03/01/2026
রামিসা আল রিসা (তৌহিদ আফ্রিদির স্ত্রী)”
ওয়াল থেকে নেওয়া -👇
আসসালামু আলাইকুম। আজ আমার স্বামী, আপনাদের সবার প্রিয় আফ্রিদির জন্মদিন। অথচ আজ আমাদের ঘরটা ভীষণ অন্ধকার, কারণ ঘরের মানুষটা আজ আমাদের পাশে নেই।
শুভ জন্মদিন আফ্রিদি! জানি না কেমন আছো তুমি। আমাদের সন্তান যখন পৃথিবীতে এসেছিল, আমি তোমাকে পাশে পাইনি। আজ সেই অবুঝ শিশুটি তোমার জন্মদিনে তোমাকে খুঁজছে তোমাকে পাচ্ছে না। কিন্তু বাবাকে ছাড়া আদর কেমন হয়, বাবার স্পর্শ স্নেহ ভালবাসা সেটা কেমন—সেটা ওর ভাগ্যে এখনো লেখা হয়ে ওঠেনি।
আফ্রিদি, তুমি তো নিজের কথা কখনো ভাবোনি। হাজারো মানুষের চোখের জল মুছিয়েছো, অসহায় মানুষের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলে। এই দেশের মাটি আর মানুষ তোমার সেই ত্যাগ কখনো ভুলবে না। আজ হয়তো সময়ের আবর্তে তুমি বন্দি, কিন্তু তুমি হতাশ হয়ো না। লাখো ভাই-বোন আর হাজারো মায়ের নিঃস্বার্থ দোয়া তোমার সাথে আছে। মানুষের ভালোবাসা কখনো বৃথা যায় না।
আল্লাহর কাছে শুধু এইটুকুই চাই, তিনি যেন তোমাকে এই মিথ্যে অপবাদ আর ষ"ড়য"ন্ত্রের মামলা থেকে হেফাজত করেন। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে এই অবুজ শিশু সন্তানের কাছ থেকে দূরে রেখেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মানুষ তোমাকে চেনে, মানুষ তোমাকে জানে—আর সবচেয়ে বড় কথা, ওপরওয়ালা সব দেখছেন। সত্যের জয় একদিন হবেই, ইনশাআল্লাহ।
আমরা শুধু তোমার মুক্তি চাই। এই ছোট্ট শিশুটি তার বাবাকে ফিরে পাক, আমি আমার স্বামীকে ফিরে পাই। অন্যায়ের মেঘ কেটে গিয়ে আবার আমাদের ঘরে ন্যায়ের আলো আসুক।
সবার কাছে অনুরোধ, আজকের এই দিনে আমার স্বামী আফ্রিদির জন্য দোয়া করবেন। একজন মা এবং একজন স্ত্রী হিসেবে আপনাদের কাছে শুধু দোয়াটুকু ভিক্ষা চাইছি। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন।
শুভ জন্মদিন প্রিয় আফ্রিদি। ইনশাআল্লাহ, দেখা হবে আমাদের ।
👉 “বিশেষ দ্রষ্টা: রামিসা আল রিসা (তৌহিদ আফ্রিদির স্ত্রী)”