আমি সিঙ্গাপুর প্রবাসী 00

আমি সিঙ্গাপুর প্রবাসী 00 আমি সিঙ্গাপুর প্রবাসী পেজে আপনাকে স্বাগতম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।
(5)

খাবার খাওয়ার পর খাবারের প্যাকেটটা হয়তো আপনি ডাস্টবিনে না ফেলে এদিক সেদিক কোন না কোনভাবে ফেলে দিতে পারেন এবং নিজের এই দুঃ...
09/10/2025

খাবার খাওয়ার পর খাবারের প্যাকেটটা হয়তো আপনি ডাস্টবিনে না ফেলে এদিক সেদিক কোন না কোনভাবে ফেলে দিতে পারেন এবং নিজের এই দুঃসাহসের জন্যে অহংকার করে বলতে পারেন ___"কত শোনলাম সিঙ্গাপুরে এদিক-সেদিক ময়লা ফেলালে জরিমানা হয়, কই আমিতো প্রায় এদিক সেদিক ফেলি কখনো তো কিছু হলোনা।"

প্রথমত, বিপদ প্রতিদিন আসেনা, মাঝে মাঝে আসে।
দ্বিতীয়ত, বাংলায় একটা কথা আছে চোরের দশদিন গৃহস্তের একদিন।

আমার পরিচিত অনেকেই সামান্য থুতু ফালানো থেকে শুরু করে ছোট-বড় খামখেয়ালি থেকে এ দেশের আইন ভঙ্গ করে জরিমানা দিয়েছে।

গত কিছুদিন আগে একটা সিগারেট খেয়ে সিগারেটের বাকি অংশটা পার্কের মধ্যে ফেলে দিল, ফালানোর অপরাধে তাকে ৩০০ ডলার জরিমানা রিসিট দেওয়া হইছে, সেইটা থেকে মওকুফ পাওয়ার কোন উপায় আছে কিনা?। এবং সেই রিকুয়েস্ট করেছিল যে এটা আমার ফার্স্ট টাইম তারপরেও মতপার কোনো চান্স ছিল না ।আমার জানা মতে এর কোন ক্ষমা নেই, বরং যত তারাতারি পরিশোধ করবে ততই ভালো।

বেখেয়ালে এমন ছোট ছোট ভুল হয়েও যায় মাঝে মাঝে। কিন্তু নিজেকে স্মার্ট ভেবে নিয়ম ভঙ্গ করার আগে সতর্ক হোন। প্রতিদিন আপনি ধরা পড়বেন না। যেদিন পড়বেন,সেদিন নিজের পকেটের সর্বনিম্ন ৩০০ ডলার নাই হয়ে যাবে।

ধন্যবাদ

09/10/2025

বাংলাদেশ বনাম হংকং ফুটবল খেলা দেখার ভালো মাধ্যম কি??
কেউ জানলে শেয়ার করবেন প্লিজ 🙏 fans

09/10/2025

দেখে নিন আজকের ওয়েস্টার্ন ইনিয়ন ব্যাংক সহ সকল ব্যাংকে ডলার ও গোল্ড আপডেট সিঙ্গাপুর???

আজকে সিঙ্গাপুরে মোস্তফা সেন্টারে গোল্ড ও ডলারের মূল্য??? ০৯/১০/২০২৫        #ডলার
09/10/2025

আজকে সিঙ্গাপুরে মোস্তফা সেন্টারে গোল্ড ও ডলারের মূল্য???
০৯/১০/২০২৫ #ডলার

এলাকার  আমার এক পরিচিত ছোট ভাই ১৪ লাখ টাকা দিয়ে s-pass নিয়ে আনস্কিলে সিঙ্গাপুরের আসছে। লেখাপড়া মুটামুটি এসএসসি পাশ।তারপর...
09/10/2025

এলাকার আমার এক পরিচিত ছোট ভাই ১৪ লাখ টাকা দিয়ে s-pass নিয়ে আনস্কিলে সিঙ্গাপুরের আসছে। লেখাপড়া মুটামুটি এসএসসি পাশ।তারপরও csoc তে ফেল।কোম্পানিও অনেক হতাশ পরিবারের লোকজন ও অনেক দূরচিন্তায়। তাই বলবো যারা ১৪ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসবেন দয়া করে মাথায় রাখবেন বর্তমানে সেফটি পরিক্ষা নামে csoc পাশ করাটা অনেক টাপ ব্যাপার হয়ে গেছে।যা করবেন ভেবে চিন্তে করবেন।

সিঙ্গাপুরে যারা ক্লাস ৩ (ম্যানুয়াল) ড্রাইভিং লাইসেন্স করতে চান লেখাটি তাদের জন্য 🚘সিঙ্গাপুরে Work Permit ও S-Pass অথবা য...
08/10/2025

সিঙ্গাপুরে যারা ক্লাস ৩ (ম্যানুয়াল) ড্রাইভিং লাইসেন্স করতে চান লেখাটি তাদের জন্য 🚘

সিঙ্গাপুরে Work Permit ও S-Pass অথবা যে কোন পাশ ধারীরা চাইলেই Class 3 (ম্যানুয়াল) Driving Licence করতে পারেন।
পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে দেওয়া হলো।

👉 Step 1: ভর্তি ও শর্ত
• বয়স অবশ্যই 18+ হতে হবে।
• চোখ ও রঙ অন্ধতা পরীক্ষা পাস করতে হবে।
• এরপর নির্ধারিত ভর্তি ফি দিয়ে Driving Centre (CDC, BBDC, SSDC)-এ ভর্তি হতে হবে।

👉 Step 2: Basic Theory Test (BTT)
• BTT পাশ করতে হবে।
• চাইলে সেন্টারের ক্লাস (প্রতি ক্লাস ~৫ ডলার+) করে নিতে পারেন।
• অনলাইনে বিভিন্ন App বা বইয়ের শীট থেকেও প্রস্তুতি নেওয়া যায়।
• সব ক্লাস/টেস্ট আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে।

👉 Step 3: Provisional Driving Licence (PDL)
• BTT পাশ করলে PDL বুক করতে হবে।
• ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে PDL আবেদন করতে হবে।
• ফি: $25 এবং মেয়াদ: ২ বছর।

👉 Step 4: Practical Lessons + Simulator Training
• প্র‍্যাক্টিকাল কাসে ট্রেইনার আপনাকে ম্যানুয়াল গাড়িতে হাতে-কলমে ড্রাইভিং শেখাবে।
• রাস্তায় গাড়ি চালানোর নিয়ম শেখাবে।
• প্রতিটি লেসনের খরচ $70–82 (সময় অনুযায়ী ভিন্ন হতে পারে)।

👉 Step 5: Final Theory Test (FTT)
• Practical Class এর পাশাপাশি FTT পাশ করতে হবে।
• এটি অনেকটা BTT-র মতোই।
• সেন্টারে ক্লাস বুকিং, App বা বন্ধুদের সহায়তায় প্রস্তুতি নেওয়া যায়।

👉 Step 6: Practical Driving Test (PDT)
• সব লেসন শেষে ট্রেইনার যদি আপনাকে প্রস্তুত মনে করে তবে আপনাকে 5.01 পয়েন্ট দিবে, তখনই আপনি ফাইনাল টেস্ট বুক করতে পারবেন।
• পরীক্ষক হবেন একজন ট্রাফিক পুলিশ অফিসার।
• ২০ পয়েন্টের কম ভুল করলে আপনি পাশ করবেন এবং Class 3 Driving Licence পাবেন।
• যদি ২০ পয়েন্ট বা তার বেশি ভুল হয়, তবে আপনি ফেল করবেন এবং পুনরায় টেস্ট দিতে হবে।

👉 লাইসেন্স সংগ্রহ
• পরীক্ষায় পাশ করলে $50 দিয়ে ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য আবেদন করবেন।
• ৫–৭ কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

চেষ্টা করেছি কমন বিষয়গুলো তুলে আনার। আরও বিস্তারিত লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। #কপিপোষ্ট

08/10/2025

দেখে নিন ওয়েস্টার্ন ইনিয়ন ব্যাংক সহ সকল ব্যাংকে ডলার ও গোল্ড আপডেট সিঙ্গাপুর?? fans

আজকেও বাড়ছে সিঙ্গাপুর মোস্তফা সেন্টারে গোল্ডের মূল্য???০৮/১০/২০২৫
08/10/2025

আজকেও বাড়ছে সিঙ্গাপুর মোস্তফা সেন্টারে গোল্ডের মূল্য???০৮/১০/২০২৫

07/10/2025

যেভাবেই আসেন না কেনো আপনাকে বাধ্য করবে মুগ্ধ করতে। ゚

আজকে সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংকে ডলার রেট দিচ্ছে??? ০৭/১০/২০২৫  ゚
07/10/2025

আজকে সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংকে ডলার রেট দিচ্ছে??? ০৭/১০/২০২৫ ゚

প্রতিদিনিই বাড়ছে সিঙ্গাপুর মোস্তফা সেন্টারে গোল্ডের মূল্য??? ০৭/১০/২০২৫ সময় ১১.২৫ মিনিট        ゚
07/10/2025

প্রতিদিনিই বাড়ছে সিঙ্গাপুর মোস্তফা সেন্টারে গোল্ডের মূল্য???
০৭/১০/২০২৫ সময় ১১.২৫ মিনিট ゚

Address

Singapore

Telephone

+6583597252

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমি সিঙ্গাপুর প্রবাসী 00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি সিঙ্গাপুর প্রবাসী 00:

Share