সিঙ্গাপুর টু ঢাকা

সিঙ্গাপুর টু ঢাকা 🇧🇩প্রবাসীদের হৃদয়ের কথা বলে🇸🇬
(1)

আমাদের রেজাউল ভাই মৃত্যুর সঙ্গে লড়ছেন।একটি ছোট ফোড়া ভয়াবহ রূপ নেয়। ডাক্তাররা জানান, তিনি Necrotizing Fasciitis এক ধরনের ...
15/11/2025

আমাদের রেজাউল ভাই মৃত্যুর সঙ্গে লড়ছেন।

একটি ছোট ফোড়া ভয়াবহ রূপ নেয়। ডাক্তাররা জানান, তিনি Necrotizing Fasciitis এক ধরনের flesh-eating infection-এ আক্রান্ত।
তার শরীর থেকে বড় অংশের মৃত চামড়া ও পেশি কেটে ফেলতে হয়েছে জীবন বাঁচানোর জন্য।

তিনি কাজ করতে পারেন না, চাকরিও নেই।
আয় নেই, বীমা নেই, পরিবার চালানোর আর কোনো উপায়ও নেই।

আপনার সহযোগিতাই পারে রেজাউল ভাইকে চিকিৎসা চালিয়ে যেতে সাহায্য করতে, তার সন্তানদের কাছে ফিরতে৷

আসুন, আমরা যতটুকু পারি সবাই সাহাজ্য করি ৷

Help Razaul Survive a Flesh-Eating Infection When Razaul left his small village in Bangladesh, he promised his children that he would return one day with enough savings to build them a better life, a proper home, school fees, and food on the table. He borrowed everything he could, paying nearly S$3,...

আপনি কি একজন ফর্কলিফট অপারেটর?উৎপাদনকারীর অনুমোদনবিহীন যন্ত্রপাতি বা ঝুলন্ত বোঝা ব্যবহার করবেন না।
14/11/2025

আপনি কি একজন ফর্কলিফট অপারেটর?
উৎপাদনকারীর অনুমোদনবিহীন যন্ত্রপাতি বা ঝুলন্ত বোঝা ব্যবহার করবেন না।

প্রবাসে যাচ্ছে স্ত্রী, স্বামী আসছে তাকে এয়ারপোর্টে বিদায় দিতে। এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম কোন দেশে যাচ্ছেন, বলল সৌদ...
13/11/2025

প্রবাসে যাচ্ছে স্ত্রী, স্বামী আসছে তাকে এয়ারপোর্টে বিদায় দিতে।

এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম কোন দেশে যাচ্ছেন, বলল সৌদি আরব যাচ্ছি, পাশাপাশি আরো বললো এর আগে, দুবাই ,বাহারাইন, কাতার মালদ্বীপ, মালয়েশিয়া। ছিলেন তিনি। জিজ্ঞেস করলাম কি কাজ করেছেন,বলল বাসা বাড়িতে কাজ করেছি। জিজ্ঞেস করলাম কত বছর প্রবাসে আছেন, বলল এক যুগের বেশি হবে।অনেক কষ্টের কিছু কথা বলল। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক অত্যাচারের শিকার হয়েছেন তিনি, যার কারণে বিভিন্ন সময় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছেন।

আমি আসলে কাউকে ছোট করতে চাই না। আমি শুধু ওনার স্বামীর দিকে তাকিয়ে ছিলাম, সম্পূর্ণ সুস্থ একটা মানুষ সে দেশে কোন কাজ করে না, প্রবাস থেকে উনার স্ত্রীর উপার্জন করে পাঠায় আর উনি বসে বসে সেই টাকা খরচ করে নিজে খায়। #ব্যর্থ #প্রবাসী

দুঃখের সহিত বলতে হয় আজ যদি উনি নিজে কাজ করতো, তাহলে ওনার স্ত্রীকে প্রবাসের বাসা বাড়িতে কাজ করতে হত না এত নির্যাতন সইতে হতো না, আমি একটি ভিডিও করতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে ওনার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল ,যার কারণে করা হলো না। না হলে হয়তোবা আরো আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম।

বিশেষ দ্রষ্টব্য। বললে আপনারা বিশ্বাস করবেন না ওনার কথাই বুঝলাম উনি প্রবাসে যে পরিমাণ কষ্ট করতেছে, কল্পনা করা যায় না, কিন্তু আফসোস দুঃখের বিষয় যেই টাকা ইনকাম করতেছে সেই টাকা দেশে বসে উনার এই স্বামী, বসে বসে খেয়ে শেষ করে ফেলতেছে। পরবর্তীতে উনি যখন দেশে ফিরে আসবে, তখনো হয়তোবা উনাকে বাসা বাড়িতে কাজ করি জীবিকা নির্বাহ করতে হয়।😭 ゚

গত শনিবার সকালে সিঙ্গাপুরের মিনিমাট থেকে ৪জন শিপইয়ার্ড পারমিটের লোক MOM ধরে নিয়েগেছে, তারা মূলত বাহিরে কাজের খোঁজে এসেছি...
12/11/2025

গত শনিবার সকালে সিঙ্গাপুরের মিনিমাট থেকে ৪জন শিপইয়ার্ড পারমিটের লোক MOM ধরে নিয়েগেছে, তারা মূলত বাহিরে কাজের খোঁজে এসেছিলো কোম্পানিকে না জানিয়ে,

প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা কোম্পানি কাজ না করে বাহিরে কাজ খোঁজেন তারা সাবধান, অল্প কিছু টাকার লোভে বাইরে কাজ করতে এসে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না 🙏🙏🙏

একজন প্রবাসী বুজে সকাল সকাল বৃষ্টি  শুরু হওয়া কতটা যন্ত্রণা দায়ক ।
10/11/2025

একজন প্রবাসী বুজে সকাল সকাল বৃষ্টি শুরু হওয়া কতটা যন্ত্রণা দায়ক ।

আজ হোক আর কাল হোক আপনার ডর্মে ফ্রি চিকিৎসা সেবা দিতে চলে আসব আমরা  The Wandering Dervishes টিম৷ ডাক্তারদের সাথে কথা বলুন...
09/11/2025

আজ হোক আর কাল হোক আপনার ডর্মে ফ্রি চিকিৎসা সেবা দিতে চলে আসব আমরা The Wandering Dervishes টিম৷ ডাক্তারদের সাথে কথা বলুন নিজের ভাষায়৷
কমেন্টস এ লিখতে পারেন আপনার ডর্মের নাম৷
ধন্যবাদ

একদম মানিয়েছে😂 আসামি ধরতে পুলিশের কৌশল!স্বামী-স্ত্রীর বেশ ধারণ করে কু'খ্যাত মা*দ**ক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন মৌলভীবা...
09/11/2025

একদম মানিয়েছে😂

আসামি ধরতে পুলিশের কৌশল!

স্বামী-স্ত্রীর বেশ ধারণ করে কু'খ্যাত মা*দ**ক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুই দারোগা।

বাবা মায়ের কবরের পাশে খাবারের জন্য কান্না সন্তানের ।বাবার মৃ ত্যু র পরে মা খুব ক/ষ্ট করে লালন-পালন করেছেন ।পৃথিবীর শেষ ...
08/11/2025

বাবা মায়ের কবরের পাশে খাবারের জন্য কান্না সন্তানের ।

বাবার মৃ ত্যু র পরে মা খুব ক/ষ্ট করে লালন-পালন করেছেন ।
পৃথিবীর শেষ আশ্রয় মা-ও চলে গেছেন আল্লাহর জিম্মায়, না ফিরার দেশে। বুক ফেটে ক:বরের পাশে খাবারের জন্য কান্না করছে প্রতিব:ন্ধী ছেলে সাগর।

সিংগাপুর প্রবাসী এসজিপি গ্রুপের এডমিন আমাদের অনেকের পরিচিত মুখ ইব্রাহিম ভাই কর্মক্ষেত্রে  অনাকাংক্ষিতভাবে তার ডান হাতের ...
08/11/2025

সিংগাপুর প্রবাসী এসজিপি গ্রুপের এডমিন আমাদের অনেকের পরিচিত মুখ ইব্রাহিম ভাই কর্মক্ষেত্রে অনাকাংক্ষিতভাবে তার ডান হাতের আংগুল কেটে যায়৷ ৷ সবাইকে সাবধানতা অবলম্বন করে কাজ করার অনুরোধ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থতা ফিরে পান৷ আমিন.....

একজন বাংলাদেশী ভাই, আজকে ইউ এস বাংলা ফ্লাইটে তার বাড়ি যাওয়ার কথা ছিল। লাগেজ গুছিয়ে রেডি করে রেখেছেন। সকাল ১১ টার দিকে...
07/11/2025

একজন বাংলাদেশী ভাই, আজকে ইউ এস বাংলা ফ্লাইটে তার বাড়ি যাওয়ার কথা ছিল। লাগেজ গুছিয়ে রেডি করে রেখেছেন। সকাল ১১ টার দিকে তিনি স্টক করেন এবং মৃত্যুবরণ করেন। এটাই প্রবাস জীবন 🥹🥹🥹

07/11/2025

সিঙ্গাপুর চাঙ্গী ভিলেজে সকাল বেলার অসাধারণ ভিউ

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু 😭ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউনঢাকা নবাবগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘ ৪০ বছ...
07/11/2025

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু 😭

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

ঢাকা নবাবগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘ ৪০ বছর ধরে পরিবারের ভরণপোষণ মেটাতে নিজেকে উপার্জন করাতে প্রবাস জীবন কাটান

সুখ আল্হাদ পূরণ করতে শেষ সময়েও কুয়েতে যান। কিছুদিন আগে ছুটি কাটিয়ে বিদেশ যান। এবার যেতে চাননি তবুও পরিবারের হাল ধরতে কুয়েতে পাড়ি জমান।

গেল দুই দিন আগে কুয়েতে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।

রেমিট্যান্স যোদ্ধা করিম আর নেই। প্রতিবেশী সহ এলাকার সবার মাঝে করিমের মৃত্যুতে শোক নেমে আসছে। মহান
আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন এই প্রত্যাশায় পরিবারটি।
#কুয়েত #প্রবাসী

Address

সিঙ্গাপুর টু Dhaka
Singapore
641670

Telephone

+6584220811

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর টু ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share