
14/06/2025
দাতা-গ্রহীতা মনোভাব বন্ধ করতে হবে—একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলুন!
প্রতিদিন, সামাজিক মাধ্যমে অভিবাসী শ্রমিকদের হাসিমুখের ছবি দেখা যায়, যেখানে তারা ছোট ছোট উপহার—গুডি ব্যাগ, বিস্কুট, টুথপেস্ট—পাচ্ছে। কিন্তু এই হাসির আড়ালে রয়েছে গভীর সংকট। অপরিশোধিত মজুরি, অমানবিক বাসস্থান, এবং শোষণ এখনও বিদ্যমান, অথচ এনজিওগুলো শ্রমিকদের শুধু প্রচার সামগ্রী হিসেবে ব্যবহার করছে।
বিস্কুট দিয়ে কাঠামোগত বৈষম্য দূর করা যায় না। যদি এই ধারা চলতে থাকে, শ্রমিকরা কখনই সমাজের অংশ হিসেবে গণ্য হবে না—তারা শুধুমাত্র দানগ্রহীতা হিসেবে দেখা হবে, যা দাতা-গ্রহীতা বিভাজনকে আরও শক্তিশালী করে।
সমস্যার সমাধান সহানুভূতি নয়, সংহতি। স্বচ্ছতা চাই। কার্যকর পদক্ষেপ চাই। অভিবাসী শ্রমিকদের প্রকৃত অধিকার দিতে হবে, সাজানো উদারতার নয়।