
09/10/2025
খাবার খাওয়ার পর খাবারের প্যাকেটটা হয়তো আপনি ডাস্টবিনে না ফেলে এদিক সেদিক কোন না কোনভাবে ফেলে দিতে পারেন এবং নিজের এই দুঃসাহসের জন্যে অহংকার করে বলতে পারেন ___"কত শোনলাম সিঙ্গাপুরে এদিক-সেদিক ময়লা ফেলালে জরিমানা হয়, কই আমিতো প্রায় এদিক সেদিক ফেলি কখনো তো কিছু হলোনা।"
প্রথমত, বিপদ প্রতিদিন আসেনা, মাঝে মাঝে আসে।
দ্বিতীয়ত, বাংলায় একটা কথা আছে চোরের দশদিন গৃহস্তের একদিন।
আমার পরিচিত অনেকেই সামান্য থুতু ফালানো থেকে শুরু করে ছোট-বড় খামখেয়ালি থেকে এ দেশের আইন ভঙ্গ করে জরিমানা দিয়েছে।
গত কিছুদিন আগে একটা সিগারেট খেয়ে সিগারেটের বাকি অংশটা পার্কের মধ্যে ফেলে দিল, ফালানোর অপরাধে তাকে ৩০০ ডলার জরিমানা রিসিট দেওয়া হইছে, সেইটা থেকে মওকুফ পাওয়ার কোন উপায় আছে কিনা?। এবং সেই রিকুয়েস্ট করেছিল যে এটা আমার ফার্স্ট টাইম তারপরেও মতপার কোনো চান্স ছিল না ।আমার জানা মতে এর কোন ক্ষমা নেই, বরং যত তারাতারি পরিশোধ করবে ততই ভালো।
বেখেয়ালে এমন ছোট ছোট ভুল হয়েও যায় মাঝে মাঝে। কিন্তু নিজেকে স্মার্ট ভেবে নিয়ম ভঙ্গ করার আগে সতর্ক হোন। প্রতিদিন আপনি ধরা পড়বেন না। যেদিন পড়বেন,সেদিন নিজের পকেটের সর্বনিম্ন ৩০০ ডলার নাই হয়ে যাবে।
ধন্যবাদ