
30/04/2025
নিচে প্রবাসীদের কষ্ট নিয়ে একটি ছন্দ রচনা করলাম:
প্রবাসীর জীবন
ভোরের আলো ফোটে না মুখে,
মাটি নয়, বিদেশি সুখে।
চোখে ঘুম নেই, মনে ব্যথা,
দেশের টানে হৃদয় ব্যাকুল কথা।
ঘাম ঝরে কাজের মাঠে,
রোদে পুড়ে, বৃষ্টিতে হাটে।
হাতে ক্যালস, পিঠে ব্যথা,
তবুও চলে জীবনের কথা।
মা ডাকে, বউ করে অপেক্ষা,
ছেলে-মেয়ের চোখে আশা রেখা।
টাকার আশায় বুক ভরা দুঃখ,
প্রবাসী বাঁচে, দেশে ভালোবাসার সুখ।