BNnews24

BNnews24 প্রকৃত সত্য তুলে আনে সব সময়
রাজনৈতিক thanks

মালয়েশিয়ায় শ্রমবাজার: চার এমপির রমরমা বাণিজ্য!সবশেষ তাদের প্রতারণার শিকার ৩০ হাজার কর্মী। যাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা ...
16/06/2024

মালয়েশিয়ায় শ্রমবাজার: চার এমপির রমরমা বাণিজ্য!

সবশেষ তাদের প্রতারণার শিকার ৩০ হাজার কর্মী। যাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেয়া হলো দেড় হাজার কোটি টাকা। শুক্রবার (৩১ মে) ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও টিকিট পাননি হাজারো যাত্রী।

16/06/2024
রাজু আহমেদ একটি উদাহরণ মাত্র, বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন:https://youtu.be/0T36uqoH1fU?si=e_ _c0XpSl8u6kTSa
16/06/2024

রাজু আহমেদ একটি উদাহরণ মাত্র, বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন:

https://youtu.be/0T36uqoH1fU?si=e_ _c0XpSl8u6kTSa

ঈদ মোব‌ারক সবাইকেEid mobarak
16/06/2024

ঈদ মোব‌ারক সবাইকে
Eid mobarak

শাহিন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী ৬ কর্মীকে গত চারদিন ধরে টিকিটের আশ্বাস দিয়ে যাচ্ছেন। প্রতিদিন নানান কথা বলে টিকিট ...
01/06/2024

শাহিন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী ৬ কর্মীকে গত চারদিন ধরে টিকিটের আশ্বাস দিয়ে যাচ্ছেন। প্রতিদিন নানান কথা বলে টিকিট সংগ্রহের বিষয়টি এড়িয়ে যান। সবশেষ শুক্রবার (৩১ মে) সাতক্ষীরার ওই ছয় যুবককে বিমানবন্দরে আসতে বলেন। এজেন্সির কথা অনুযায়ী তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে যাওয়ার পর ওই এজেন্সির মালিককে ফোন দিলে টিকিট হবে আশ্বাস দেন। সূত্র: দেশ রুপান্তর

টিকিট না পাওয়ায় স্বপ্নভঙ্গ হাজারো মালয়েশিয়াগামী কর্মিফ্লাইটের টিকিট না পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে...
01/06/2024

টিকিট না পাওয়ায় স্বপ্নভঙ্গ হাজারো মালয়েশিয়াগামী কর্মি

ফ্লাইটের টিকিট না পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারো মালয়েশিয়াগামী শ্রমিক। ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও টিকিট না পাওয়ায় মালয়েশিয়ায় যেতে পারছেন না বলে অভিযোগ তাদের। তিন থেকে চার দিন ধরে শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছেন বলেও জানান কেউ কেউ।

বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে কুয়ালালামপুর নির্ধারিত শেষ সময় ছিল গতকাল শুক্রবার (৩১ মে)। কিন্তু টাকাপয়সা জমা দিয়েও নির্ধারিত সময়ে টিকিট পাননি মালয়েশিয়াগামী হাজারো বাংলাদেশি কর্মী।

ভাগ্য বদলের আশা নিয়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন নাটোরের মো. সাইফুল্লাহ। কাগজপত্র সব হাতে পেলেও বিমানের টিকিট না পাওয়ায় যেতে পারেননি তিনি। তিন দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। তা-ও পাননি কোনো সমাধান।

সাইফুল্লাহর মতোই টিকিট না পাওয়ার হতাশা নিয়ে বিমানবন্দরে কয়েকদিন ধরে অবস্থান করছেন মালয়েশিয়াগামী অনেক যাত্রী। ভুক্তভোগী নাটোরের বাসিন্দা মো. সাইফুল্লাহ বলেন, ‘টিকিট না পেলে আমি এখান থেকে যাতে পারব না। ঋণ করে টাকা নিয়ে এসেছি। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’

ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, দালালরা তাদেরকে বলেছে, বিমানবন্দরে আসতে এবং তারা টিকিট দেবে। কিন্তু বিমানবন্দরে আসার পর দালালদের দেখা পাননি তারা। তাদেরকে ফোন দিলেও তারা রিসিভ করেন না।

৩১ মে’র পর মালয়েশিয়ায় নতুন করে বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না। কুয়ালালামপুর থেকে এমন নির্দেশনা জানার পর থেকেই টিকিট পাওয়ার চেষ্টা করে আসছেন শ্রমিকরা। উপায় না পেয়ে বেশি দামে দালালদের কাছ থেকে টিকিট কিনেছেন অনেকে। কিন্তু বিমানবন্দরে এসে জানতে পারেন, তাদের হাতে থাকা টিকিটটি ভুয়া। দালালদের বারবার ফোন দিলেও রিসিভ করছেন না তারা।

বিশেষ ফ্লাইট বাড়িয়ে তাদের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানান মালয়েশিয়া গমনেচ্ছুক শ্রমিকরা।

মালয়েশিয়ায় যেতে প্রকৃত খরচ হয় ৭৮ হাজার টাকা। কিন্তু ৪ সংসদ সদস্য'র কোম্পানি মিলে হাজারো কর্মী পাঠিয়েছে দাম নিয়েছে প...
31/05/2024

মালয়েশিয়ায় যেতে প্রকৃত খরচ হয় ৭৮ হাজার টাকা। কিন্তু ৪ সংসদ সদস্য'র কোম্পানি মিলে হাজারো কর্মী পাঠিয়েছে দাম নিয়েছে প্রতিজন থেকে ৫ লক্ষ টাকার উপরে।

এমপিরা যথাক্রমে, আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী ও বেনজির আহমেদ।

৪ জন মিলে প্রায় ৩০ হাজার কর্মী পাঠিয়েছে।

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটব...
30/05/2024

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলার জানতে পারেন, এতদিন যে তিন সন্তানকে নিজের মনে করে বড় করেছেন, তাদের একজনের বাবাও তিনি নন!

কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্রাক্ট শেষ হলে তার স্ত্রীর আচরণ বদলে যায়। তার স্ত্রীর পরকীয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে। কায়োদের টাকায় কেনা দুটো মার্সিডিজ এসইউভি গিফট করে টবিকে। এ ধরণের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে।

ডরি এত বছরের সংসার জীবনে স্বামী কায়োদের কোনো সন্তানকে দুনিয়ায় আসতে দেয়নি। বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে। কিন্তু কায়োদেকে বলেছে এগুলো তারই সন্তান।

আপনি ভাবতে পারেন, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি! তারপর একটু একটু করে তাকে বড় করা। কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয়! তারচেয়েও বড় ব্যাপার, জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এতবছর ধরে গোপনে ধোঁকা দিয়েছে। অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হবার মিথ্যা ফিলিংস দিয়েছে। তাও একবার নয়, পরপর তিনবার!

কায়োদের ইন্সটাগ্রামে সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিলো! আধমরা লোকটা একে একে সব ছবি ডিলেট করে দিয়েছেন।

এবার আসে সবচেয়ে দুঃখজনক পার্ট। নির্লজ্ব ডোরা এক ডিভোর্স উকিল হায়ার করেছে। কায়োদের সম্পত্বির অর্ধেক সে পাবে। সাথে কায়োদে যে তুর্কি ক্লাবে খেলছে, সেখানকার চলমান চুক্তির টাকা পাবে।

এই না হলে পশ্চিমা আইন! যেই নারী একজন নির্দোষ পুরুষের সংসার-সন্তান-সম্পত্ত্বি সব কেড়ে নিলো তাকেই গিফট করা হলো সন্তান আর টাকা, যাতে সে প্রেমিকের সাথে এক সুখী জীবন কাটাতে পারে।

******
তবু পশ্চিমাদের জন্য সহানুভূতি আসতে চায় না। ইসলামী আইনে ডোরা নামের ওই নোংরা জীবটাকে পাথর দিয়ে খালাস করতে হবে। কিন্তু পশ্চিমা পুরুষেরাই যে এর বিরোধী!

পৃথিবীতে বর্তমানে চার জায়গায় এই ব্যাভিচারিকে পাথরে হত্যার আইন চালু আছে। সেখান থেকে আসা নিউজের নিচে পশ্চিমা পুরুষদের কমেন্ট দেখবেন - "কী ব*র্বর", "প্রস্তর যুগের বর্বরেরা" , "ই'সলাম আসলে ডেথ কাল্ট" ইত্যাদি।

মানে নিজেরা কাকোল্ডারি, চিটিং আর এরকম ফ্রডের শিকার হয়ে ধ্বংস হয়ে যাক, তবু সমাধান ওরা মানবে না, ইসলামের বলে।

সিম্প্যাথি আসা তাই কষ্টকর।

©
collected

ঘুম আল্লাহর নিয়ামত
29/05/2024

ঘুম আল্লাহর নিয়ামত

চিন‌তে পা‌রেন ?
29/05/2024

চিন‌তে পা‌রেন ?

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share