রেমিট্যান্স সৈনিক

রেমিট্যান্স সৈনিক আমরা রেমিট্যান্স যোদ্ধা নতুন উইজার সবাই সাপোর্ট করুন।
(1)

প্রবাসীদের খাবারের আলিসন প্লেট দেকতে পলিথিনের মতো লাগলেও এটা অসাধারণ 😭
20/08/2025

প্রবাসীদের খাবারের আলিসন প্লেট দেকতে পলিথিনের মতো লাগলেও এটা অসাধারণ 😭

সৌদি আরবে একই রুমে থাকা যুবকের টাকা চুরি করে পালানোর অভিযোগ-সৌদি আরবে একই এলাকার কয়েকজন প্রবাসীর প্রায় ১৭ হাজার রিয়াল চু...
20/08/2025

সৌদি আরবে একই রুমে থাকা যুবকের টাকা চুরি করে পালানোর অভিযোগ
-
সৌদি আরবে একই এলাকার কয়েকজন প্রবাসীর প্রায় ১৭ হাজার রিয়াল চুরি করে পালানোর অভিযোগ উঠেছে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম হোসেনের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, সৌদি আরবের একটি কক্ষে একই এলাকার কয়েকজন প্রবাসী একসঙ্গে থাকতেন। সেখানে থাকা অবস্থায় শামীম হোসেন সুযোগ বুঝে রুমে থাকা অন্যান্য সদস্যদের টাকা চুরি করে পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে রয়েছেন;
ইউনুস (পিতা সৈয়দ, গ্রাম উত্তর কাউতলী) — ৬,০০০ রিয়াল
এমাম হোসেন (পিতা কামাল উদ্দিন মজুমদার, গ্রাম উত্তর কাউতলী) — ৫,০০০ রিয়াল
মির হোসেন (পিতা নাসির উদ্দিন, গ্রাম নিজ কালিকাপুর) — ২৫০ রিয়াল
সুমন জন (পিতা আবু তাহের, গ্রাম ফুলগাজী) — ২০০ রিয়াল
ইকরাম (পিতা মাওলানা শহিদুল ইসলাম, গ্রাম উত্তর কাউতলী) — প্রায় ৫,০০০ রিয়াল
সাইফুল ইসলাম (পিতা রুহুল আমিন ওরফে বলু মিয়া) — ৪৫০ রিয়াল
এছাড়া রাকিব (পিতা আইয়ুব খান) নামের এক প্রবাসীর কাজ থেকে ৫০০ রিয়াল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

মোট মিলিয়ে ১৭ হাজার রিয়াল চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ বিষয়ে শামীম হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার মেসেজ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ভুক্তভোগী প্রবাসীরা বিষয়টি স্থানীয় প্রবাসী কমিউনিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

 #ব্যাটারি রিকশা থেরাপি চলছে বলবে, ট্রাফিক গুলশান বিভাগ,,ডে-৩মেইনরাস্তায় অটোরিকশা বন্ধে পুলিশকে সহযোগিতা করুন। প্লিজ আপন...
20/08/2025

#ব্যাটারি রিকশা থেরাপি চলছে বলবে,
ট্রাফিক গুলশান বিভাগ,,ডে-৩

মেইনরাস্তায় অটোরিকশা বন্ধে পুলিশকে সহযোগিতা করুন। প্লিজ আপনারা অটোরিকশা মেইনরাস্তায় নিয়ে এসে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যাবেন না।।

সবাইকে একসাথে ব্যাটারি রিকশা মেইনরাস্তায় বন্ধের জন্য এগিয়ে আসতে হবে।।

ইতালি তে আসার এক দিন পরই না ফেরার দেশে চলে গেলেন এই ভাই টি,,...আবেদন করেছিলেন ৫ ফেব্রুয়ারি ২০২৫ ভিসা হাতে পান ২৮ জুলাই ...
20/08/2025

ইতালি তে আসার এক দিন পরই না ফেরার দেশে চলে গেলেন এই ভাই টি,,...আবেদন করেছিলেন ৫ ফেব্রুয়ারি ২০২৫ ভিসা হাতে পান ২৮ জুলাই ২০২৫। ১৬ আগস্ট ফ্লাইট হয় আর ১৮ই আগস্টে মৃ/ ত্যু
হয়তো মাত্র ১ দিনেরই সফর ছিলো উনার ইতালিতে।

মৃ ত্যু র কারণ হিসেবে জানা যায় ঠান্ডাজনিত সমস্যার কারণে গলার টনসেল ফেটে মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তবে এটা তো সত্যি যে টনসিল একদিনের সমস্যায় ফেটে যায় না🙂সব কিছুই আল্লাহর হাতে তবে সময় থাকতে পরিবারের পাশাপাশি নিজেরও যত্ন দিন।
আল্লাহ উনার পরিবারকে ধৈর্য দিক এবং
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন

ভাই আগের কম্পানিতে যে বেতন পাইতাম,তার থেকে ১৫০-২০০ ডলার বেশী বেতনের অফার পেয়ে নতুন কম্পানিতে আসছি!এখন মনে হচ্ছে ভুল করে ...
20/08/2025

ভাই আগের কম্পানিতে যে বেতন পাইতাম,তার থেকে ১৫০-২০০ ডলার বেশী বেতনের অফার পেয়ে নতুন কম্পানিতে আসছি!
এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি!
আগের কম্পানিতে প্রায় ৪-৫ বছর ছিলাম, সিনিয়র হিসাবে সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল।
থাকার জায়গা ও রান্না করে খাওয়া যেত।
কাজের সাইডে ও একটা সন্মান ছিল।
মাএ ১৫০-২০০ ডলারের জন্য নতুন এই কোম্পানিতে সেই সুযোগগুলো নেই, আর তৈরি করতে কত বছর লাগবে কে জানে।

২,১শ টাকার জন্য দীর্ঘদিন ধরে থাকা কম্পানি পরিবর্তন করাটা একটা ভুল সিদ্ধান্ত।

_____একজন প্রবাসী এভাবেই তাঁর দুঃখ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে আপনার মতামত কি ❓

#মনুরদেশে
#প্রবাসি

৫ বছর ধইরা সিএনজি চালাই ঢাকায়..প্রত্যেকদিন সকালে সিএনজি নিয়া বাহির হই..দিন শে-ষ হইলে বাড়ি যাই খাই..ঘুমাই..আমার জীবনটা এম...
20/08/2025

৫ বছর ধইরা সিএনজি চালাই ঢাকায়..প্রত্যেকদিন সকালে সিএনজি নিয়া বাহির হই..দিন শে-ষ হইলে বাড়ি যাই খাই..ঘুমাই..আমার জীবনটা এমন হইতো না যদি তাহেরার সাথে প্রেম না করতাম..

কেলাস নাইনে এ থাকতে প্রেম শুরু করি তাহেরার সাথে..ভালই যাইতে ছিল..হঠাৎ কইরা তাহেরা আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করা শুরু করলো..আমি না করতে পারতাম না তাই জিনিস গুলা কিনা দিতাম..

যখন টাকা থাকত না তখন বাপের দোকানের ড্রয়ার থেইকা টাকা নিয়া কিনা দিতাম..একদিন তাহেরা কয় কক্সবাজার যাইবো..আমি না করলাম..তারপর সে কয় না নিয়া গেলে আমার সাথে থাকব না..আমি অনেক ক-ষ্ট কইরা বাপের দোকান আর আলমারি থেইকা ৪০হাজার টাকা চু-রি করি..৭দিন তাহেরার সাথে কক্সবাজার থাইকা আসি..

আসার পর আমার বাপ আমার সাথে ঝ-গ-ড়া শুরু করে..ঝ-গ-ড়া করার সময় সে স্ট্র-ক কইরা মা-রা যায়..তার ২সপ্তাহ পরে তাহেরা আমারে ছাইরা চইলা যায়..

আমার পরা লেখা ব-ন্ধ হ‌ইয়া যায়..আস্তে আস্তে সব শে-ষ হ‌ইয়া যায়..এখন পেটের দায়ে সিএনজি চালাই..তাহেরার লগে ১সপ্তাহ আগে দেখা হইসিলো সে এখন আমারে চিনেও না..প্রেম জিনিসটা ভাল না আমগর মত ছোট লোকগোর লাইগ্যা 🙂

- তার বাস্তব জীবনের গল্প

সবাই দোয়া করবেন
20/08/2025

সবাই দোয়া করবেন

নিউইয়র্ক এর ফুটপাতে বাংলাদেশীদের তরকারি বিক্রি।  যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই শহরে  আছেন কয়েকশ' বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভা...
20/08/2025

নিউইয়র্ক এর ফুটপাতে বাংলাদেশীদের তরকারি বিক্রি। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই শহরে আছেন কয়েকশ' বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার, উবার চালক এবং রেস্টুরেন্টের ওয়েটার। কঠোর পরিশ্রম করে তারা অর্থ উপার্জন করে থাকেন। নিজ নিজ পেশার প্রতি খুবই নিবেদিত প্রাণ এসব বাংলাদেশী.........

চট্টগ্রামে ভ’য়া’বহ’ভাবে বাড়ছে চিকুনগুনিয়া, জ্বরে আক্রান্তদের ৯০% চিকুনগুনিয়াচিকুনগুনিয়া রোগের লক্ষণ :সাধারণত ২ থেকে ৭ দি...
19/08/2025

চট্টগ্রামে ভ’য়া’বহ’ভাবে বাড়ছে চিকুনগুনিয়া, জ্বরে আক্রান্তদের ৯০% চিকুনগুনিয়া

চিকুনগুনিয়া রোগের লক্ষণ :
সাধারণত ২ থেকে ৭ দিনের মধ্যে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এর লক্ষণ দেখা দেয়।
- এ রোগে অত্যন্ত উচ্চ তাপমাত্রার জ্বর,
-অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা (বিশেষত হাত, কবজি, গোড়ালি, কাঁধ ও হাঁটুতে),
-মাথাব্যথা,
-পেশিব্যথা,
-ক্লান্তি,
-ত্বকে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা যায়।
-অস্থিসন্ধিতে ব্যথা থাকে, যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে মানুষ প্রায়ই ডেঙ্গু বা জিকা ভাইরাসের সঙ্গে গুলিয়ে ফেলেন। তবে চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণে সাধারণত অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা থাকে।

চিকুনগুনিয়ার চিকিৎসা :

চিকুনগুনিয়া ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ওষুধ সাধারণত লক্ষণগুলো উপশম করার জন্য ব্যবহার করা হয়। জ্বর কমানোর ওষুধ, ব্যথা উপশম করার ওষুধ, প্রচুর তরল পান করা এবং পরিমিত বিশ্রাম নিলে ৫ থেকে ১০ দিনে আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ হয়ে যায়। তবে তীব্র রোগলক্ষণ ও গুরুতর কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকুনগুনিয়া প্রতিরোধে যা করবেন:

চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো মশার কামড় এড়ানো। মশারি খাটিয়ে, লম্বা হাতার জামা ও লম্বা প্যান্ট পরে, প্রয়োজনে কাজের জায়গায় মশারি ব্যবহার করে, মশারোধী স্প্রে ও লোশন ব্যবহার করে আমরা মশার কামড় এড়াতে পারি। বাড়ির চারপাশে পানি জমতে না দেওয়া এবং যেখানে–সেখানে যেন মশা ডিম পাড়তে না পারে, সেদিকেও খেয়াল রাখুন।

পরামর্শ দিয়েছেন : ডা. কাকলী হালদার, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

 #জয় #বাংলা
19/08/2025

#জয় #বাংলা

🌸 হৃদয়বিদারক ঘটনা 😭মাত্র এক মাসের শিশু। সোনার টুকরো মতো ছোট্ট মাথাটা তখনও পুরোপুরি শক্ত হয়নি—নরম তালুর ভেতর দিয়ে জীবনটা...
19/08/2025

🌸 হৃদয়বিদারক ঘটনা 😭

মাত্র এক মাসের শিশু। সোনার টুকরো মতো ছোট্ট মাথাটা তখনও পুরোপুরি শক্ত হয়নি—নরম তালুর ভেতর দিয়ে জীবনটা যেন ভেসে বেড়াচ্ছিল।

মা সারাদিন বুকের দুধ খাইয়ে ক্লান্ত, একটু ঘুমোবে ভেবে শিশুটিকে বিছানায় শুইয়ে দিলেন। বাবা পাশে বসে গল্প করছিলেন। হঠাৎ এক অযত্নে, কোলে তোলার সময় শিশুর মাথা পাশের কাঠের কোণায় ঠুকে গেল।

সেই নরম তালুর জায়গাটা এক মুহূর্তেই লাল হয়ে ফুলে উঠল। শিশুটি তীব্র কান্নায় চিৎকার করে উঠল, বুক ফেটে গেল মায়ের। কিছুক্ষণ পর কান্না থেমে এলেও চোখ দুটো অস্বাভাবিকভাবে ঝিমঝিম করছিল।

মা-বাবা দিশেহারা—কোলে তুলে ধরে বারবার বলছেন,
“বাবা, কিছু হয়নি, ঘুমিয়ে পড়ো...”
কিন্তু ঘুম নয়, শিশুটি নিস্তেজ হয়ে আসছে।

হাসপাতালে দৌড়ে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন,
“শিশুর মাথায় আঘাত লেগেছে। নরম তালুর জায়গায় চাপ পড়েছে, অবস্থা গুরুতর...”

সেই মুহূর্তে মা-বাবার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। কেবল বুকের ভেতর একটাই আর্তনাদ—
“আহারে, যদি একটু বেশি সাবধান হত।

🗣️শিশুর মাথার নরম তালু অংশে সামান্য আঘাতেও ভয়াবহ পরিণতি হতে পারে। সবসময় শিশুকে কোলে নেওয়া ও শোয়ানোর সময় অতিরিক্ত সতর্ক থাকা জরুরি অন্তত প্রথম ৬মাস ✅✅।

04/04/2025

Address

Singapore

Telephone

+6589014970

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেমিট্যান্স সৈনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেমিট্যান্স সৈনিক:

Share

Category