30/09/2025
সিঙ্গাপুর পুলিশের ঘোষণায় জানা গেছে,
দুটি বাংলাদেশি নাগরিককে জাল সিঙ্গাপুর ডলার (S$50 নোট) ব্যবহার এবং তা নিজের কাছে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
কোথায় এবং কীভাবে
ঘটনা ঘটেছে Geylang এলাকায়।
তারা দু’টি আলাদা দোকানে জাল নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করেন।
দোকানদাররা নোটের সন্দেহজনক বৈশিষ্ট্য দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকেই গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করে।
⚖️ আইনি পদক্ষেপ
দুইজনকেই কোর্টে তোলা হবে।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী,
জাল নোট ব্যবহার করলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
জাল নোট রাখার দায়েও একই ধরনের শাস্তি হতে পারে।
সতর্কবার্তা
সিঙ্গাপুর পুলিশ সবাইকে সতর্ক করেছে:
দোকানদার ও সাধারণ মানুষ যেন সন্দেহজনক নোট পেলেই তা দ্রুত পুলিশকে জানায়।
সিঙ্গাপুরে জাল নোট তৈরি, ব্যবহার বা রাখা গুরুতর অপরাধ।
পরামর্শ
প্রবাসীসহ সবার প্রতি অনুরোধ,
সিঙ্গাপুরের আইন-কানুন মেনে চলুন।
ভুলভাবে জড়িত হলে শাস্তি খুব কঠোর হয়।
এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন