প্রবাস নিউজ

প্রবাস নিউজ দেশ বিদেশের খবর জানতে, আমাদের পেইজটি লাইক ফলো দিয়ে পাশে থাকুন।
(1)

কালিয়াকৈর উপজেলা শাখাচাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা।
23/07/2025

কালিয়াকৈর উপজেলা শাখা
চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা।

কালিয়াকৈর উপজেলা শাখামধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা।
23/07/2025

কালিয়াকৈর উপজেলা শাখা
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা।

ছাগল চুরি করেছে কয়েকটা ছাগল সহ মেদি বাজার ভোট গড়ে  রাখা হইছে । চোর সহ ছাগল পাওয়া গিয়াছে, যদি কারো ছাগল হারিয়ে যায় ...
23/07/2025

ছাগল চুরি করেছে কয়েকটা ছাগল সহ মেদি বাজার ভোট গড়ে রাখা হইছে । চোর সহ ছাগল পাওয়া গিয়াছে, যদি কারো ছাগল হারিয়ে যায় তাহলে যোগাযোগ করতে পারেন মেদি বাজার কালিয়াকৈর

23/07/2025

ইন্নালিল্লাহ,
এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গুন লেগে গেছে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি,
স্থান সিটি ক্লাবের দক্ষিণ পাশে.।😭 দেশে এগুলি কি শুরু হল,

22/07/2025

যারা ফেসবুকের পিছনে দৌড়াচ্ছেন লক্ষ লক্ষ ডলার ইনকাম করবেন ভাবছেন। তাদের কে বলছি, এই গুলো বন্ধ করুন জীবন অন্য কিছু করুন, লাভ হবে.

এই ভাইটিকে স্কয়ার মাস্টারবাড়ি বাজারেঅঙ্গান অবস্থায় পাওয়া গেছে।তার সাথে কিছুই নেই এবং কিছুই বলতে পারছে না কেউ চিনে থাকলে ...
22/07/2025

এই ভাইটিকে স্কয়ার মাস্টারবাড়ি বাজারে
অঙ্গান অবস্থায় পাওয়া গেছে।
তার সাথে কিছুই নেই
এবং কিছুই বলতে পারছে না

কেউ চিনে থাকলে স্কয়ার মাস্টারবাড়ি বাজারে যোগাযোগ করার জন্য জানানে হচ্ছে
মোবাইল :01307114098

ব্যাপক পুলিশ প্রহরায় মাইলস্টোন স্কুল থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা। তবে স্কুলের বাইরে শিক্ষার্থীদের তোপের মুখে আটকা পড়ে উ...
22/07/2025

ব্যাপক পুলিশ প্রহরায় মাইলস্টোন স্কুল থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা। তবে স্কুলের বাইরে শিক্ষার্থীদের তোপের মুখে আটকা পড়ে উপদেষ্টাদের গাড়িবহর।

22/07/2025

ব্রে'কিং
আহ'তদের জন্য স'কল চি'কিৎসা সেবা ফ্রীতে দিচ্ছে ই'বনে সি'না হাসপা'তাল।
আল'হামদু'লিল্লাহ

22/07/2025

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাধারন ছাত্রছাত্রীদের শিক্ষা অফিসমুখে ঘেরাওয়ের জন্য পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাঁধভাঙা বিক্ষোভ ।

২২শে জুলাই, মঙ্গলবার দুপুর।

22/07/2025

উপদেষ্টাদের বের করতে মাইলস্টোন কলেজে ঢুকলো পুলিশ

22/07/2025

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তীতে এই কবরস্থান তাঁদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

22/07/2025

বিবৃতি

ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।'

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

Address

Bukit Batok New Town

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস নিউজ:

Share