice of Migrants

Voice of Migrants একজন প্রবাসী মানে, তুমি কখনোই পুরোপুরি নিজ বাসায় ফিরতে পারবেনা।

বাংলাদেশের ৫টি নদীর পানি...💔🔎
10/05/2025

বাংলাদেশের ৫টি নদীর পানি...💔🔎

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য ২.৮ মিটার। নীল তিমির অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি করে, যা ইঙ্গিত দেয় প্রচুর পরিমাণ বী*র্য উৎপা...
20/04/2025

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য ২.৮ মিটার। নীল তিমির অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি করে, যা ইঙ্গিত দেয় প্রচুর পরিমাণ বী*র্য উৎপাদন করতে পারে। বী*র্যপাতের সময় এটি প্রায় ২০-৩০ লিটার বীর্য নির্গত করে। এর মধ্যে মাত্র ১-২ লিটার প্রয়োজন হয় স্ত্রী তিমিকে সফলভাবে গর্ভধারণ করানোর জন্য। যখন আপনি সমুদ্রসৈকতে পানির স্বাদ নিচ্ছেন, তখন বাকি ২৯ লিটার এর কথা মনে রাখবেন। 🫢

Follow Us Voice of Migrants

রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দ...
19/04/2025

রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇

🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দুর্গন্ধ কেটে যাবে।

🍋 রান্না অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ, এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়।

🍋 আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায়? সামান্য লেবুর রস মেখে রাখুন আর লালচে হবে না।

🍋 ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নিন। ধবধবে সাদা ভাত তো হবেই, সাথে ফ্লেভারও আসবে।

🍋 গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যায়।

🍋 সাদা কাপড়কে আরো ধবধবে সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।

🍋 মুরগী বা গরুর মাংস সিদ্ধ হতে সমস্যা? রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা।

🍋 বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের উটক গন্ধটা অনেকটাই কমে যায়।

🍋 আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে লেবুর রস মেখে নিন, এতে হাতের দুর্গন্ধ কমে যায়।

🍋ছোট মাছের চচ্চড়ি রান্নায় পিল করে লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন, তারপর ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন। খোসা গুলো ফেলে দিয়ে পরিবেশন করুন।ফ্লেভারটা অসাধারণ হয়।

🍋 ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা ভেজিটেবল পিলার দিয়ে ছিলে নিন অথবা লেবুর রস ব্যবহার করুন।

🍋 লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হয়।
ধন্যবাদ

আপনি যদি একজন পুরুষ হন..🗿তাহলে আপনাকে পুরো পৃথিবী দুইভাবে ট্রিট করবে:- হয় আপনি একটা ওয়াকিং প্রবলেম, - নয়তো একটা সাইলেন্ট...
02/04/2025

আপনি যদি একজন পুরুষ হন..🗿

তাহলে আপনাকে পুরো পৃথিবী দুইভাবে ট্রিট করবে:
- হয় আপনি একটা ওয়াকিং প্রবলেম,
- নয়তো একটা সাইলেন্ট সল্যুশন।

দুটোর মাঝে কোনো কিছু নেই...

একটা হাইপার-ক্লাউট কালচারে, যেখানে "মানুষ কী বলবে" সাইকোলজিতে পুরুষেরা ক্রাশ খাচ্ছে প্রতি মুহূর্তে, আপনার মাসকিউলিনিটি রিভাইব করার একটাই রাস্তা— Build a life silently that speaks louder than noise.

ধরেন, আপনি হঠাৎ সকাল ৬টায় ঘুম থেকে উঠে ফজর পড়ে জগিং-এ গেলেন। সামনে মোবাইল হাতে একজন ভাই ভিডিও দেখছে: “Bro, relationships are trash. Be toxic, be rich.”

আপনি পাশ কাটিয়ে চলে যান, কারণ আপনি জানেন— "Silence is your loudest self-respect."
একটা সময় মাসকিউলিনিটি মানে ছিল নেতৃত্ব, ভার, আর নীরব সাহস। কিন্তু আজকের দুনিয়ায় মাসকিউলিন হওয়া মানে—কনফিউজড হওয়া।

কখনো হইতেছি বেশি লাউড, কখনো আবার পুরাপুরি লস্ট। এই সংকটে দাঁড়িয়ে একজন মুসলিম পুরুষের দরকার একটা গাইডলাইন—

একটা নিজস্ব অপারেটিং ম্যানুয়াল— যেটা আপনার ভিতরের শক্তিকে বুস্ট করবে, ডিসিপ্লিন দেবে, ডিরেকশন দেখাবে।

এইখানেই আসে: Modern Muslim Masculinity Operating System (M³OS)

একটা সাইলেন্ট রিভল্যুশনের রোডম্যাপ...

১. এভয়েড ড্রামা - না, আপনি জাভেদ হাবিব না, যে প্রতিটা কথায় ড্রামা বানাতে হবে। ড্রামা-র পেছনে ইমোশনাল ক্যালোরি বার্ন হয়। আর আপনি জানেন—এনার্জি ইজ ইওর ডিভাইন কারেন্সি।

“A wise man saves his energy for vision, not reaction.”

২. গেট ইন শেইপ - মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও ছিলেন ফিজিক্যালি ফিট। উহুদ যুদ্ধের বর্ণনা পড়ে দেখুন—৬০ বছর বয়সেও তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলেন।

রিয়েল মাসকিউলিনিটি মানে লাউড না, ইট’স ডিসিপ্লিনড।

৩. রিড কুরআন হার্ভার্ড বিজনেস রিভিউ এক স্টাডিতে বলেছিল—পারপাস-ড্রিভেন পিপল লিভ লংগার, থিংক ডিপার, লিড বেটার। কুরআন আপনাকে সেই পারপাস দেয়, যা পৃথিবীর কোনো অ্যালগরিদম দিতে পারে না।

৪. স্টার্ট আ বিজনেস - ৮০ পার্সেন্ট নবী ছিলেন ব্যবসায়ী। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন একজন ট্রাস্ট-বেইসড এথিক্যাল আন্ত্রেপ্রেনিউর। এখনকার হাসল কালচারে সবাই সেলস শেখে জর্ডান বেলফোর্ট থেকে— কিন্তু আপনি জানেন, ফাইনাল আর ও আই হলো আখিরাত।

৫. স্পিক লেস, থিংক মোর - হযরত আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেছিলেন— Your tongue is like a lion. If you let it loose, it will wound someone.

ফেইক আলফা কালচারে ডমিন্যান্স মানে হচ্ছে "হুজ লাউডার?" কিন্তু আপনি জানেন—ট্রু ডমিন্যান্স ইজ সাইলেন্ট ক্ল্যারিটি।

৬. প্রে মোর - একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টাডি দেখায়, যারা দিনে পাঁচবার ইনটেনশনাল পজ নেয় (লাইক প্রেয়ার), তাদের ডিসিশন-মেইকিং ক্যাপাসিটি বেড়ে যায় ১৭%।
সালাহ হলো আপনার ফাইভ টাইমস ডেইলি ক্ল্যারিটি রিট্রিট।

৭. ইট ক্লিন - মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাইতেন খেজুর, যব, অলিভ অয়েল— যেগুলো এখন সুপারফুডস হিসেবে ব্র্যান্ডেড।

আপনি জানেন না, নাকি ভুলে গেছেন— আপনার সুন্নাহ ইজ মোর অ্যাডভান্সড দ্যান সিলিকন ভ্যালির লেটেস্ট ডায়েট ট্রেন্ড।

৮. থ্যাংক আল্লাহ - Gratitude isn’t just an emotional virtue, it’s a neuroplasticity amplifier.

কুরআন বলে: “তোমরা কৃতজ্ঞ হলে, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব।” — (সূরা ইব্রাহিম ১৪:৭)

আর নিউরোসায়েন্স বলে— যখন আমরা ছোট ছোট জিনিসের জন্যও “আলহামদুলিল্লাহ” বলতে শিখি, তখন মাথার ভেতর একটা পজিটিভ ভাব গড়ে ওঠে—সবকিছুই যেন যথেষ্ট, সবকিছুতেই শান্তি।

Mohammed Qahtani, যিনি টোস্টমাস্টারস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন পাবলিক স্পিকিং হয়েছিলেন, তার এনটায়ার স্পিচ ডেলিভারি স্টাইল ছিল ইসলামিক ভ্যালুজ-এর উপর গ্রাউন্ডেড—ডিসিপ্লিন, রিফ্লেকশন, হিউমিলিটি।

অথচ কেউ তাকে দেখে বোঝেই না, ওই ছেলেটাই একসময় ছিল ইনট্রোভার্ট, ইনসিকিওর, ওভারওয়েইট।
হোয়াট চেইঞ্জড? হি রিওয়ায়ার্ড হিমসেলফ ইউজিং দিস একজ্যাক্ট সেইম Modern Muslim Masculinity Operating System (M³OS)

"অ্যাটোমিক হ্যাবিটস" এই বইতে বলা হয়েছে— “You don’t rise to the level of your goals. You fall to the level of your systems.”

আপনার লাইফ যদি ইসলামিক মাসকিউলিন সিস্টেমে হয়— আপনি ন্যাচারালি একটা বারাকাহ পূর্ন লাইফ লিড করবেন।

“পিসফুল ওয়ারিয়র”মুভির একটা ডায়লোগ আছে যেখানে মাস্টার বলে— A warrior doesn’t give up what he loves. He finds the love in what he does.

একজন মুসলিম পুরুষ হওয়া মানে ভাইরাল হওয়া না। হাওয়া হওয়া না। সাইলেন্ট আর পাওয়ারফুল হওয়ার এক ডেলিকেট ব্যালান্স।

আপনার কাজ—একা একা কাজ করা, প্রমাণ না করে প্রভাব ফেলা, আর আপনার এক্সেলেন্স দিয়ে পৃথিবীকে বারবার মনে করিয়ে দেওয়া—
"Muslim man isn’t just a man.
He’s a mission."

But wait, this is just the beginning! 😏
Want to go next-level?

♦️ ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে ব...
23/03/2025

♦️ ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে, কিন্তু বিবাহিত পূরুষদের ৯৫% ই স্ত্রীকে নমিনি দিতে চায়।"

তারমধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে।কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখা,এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য...

লেখকঃ একজন ব্যাংকার।😅💔

"৯" সংখ্যা, "৮" সংখ্যাকে একবার জোড়ে এক চড় মারল। তখন কাঁদতে কাঁদতে ৮ সংখ্যা জিজ্ঞাসা করল, "আমাকে মারলে কেন?" "৯" সংখ্যা ব...
20/03/2025

"৯" সংখ্যা, "৮" সংখ্যাকে একবার জোড়ে এক চড় মারল।
তখন কাঁদতে কাঁদতে ৮ সংখ্যা জিজ্ঞাসা করল, "আমাকে মারলে কেন?"
"৯" সংখ্যা বলল আমি বড় তাই মেরেছি।
এ কথা শুনে "৮" সংখ্যা, ''৭'' সংখ্যাকে জোড়ে চড় বসিয়ে দিল।
সেও অনুরূপভাবে অজুহাত দিয়ে বলল, "আমি বড় তাই মেরেছি।

এরপর এদের দেখাদেখি একে একে ''৭'', ''৬''-কে; ৬, ৫-কে; ৫, ৪-কে; ৪, ৩-কে; ৩, ২-কে; আর ২, ১-কে চড় মারল।
হিসাব মত এবার ১-এর শূন্যকে মারার পালা।

কিন্তু "১" মারল না।
বরং সে ভালোবেসে শূন্যকে নিজের পাশে বসালো।
এতে করে দু'জনে মিলে "১০" সংখ্যা হয়ে গেল।
তারা এবার ৯-এর থেকেও বেশী শক্তিশালী হয়ে গেল।
তারপর থেকে "১০" সংখ্যাকে সবাই ভয় পেতে বাধ্য হলো।

তাই নিজেদের মধ্যে লড়াই না করে একে অন্যের হাত ধরি।
নিজেদেরকে ঐক্যবদ্ধ করে শক্তি বৃদ্ধি করি।

18/02/2025

iPhone bypass with SIM card

16/02/2025

iPhone Bypass part 2

16/02/2025

iPhone Bypass and other features

12/02/2025

IC Rebaling in Motherboard

29/01/2025

পরিবারের অভাব অনটনের দায়ে নাজমুল এই বয়সে চা বিক্রির কাজ বেছে নিয়েছে।

Address

Singapore

Telephone

+971509426828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Migrants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category