07/12/2025
অবশ্যই 🌿
এখানে সূরা আল-ফুরকান ২৫:৬৩ আয়াতের আরবি + বাংলা, বিস্তারিত শিক্ষা, এবং হাদিসের রেফারেন্স নম্বরসহ পূর্ণ ব্যাখ্যা সাজিয়ে দিলাম।
📖 সূরা আল-ফুরকান — আয়াত ২৫:৬৩
Arabic
وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
Bangla Meaning
“আর রহমানের বান্দারা তারা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে; আর যখন মূর্খরা তাদেরকে কঠোরভাবে সম্বোধন করে, তখন তারা শান্তির কথা বলে।”
🌿 আয়াতের ব্যাখ্যা (Arabic + বাংলা)
1️⃣ হাওনা (هَوْنًا) — নম্রতা ও বিনয়
Arabic Explanation:
الهَوْن هو التواضع، لين الجانب، وترك التكبر.
Bangla:
• অহংকারহীন আচরণ
• কোমলতা
• ভদ্র ব্যবহার
• মানুষের সঙ্গে শান্ত ও বিনয়পূর্ণ আচরণ
2️⃣ অজ্ঞদের প্রতি শান্ত আচরণ
Arabic:
إذا أساء إليهم الجاهلون ردّوا عليهم بالسلام وترك الجدال.
Bangla:
• কেউ খারাপ ব্যবহার করলেও রাগে জবাব দেয় না
• ঝগড়া করে না
• শান্তিপূর্ণ শব্দ বলে: “সালাম”
• নিজের মর্যাদা রক্ষা করে
🕌 কুরআনের সমর্থনকারী আয়াত
✔ ৩১:১৮–১৯ (Luqman)
Arabic: وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
Bangla: “অহংকার করে হাঁটবে না।”
✔ ১৭:৩৭ (Isra)
Arabic: لَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
Bangla: “অহংকার করে পৃথিবীতে হেঁটো না।”
✔ ২৮:৫৫ (Qasas)
Arabic: وَقَالُوا سَلَامًا
Bangla: “তারা বলে—‘তোমাদের প্রতি সালাম।’”
✔ ৪১:৩৪ (Fussilat)
Arabic: ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
Bangla: “উত্তম আচরণ দিয়ে মন্দকে প্রতিহত কর।”
📚 হাদিসের রেফারেন্স নম্বরসহ
⭐ ১. অহংকারের পরিণাম
Arabic Hadith:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَن كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِن كِبْرٍ»
রেফারেন্স: Sahih Muslim, Hadith 91
Bangla:
“যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
⭐ ২. শান্ত আচরণ আল্লাহর প্রিয়
Arabic:
«إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ»
রেফারেন্স: Sahih al-Bukhari, Hadith 6927
Muslim, Hadith 2593
Bangla:
“আল্লাহ কোমল, এবং তিনি কোমলতাকে ভালোবাসেন।”
⭐ ৩. রাগ নিয়ন্ত্রণকারী সত্যিকারের শক্তিশালী ব্যক্তি
Arabic:
«لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»
রেফারেন্স: Sahih al-Bukhari, Hadith 6114
Muslim, Hadith 2609
Bangla:
“শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জেতে; বরং সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।”
⭐ ৪. কটু কথার জবাবে কটু কথা না বলা — নবীর গুণ
Arabic:
«مَا كَانَ رَسُولُ اللَّهِ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَلَا صَخَّابًا فِي الْأَسْوَاقِ»
রেফারেন্স: Sahih al-Bukhari, Hadith 6030
Bangla:
“রাসুল ﷺ কখনো কটু ভাষা ব্যবহার করতেন না এবং কারো সাথে রূঢ় আচরণ করতেন না।”
🌟 আয়াত ২৫:৬৩ থেকে আমাদের শেখার বিষয় (বাংলায় সারসংক্ষেপ)
✔ বিনয়ী হওয়া — অহংকার বর্জন
✔ অজ্ঞদের সাথে তর্কে না জড়ানো
✔ রাগ নিয়ন্ত্রণ করা
✔ শান্তিপূর্ণ ও ভদ্র আচরণ
✔ মানুষের সাথে কোমলভাবে আচরণ করা
✔ চরিত্রে নম্রতা — মুমিনের আসল পরিচয়
🌙 দোয়া (Arabic + Bangla)
Arabic
اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ عِبَادِكَ الرَّحْمَانِ، الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا، وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا.
اللَّهُمَّ زَيِّنْ خُلُقِي بِالْحِلْمِ وَالتَّوَاضُعِ وَحُسْنِ الْأَخْلَاقِ.
Bangla
“হে আল্লাহ, আমাকে রহমানের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন,
যারা পৃথিবীতে নম্রভাবে চলে এবং অজ্ঞদের সাথে শান্তভাবে কথা বলে।
হে আল্লাহ, আমার চরিত্রে ধৈর্য, বিনয়, কোমলতা ও সুন্দর নৈতিকতা দান করুন।”