শুন্য পাতার চিঁঠি

শুন্য পাতার চিঁঠি ❤ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❤

24/11/2024

এগুলো কি বলেন দেখি?

16/08/2024

যেমন বাংলাদেশ চাই:

☑️সরকারি অফিস-আদালত ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে।

☑️সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ-অনুভূতিতে আঘাত করা হবে না।

☑️ভিন্ন মতের কারণে কেউ গুম, খুন বা হয়রানির শিকার হবে না।

☑️আয়না ঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না।

☑️সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না।

☑️আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে।

☑️বিচারকার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই ন্যায়বিচার পাবে।

☑️বিচার বিভাগের প্রতি মানুষের সর্বোচ্চ আস্থা তৈরি হবে।

☑️আইনের শাসন থাকবে।

☑️জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য পুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে।

☑️শিক্ষার নামে কারো ওপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না।

☑️দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানী করা হবে না।

☑️প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে।

☑️ বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্ত হওয়ার পথ সুগম হবে।

☑️বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ হবে।

☑️ দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণ দূর হবে।

☑️সংখ্যালঘুরা নিপীড়িত হবে না।

☑️ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে।

☑️ইমাম-খতীবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে।

☑️সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

☑️দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

☑️অধিক মুনাফাখোরী ও মজুতদারী থাকবে না।

☑️নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে।

☑️চিকিৎসার মান উন্নত ও আস্থাশীল হবে।

☑️ছাত্র সংসদ ছাড়া শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিমূলক ছাত্র রাজনীতি থাকবে না।

☑️দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণের শাস্তি হবে সবচেয়ে কঠোর।

☑️বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না।

☑️পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য ও সিন্ডিকেট দূর হবে।

☑️ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে।

☑️যত্রতত্র বাস স্টপেজ এবং বাস-ট্রাক পার্কিং বন্ধ হবে।

☑️কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে।

☑️শ্রমিকের প্রতি কোনো অবিচার হবে না।

☑️সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ হবে।

☑️গুণ্ডামি ও পেশি শক্তির প্রদর্শনী দেখতে হবে না।

☑️চাটুকারিতার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরণ, ব্যানার, ফেস্টুনে পরিবেশ দূষিত করা হবে না।

Copied.

Respect♥️
16/08/2024

Respect♥️

15/08/2024
07/08/2024

ভাই রে ভাই, আমরা কোনো 'দেশনায়ক'ও চাই না! আমজনতা হয়ে যারা আমজনতার জন্য কাজ করবে, তাদেরকেই দেশের নেতৃত্বে দেখতে চাই। এমন নায়কগিরির অতীত ইতিহাসও দেশের মানুষের দেখা আছে।

(এই যে মনের কথাগুলো এভাবে অকপটে লিখতে পারছি, এটাই আমার কাছে স্বাধীনতা)

🇧🇩👊

.0

বিজিবি কে সহায়তা করুন,
07/08/2024

বিজিবি কে সহায়তা করুন,

আজ থেকে সেনাবাহিনীর পক্ষ্যে মেহেরপুর কুষ্টিয়া এবং পাশের জেলাসমূহে যে সকল অফিসারবৃন্দ দ্বায়িত্বে থাকছেন তাদের নামসহ মোবাই...
06/08/2024

আজ থেকে সেনাবাহিনীর পক্ষ্যে মেহেরপুর কুষ্টিয়া এবং পাশের জেলাসমূহে যে সকল অফিসারবৃন্দ দ্বায়িত্বে থাকছেন তাদের নামসহ মোবাইল নাম্বারঃ

06/08/2024

বিএনপির উচিত মাথা ঠান্ডা বিগত ১/১১ এর স্মৃতি মনে রাখা। প্রথমে বিএনপির পতন হলো। আওয়ামী লীগ খুশি হলো। তারপর আওয়ামী লীগের কান্না বিএনপিকে ছাড়িয়ে গেলো।

দুটো লক্ষণ দেখে বুঝে নিন - আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না। যদি হতো তবে সংসদ ভবনে তছনস হতোনা। দ্বিতীয়ত, গণভবন লুট ইঙ্গিত করে, আগামী তিন মাস পর ওখানে কেউ বসবাস করবে না।

সারাদেশে যে ভাঙচুর, অগ্নিকান্ড হচ্ছে তা নিয়ে যখন ফৌজদারি মামলা হবে তখন তা কাদের বিরুদ্ধে হবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে সতর্ক হন।

05/08/2024

তোমরা যেমন সুযোগ পেলে গণভবনের ছাগল, মাছ, এসি সগর্বে চুরি করো, তোমাদের নেতারাও তেমনি ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করে।

যেমন মানুষ, তেমন নেতা।

একেকজন নেতা যাবে, আরেকজন আসবে, কিন্তু তোমাদের ভাগ্য আর পরিবর্তন হবে না।

আমাদের চরিত্রেই দোষ।

Address

Singapore

Telephone

+6585100301

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুন্য পাতার চিঁঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুন্য পাতার চিঁঠি:

Share