md sojib

md sojib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from md sojib, Digital creator, 32 gul Avenue, Singapore.

১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে যারা ই-পাসপোর্টের আবেদন এর অ্যাপয়েনমেন্ট ডেট      পেয়েছেন তারা নোটিশে উল্লেখিত তারি...
21/07/2025

১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে যারা ই-পাসপোর্টের আবেদন এর অ্যাপয়েনমেন্ট ডেট পেয়েছেন তারা নোটিশে উল্লেখিত তারিখে আবেদন জমা দিতে পারবেন।

প্লিজ দয়া করে তারিখ এবং সময় অনুযায়ী যাবেন ।
সূত্র: Bangladesh High Commission, Singapore

Friendship 🥹❤️
07/07/2025

Friendship 🥹❤️

একটু দাড়ান!প্রবাসে থাকছেন,কাজ করছেন। আপনার ভালোর জন্য ৫ টি টিপস।  এই ৫ টি ক্ষুদ্র টিপস মেনে চললে আপনার জীবনও অসুন্দর পরি...
04/07/2025

একটু দাড়ান!
প্রবাসে থাকছেন,কাজ করছেন। আপনার ভালোর জন্য ৫ টি টিপস। এই ৫ টি ক্ষুদ্র টিপস মেনে চললে আপনার জীবনও অসুন্দর পরিস্থিতি থেকে বেচে যেতে পারে।চলুন দেড়ি না করে আলোচনায় আসি-

১/ অন্যদের সাথে নয়,নিজের সাথে প্রতিযোগিতা করুন।
২/ নিজেকে গরিব ভাবুন।
৩/ নিজের সম্পদের ৯০% নিয়ন্তা হোন।
৪/ সুসময়ের মাঝে কঠিন সময়ের প্রস্তুতি নিন।
৫/ নিজেকে ভালবাসুন।

এবার আসুন পয়েন্ট গুলি বুঝিয়ে বলি।

১/ অন্যদের সাথে নয়,নিজের সাথে প্রতিযোগিতা করুন---- আমাদের প্রবাসী জীবনের প্রাথমিক ও বেশি মর্মান্তিক ধাক্কাটাই খাই এই জায়গাতে। কিন্তু আসলে আমরা বুঝতেও পারিনা,এটা আমাদের জীবনকে আরো পিছিয়ে নেবে। প্রবাসে আসার পর প্রাথমিক কিছু দেনা উঠার সাথে সাথেই আমাদের একটা ভবন বা ধাপট দেখাতে ব্যাস্ত হয়ে পড়ি। যেমন, শহিদ কাকায় জায়গা নিছে,আমারো লাগবে। সঞ্জয় দাদা ভাল একটা বিল্ডিং তুলছে, আমাকেও মান সম্মানের ভয়ে তা করতে হবে। তা না হলে বিদেশি বিদেশি লাগে না ইত্যাদি।

এখানেই গুটির চালে ভুল হয়। এটা করতে গিয়ে বেশির ভাগ প্রবাসীই শুরুতে বাধায় পড়ে। তাই বলে কি ঘর বাড়ির প্রয়োজন নেই? আছে। কিন্তু সেটা আপনার নিজের সাথে প্রতিযোগিতা করে করুন। মানে সহজ ভাষায়,আপনার সামর্থের সাথে মিল রেখে,কারো সাথে অর্থহীন প্রতিযোগিতা করে নয়।

২/ নিজেকে গরীব ভাবুন ---- এটা মানেটা খুব সহজ। নিজেকে প্রশ্ন করুন। কেন পরিবার সংসার বন্ধু বান্ধব ছেড়ে বিদেশে এসেছেন? নিশ্চয় পেটের দায়ে।
এবার প্রশ্ন করুন,কেন থাকছেন? উত্তর এটাই আসবে,পেটের দায়ে।
তারপর যখন আবার প্রশ্ন করবেন, কেন থাকবেন,সেটাও পেটের দায়ে।
তার মানে আপনি যতক্ষণ দেশে গিয়ে সেটেল্ড না হচ্ছেন ততক্ষণ আপনি গরিব। সেটা টাকাপয়সা জনিত গরিব ও হতে পারে বা অবস্থানগত গরীব। তাই হঠাত হঠাত বড়লোকি হুটানি মারা থেকে নিজেকে বিরত রাখুন। বিয়েতে অঢেল খরচ,দামি ড্রেস, দামি ফোন, দামি বাইক ছাড়া কি হয়? এসব ফুটানি কন্ট্রোলে আনুন। তাই বলে কি শখ আহ্লাদ থাকবে না? হ্যা,তবে সেটা নিজেকে গরীব ভেবে করুন।

৩/ নিজের সম্পত্তির ৯০% এর নিয়ন্তা হোন---- এটা বুঝাটা খুব সহজ। আপনার নিজের যে টাকা সম্পদ রয়েছে, তার কন্ট্রোল যেন আপনার হাতে থাকে। ভুল করেও অন্যের উপর তার নিয়ন্ত্রণ দিবেন না। তবে পরিবারের অন্য সদস্যের উপর যদি একান্তই তা দিতে হয়, তবে সেটা যেন ১০ শতাংশের বেশি না হয়। পিতা মাতা স্ত্রী সন্তান সবাই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনপ্রকারে ৯০ শতাংশের নিয়ন্ত্রণ নিজে ব্যাতিত অন্য কারো কাছে দিবেন না। কেননা এটা বেশিরভাগ প্রবাসীদের বেদনা দেয়। আর এই ব্যাপারে বেশি কিছু বলারও নেই। কেননা এটা প্রেক্টিকেলি বেশি দেখা যায়।

৪/ সুসময়ের মাঝে কঠিন সময়ের প্রস্তুতি নিন---- আপনি যখন বিদেশে কাজ করেন তখন নানা ভাষা, নানা জাতের মানুষ ও নানা পরিবেশ পেরিয়ে আপনি ইনকাম করছেন। কিন্তু একবার ভাবুন ত,আপনার মালিক আজ আপনাকে বের করে দিতে পারে,আপনার সুপারভাইজার আপনার সাথে চক্রান্ত করতে পারে,বা আপনি বড় কোন দূর্ঘটনার কবলে পড়তে পারেন ইত্যাদি।

কতক্ষণ থাকবে আপনার চাকরি? তাছাড়া এয়ারপোর্টের সাদা দাগ পেড়োলে আপনার আয় একেবারে বন্ধ। তাই আপনার চাকরি বয়সে যখন সুসময়, তখনি এগুলো মোকাবিলা করার মানসিকতা তৈরী করুন। নিজেকে গুছান। বাড়িতে কত ঢালবেন,জায়গায় কত,পরিবারে কত আর আগাম ব্যবসায় কত পুজি নিয়ে বসতে পারবেন, সব ভাগ করুন। সঞ্চয় করুন। কেননা আজ আপনি ভাল, কাল খারাপ হতে কতক্ষণ?

৫/নিজেকে ভালবাসুন ---- আপনি ততক্ষণই আপনি,যতক্ষণ আপনি আপনার মাঝে আছেন। সুষম খাবার,সুন্দর চলাফেরা, সুন্দর চিন্তা,সুন্দর পরিবেশ দিয়ে নিজেকে গঠন করুন। অনেক প্রবাসীই এটা ভাবে,আমি যাই হোক পরিবার ভাল থাকুক। না। এটা ভুল ধারনা। আপনাকে ভাবতে হবে,আমিও ভাল থাকব সাথে পরিবার। নিজেকে ভালবাসুন। দেখবেন সব এমনিতেই ভাল চলছে।

আমি জানিনা,কতটুকু বলেছি। তবে আমি নিজে প্রবাস জীবন থেকে এতটুকু সংগ্রহ করেছি। আপনার কিছু বলার থাকলে কমেন্টে এড করতে পারেন।বা আপনি এরকম কোন সমস্যায় পড়েছেন কিনা জানাতে পারেন।সব প্রবাসী তথা সবাই ভাল থাকুক।

✍️ সুব্রত দেব নাথ
কপি পোষ্ট

সিঙ্গাপুরে অনবোর্ড বা কোয়ারেন্টাইন এর নতুন আপডেট৷ যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছর বা তার কম তারা নতুন আইপিএ নিয়ে সি...
03/07/2025

সিঙ্গাপুরে অনবোর্ড বা কোয়ারেন্টাইন এর নতুন আপডেট৷ যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছর বা তার কম তারা নতুন আইপিএ নিয়ে সিঙ্গাপুরে গেলে তাদের অনবোর্ড থাকতে হবে না৷ এই নিয়ম কার্যকর হবে ১ আগষ্ট ২০২৫ থেকে৷

তবে জেনে রাখা ভালো,

১) যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছরের বেশী এখন নতুন আইপিএ নিয়ে যাবেন তাদের আগের মতো অনবোর্ডে থাকতে হবে৷

২)যারা নতুন আইপিএ নিয়ে প্রসেস,কন্সট্রাকশন ও মেরিন সেক্টরে যাবেন তাদের অনবোর্ড থাকতে হবে৷

৩) অন্যান্য সেক্টরে বা এস-পাশে গেলে অনবোর্ড থাকতে হবে না৷



03/07/2025

০৩/০৭/২৫ বর্তমানে ডলার রেট অগ্রণী ব্যাংক 96.40
ইসলামী ব্যাংক 96.25

With আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি – I just got recognised as one of their top fans! 🎉
03/07/2025

With আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি – I just got recognised as one of their top fans! 🎉

কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা আনছে কোন শালায়🤔🙄🪓🪓🗡️
02/07/2025

কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা আনছে কোন শালায়🤔🙄🪓🪓🗡️

02-07-2025আজকে সিঙ্গাপুর ডলারের রেট
02/07/2025

02-07-2025
আজকে সিঙ্গাপুর ডলারের রেট

আজ ০১-০৭-২০২৫ রোজ মঙ্গলবার,সিঙ্গাপুরে অগ্রণী ব্যাংকে আজকে সর্বোচ্চ ডলার রেইট 96.50 টাকা + 2.50% সরকারি বোনাস !! #প্রবাসি...
01/07/2025

আজ ০১-০৭-২০২৫ রোজ মঙ্গলবার,
সিঙ্গাপুরে অগ্রণী ব্যাংকে আজকে সর্বোচ্চ ডলার রেইট 96.50 টাকা + 2.50% সরকারি বোনাস !!
#প্রবাসি #সিঙ্গাপুর #বাংলাদেশি #ডলার #টাকা #রেট

md sojib

এয়ারলাইনসগুলোর সিট খালি কিন্তু টিকেট ধরাছোঁয়ার বাহিরে। এর কারন কি!!  সব সরকার প্রবাসীদের কাছে রেমিট্যান্স চায় কিন্তু কে...
30/06/2025

এয়ারলাইনসগুলোর সিট খালি কিন্তু টিকেট ধরাছোঁয়ার বাহিরে। এর কারন কি!! সব সরকার প্রবাসীদের কাছে রেমিট্যান্স চায় কিন্তু কেউ প্রবাসীদের সুযোগ সুবিধা দিতে চায় না৷

ছবিতে ঢাকা টু সিঙ্গাপুর টিকেটের দাম দেখুন। আমরা কার কাছে বিচার চাইবো 😰😰😰 টিকেটের দাম আকাশচুম্বী। 😰 এক মাস হইছে এই পিক গুলো 😭🙏

দিনের থেকে রাতের সিঙ্গাপুরের অসাধারণ লাগে।
30/06/2025

দিনের থেকে রাতের সিঙ্গাপুরের অসাধারণ লাগে।

07/09/2024

যাদের সাপোর্ট লাগবে তারা শুধু কমেন্ট করুন ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ।🥰🇧🇩🇸🇬

Address

32 Gul Avenue
Singapore
629672

Telephone

+6581082860

Website

Alerts

Be the first to know and let us send you an email when md sojib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to md sojib:

Share