I'm Muslim Proud To Be Muslim

I'm Muslim Proud To Be Muslim এসো সুন্দর একটি সমাজ গড়ে তুলি ....!!

বিবাহিত ভাই-বোনদের এই গল্পটা একটি বার পড়ার অনুরোধ করছি। 🥲🥴'২মাসের বাচ্ছাকে রেখে একটি রিকশাওয়ালারসঙ্গে পালিয়ে গিয়েছিলাম।স...
11/09/2024

বিবাহিত ভাই-বোনদের এই গল্পটা একটি বার পড়ার অনুরোধ করছি। 🥲🥴

'২মাসের বাচ্ছাকে রেখে একটি রিকশাওয়ালার
সঙ্গে পালিয়ে গিয়েছিলাম।
স্বামীর থেকে ওই রিকশাওয়ালাকেই আমার বেশি
ভালো লাগতো।

'বাসা থেকে পালানোর সময় হাতের পায়ের গহনা
এবং ৩/৪লক্ষ টাকা সঙ্গে নিয়ে ছিলাম।

'বেশ ভালোই চলছিলো দিন গুলি।
প্রায় ২/৩মাস পরে হলো আসল সমস্যা। কারন আমি যতো টাকা পয়সা এবং ঘহনা নিয়ে
আসছিলাম সব শেষ। এই দিকে আমার প্রমিক ও রিকশা চলা ছেড়ে দিয়েছে।

'কি করবো বুজতেছিলম না।
ঠিক তার ২দিন পরে আমার নতুন স্বামী নিখোজ
হয়ে যায়। তাকে কোথাও খুজে পাচ্ছিনা।
মাথায় যেনো আকাশ ভেঙ্গে পরলো আমার। আমি তাকে পাগলের মতো খুজে বেরাচ্ছি।
এরি মধ‍্যে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে রিসিভ করলাম।

'হ‍্যালো কে।

'আমি নাইম।

'এইই তুমি কোথায় চলে গিয়েছো।
তোমাকে কোথাও খুজে পাচ্ছিনা।

'আমাকে খুজিওনা। আমি আমার বউ বাচ্ছার
কাছে চলে এসেছি,,?

'কিইইই। তুমি বিবাহিত।

'হ‍্যাঁ আমার বউ বাচ্ছা সব আছে।
এতোদিন তোমার সঙ্গে মজা নিতেছি।

'প্লিজজজ এমন করোনা।
তুমি ফিরে এসো আমি তোমাকে অনেক ভালোবাসি।

'সম্ভব না।
(কথাটি বলেই ফোনটি কেটে দিলো)

'মাথায় আকাশ ভেঙ্গে পরলো কি করবো
ভেবে পাচ্ছিনা। বেশ কিছুদিন যাওয়ার পরে ভাবলাম আগের স্বামীর কাছে ফিরে যাবো।

'যেই চিন্তা সেই কাজ।
ফিরে আসলাম স্বামির কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহেনা সামলাচ্ছে। আর আমার স্বামী অফিসের কাজ করতেছে।

'স্বামিকে বললো হাসিব আমি ফিরে এসেছি।
আমাকে ক্ষমা করে দাও প্লিজ।

'ওহ আপনি।
ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই।

'ধন‍্যবাদ।

'ধন‍্যবাদ দেয়ার দরকার নেই।
কি জন‍্যে এসেছেন সেইটা বলুন।

'আমার স্বামী সন্তানের কাছে আমি ফিরে আসবোনা
তবে কার কাছে আসবো।

'ফাজলামি করিয়েন না বোন।
আপনার নতুন স্বামীর কাছে চলে যান। এছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি।

'কিইই।

'হ‍্যাঁ।

'তাহলে আমার সন্তান কে আমাকে দিয়ে দাও।
আমি চলে যাচ্ছি।

'তুমি কি এখন চলে যাবে নাকি ঘার ধরে
বের করে দিবো সেটা বলো।

'আমার সন্তান না নিয়ে আমি যাবোনা।

'কথাটি শোনা মাত্রই হাসিব
ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়। আর বলতে থাকে"বেলজ্জাহীন মহিলা কোথাকার। চোখের সামনে কখনো আসবি না।

'সত‍্যি ইদানিং মানুষ পরকীয়াতেই বেশি
যরাচ্ছে নিজেকে।

অনুগল্প: #পরকীয়া।

কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব
I'm Muslim Proud To Be Muslim

Address

Singapore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+6586229370

Website

Alerts

Be the first to know and let us send you an email when I'm Muslim Proud To Be Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I'm Muslim Proud To Be Muslim:

Share

Category