
05/09/2025
আকাশের নীল সীমান্তে তুমি এক স্নিগ্ধ তারা,
আমার হৃদয়ের গভীরে তুমি এক মায়াবী ধারা।
বৃষ্টিভেজা সন্ধ্যায় যখন মন হয় দিশাহারা,
তোমারই ছোঁয়াতে খুঁজে পাই নতুন জীবনের ইশারা।
শিশির ভেজা ঘাসে যখন সূর্যের আলো হাসে,
তোমারই কথা মনে পড়ে ফিসফিস করে বাতাসে।
তুমি এক স্বপ্ন, যা সত্যি হয়ে ধরা দেয় পাশে,
ভালোবাসা কি শুধু শব্দ? তুমিই তার সঠিক