18/11/2024
( #ফ্রি_ইবুক)
বিকেলের দিকে তারা নদীর ধারে হাঁটতে লাগল। সূর্য ডোবার ঠিক আগে, নদীর জলে গোলাপি আভার প্রতিফলন। অরিশা বলল,
“তাহসিন, এই জায়গাটা কত সুন্দর, তাই না?”
“হ্যাঁ। আমার মনে হয়, এই জায়গাটা প্রকৃতির আশীর্বাদ।”
একটা চুপচাপ মুহূর্ত এলো। দুজনেই যেন কিছু বলতে চায়, কিন্তু কিছু বলতে পারছে না। শেষমেশ অরিশাই প্রথম বলল,
“তুমি জানো, আজকের দিনটা আমার জন্য অনেক বিশেষ হয়ে গেল।”
তাহসিন অবাক হয়ে জিজ্ঞাসা করল,
“কেন?”
“কারণ, তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই মনে হচ্ছে, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। মনে হচ্ছে, তোমার সাথে কথা বলে আমার মনের সব কথা বলা যায়। তুমি কি এমন অনুভব করছ?”
তাহসিন চুপচাপ নদীর দিকে তাকিয়ে বলল,
“হ্যাঁ। আজকের দিনটাকে আমি ভুলতে পারব না। আমার মন বলছে, এটা শুধু একটি মেলার দিন নয়, এটা আমাদের জন্য বিশেষ কিছু। হয়তো এটিই আমাদের ভালোবাসার জন্মদিন।”
উপন্যাস :- ভালোবাসার জন্মদিন
লেখক :- রাকিবুজ্জামান রাকিব
মূল্য :- ফ্রি
PDF :- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe47tAq-xU06eKS3_Y-EHxIHRY1-uLj7bFVXfWdttTMvqAmkQ/viewform?usp=sf_link