Dream to Study Abroad

  • Home
  • Dream to Study Abroad

Dream to Study Abroad Here your dream teuns into true. If you fail don't worry, this failure makes you perfect.

18/12/2024

In Germany, you can get fresh juice easily.

  2024
28/03/2024

2024

With one of our amazing faculty Prof. Kubra Var Türk.
06/03/2024

With one of our amazing faculty Prof. Kubra Var Türk.

With vai brothersKamrul Hasan  দেখেন আপনাকে কত সুন্দর লাগতেছে আপনি আরো ডাব্বু হয়ে যেতে চাইছিলেন।কাল সবচেয়ে বেশি সুন্দর...
21/02/2024

With vai brothers
Kamrul Hasan দেখেন আপনাকে কত সুন্দর লাগতেছে আপনি আরো ডাব্বু হয়ে যেতে চাইছিলেন।
কাল সবচেয়ে বেশি সুন্দর ছবির উঠছে Hassan Niaz ভাইয়ের।

বাংলা ভাষাকে সমুন্নত করার জন্য, রাষ্ট্রভাষা হিসেবে দাবি আদায় করার জন্য যে সকল বীরপুরুষরা তাদের রক্ত দিয়েছে তাদের প্রতি...
20/02/2024

বাংলা ভাষাকে সমুন্নত করার জন্য, রাষ্ট্রভাষা হিসেবে দাবি আদায় করার জন্য যে সকল বীরপুরুষরা তাদের রক্ত দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যে ১৯৫২ সাল হতে যে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে ১৯৭১ সালে শেষ হয়েছে একটি স্বাধীন বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে।
৮ই ফাগুনে সেই দুপুরে রফিক, সালাম, জব্বার ও বরকতের তাজা রক্তের প্রতিদান হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশ আমার অহংকার।

বিশেষ ফেসবুক লাইভ "তার্কিশ স্কলারশিপের ভেতর-বাহির"আপনারা জানেন যে, তুর্কিয়ে বুরসলারি ও দিয়ানেত স্কলারশিপে ২০২৪ সালের আবে...
19/01/2024

বিশেষ ফেসবুক লাইভ "তার্কিশ স্কলারশিপের ভেতর-বাহির"

আপনারা জানেন যে, তুর্কিয়ে বুরসলারি ও দিয়ানেত স্কলারশিপে ২০২৪ সালের আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে আবেদন করা শুরু করেও দিয়েছেন। এই দুই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াসহ নানান বিষয় নিয়ে আপনাদের মনে হাজার প্রশ্ন। আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমরা আয়োজন করছি এই বিশেষ ফেসবুক লাইভ "তার্কিশ স্কলারশিপের ভেতর-বাহির"।

তারিখ: ২১ জানুয়ারি, রবিবার
সময়: সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়)

আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন:

১. বশির উল্লাহ
মাস্টার্স, গাজিয়ান্তেপ ইউনিভার্সিটি

২. ওমর ফারুক মুন্না
মাস্টার্স, আঙ্কারা ইউনিভার্সিটি

৩. মেহেদী হাসান
ব্যাচেলর, কোনিয়া টেকনিক ইউনিভার্সিটি

মডারেটর:
বোরহান উদ্দিন
মাস্টার্স, সাকারিয়া ইউনিভার্সিটি

তাহলে আর দেরী কেন, নিচের দেয়া ফরমে ঝটপট লিখে ফেলুন আপনার সকল জানতে চাওয়া।

আর হ্যাঁ, উত্তর জানার জন্য তারিখ ও সময় নোট করে রাখতে ভুলবেন না কিন্তু! আগামী রবিবার ঠিক সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়)

প্রশ্ন করার লিংক: https://forms.gle/BQZa97iTSWyUm1zc9

গ্রুপের লিংক: https://www.facebook.com/share/R6fyMJdMzXEHCQ9D/?mibextid=K35XfP

সবকিছুই আল্লাহর হাতে।আল্লাহ ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারে না। আর আল্লাহ যদি আপনাকে কোনো বিপদ স্পর্শ করাতে চান, তবে ...
18/01/2024

সবকিছুই আল্লাহর হাতে।
আল্লাহ ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারে না। আর আল্লাহ যদি আপনাকে কোনো বিপদ স্পর্শ করাতে চান, তবে তিনি ব্যতীত কেউ তা রুখতেও পারে না। তাই তাঁর কাছেই ভিক্ষা চান, তাঁর কাছে ভিক্ষা চান, দিনরাত সবসময় ভিক্ষা চান আর শুকরিয়া করুন!
আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যা আমি পেয়েছি, যা আমি পাই নি।

প্রতি বছরের মত এবারও তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন নেয়া শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে, চলবে ২৯ ফেব্রু...
09/01/2024

প্রতি বছরের মত এবারও তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন নেয়া শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপের জন্য যারা আবেদন করতে পারবে: (২০২৪ অনুযায়ী)

১. হাইস্কুল স্কলারশিপে আবেদনের বয়সসীমা ২০০৮।
২. অনার্স স্কলারশিপে আবেদনের বয়সসীমা ২০০৩।
৩. মাস্টার্সে ৩০ বছর, ডক্টরেটের আবেদনের জন্য ৩৫ বছর বয়সসীমা।

উল্লেখ্য, দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপের অন্তর্ভুক্ত হাইস্কুলগুলোতে সাইন্স-আর্টস উভয় বিষয়ে শিক্ষাদান করা হয়। কিন্তু অনার্স-মাস্টার্স-পিএইচডি’র ক্ষেত্রে শুধুমাত্র ইসলামিক স্টাডিজের স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

এছাড়াও, দিয়ানেত ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনকারী কয়েক হাজার ক্যান্ডিডেটের মধ্যে “মেধাবী হাফেজ”-দেরকে অগ্রাধিকার দেয়া হয়।

যারা ইসলামিক স্টাডিজ ব্যতীত অন্য সাবজেক্টে অনার্স-মাস্টার্স-পিএইচডি করতে চান, তাদের জন্যও স্কলারশিপের সুবিধা আছে। বিস্তারিত জানতে এই গ্রুপটি ফলো করতে পারেন।

ধন্যবাদান্তে,
✍️ Abdur Rahman
Marmara University Theology Faculty,
Student Representative of Diyanet Foundation, İstanbul Anatolian Part.

আমি ১০০% শিউর এনসিটিবি কাদের দ্বারা স্পন্সরশিপলাভ করেছে। Sponsored by LG/tvQ🌈 এই হল অবস্থা। সবকিছু পুরো শেষ করে দিচ্ছে। ...
02/01/2024

আমি ১০০% শিউর এনসিটিবি কাদের দ্বারা স্পন্সরশিপলাভ করেছে। Sponsored by LG/tvQ🌈
এই হল অবস্থা। সবকিছু পুরো শেষ করে দিচ্ছে। এটা কেমনে একটা দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে? জাস্ট বইয়ের পাতাটা পড়ে দেখলেই বুঝা যায় কি রয়েছে শিক্ষা ব্যবস্থায়। আর কি শিখতে যাচ্ছে ছেলে মেয়েরা? আল্লাহর গ জ ব আমাদের উপর নেমে আসবে শীঘ্রই।

Reflecting on an incredible New Year's party hosted by our amazing professor! 🎉✨ Thank you for an unforgettable evening ...
28/12/2023

Reflecting on an incredible New Year's party hosted by our amazing professor! 🎉✨ Thank you for an unforgettable evening filled with joy, laughter, and wonderful memories. Your efforts to bring us all together were truly appreciated. Here's to a year ahead filled with more shared moments and success! 🥳🌟 "

আপনার অজান্তেই আল্লাহ আপনাকে কতবার যে বিপদ উদ্ধার করেছেন, আপনার দোষ লুকিয়ে রেখেছেন তার হিসাব নেই। তবুও কেন এত অভিযোগ।সব...
15/12/2023

আপনার অজান্তেই আল্লাহ আপনাকে কতবার যে বিপদ উদ্ধার করেছেন, আপনার দোষ লুকিয়ে রেখেছেন তার হিসাব নেই। তবুও কেন এত অভিযোগ।সব সময় শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ।

যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য দুইটা কথা। আমি কথা বলব তাদের নিয়ে যারা নিজে সবকিছু করার চেষ্টা করে। আই মিন...
05/11/2023

যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য দুইটা কথা। আমি কথা বলব তাদের নিয়ে যারা নিজে সবকিছু করার চেষ্টা করে। আই মিন এজেন্সি ছাড়া। কি কি আপনার করা উচিত কি আপনার করা উচিত না।

ধাপ ১- আপনি আপনার লক্ষ্য ঠিক করুন আপনি বাহিরে পড়াশোনা করতে যেতে চান। কারণ যেই জিনিস নিয়ে আপনি লেগে থাকবেন অবশ্যই সেটি আপনি পাবেন।

ধাপ ২- একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আপনাকে অবশ্যই ঘাটাঘাটি করতে হবে কোন সাবজেক্ট, কোন দেশ, কোন বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য পারফেক্ট হবে আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে। কিন্তু আফসোস আমরা এই গুরুত্বপূর্ণ ধাপটি নিজেরা করতে চেষ্টা করি না। কেউ একজন পোস্ট করলে তার থেকে সাহায্য চাওয়ার নামে সব কিছুই চেয়ে বসে। যেমন ভাই আমাকে এ টু জেড বলেন, কিভাবে এপ্লাই করব বলেন, আমার জন্য কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে বলেন, আমি কোন সাবজেক্টে যাব বলেন।
আরে ভাই এটা এখান থেকে ওইখানে যাওয়া না। এটা আপনার লাইফের একটা জার্নি, কিভাবে আপনি আশা করেন আপনি কোন রকমের তথ্য নির্ভর না হয়ে সরাসরি একজন থেকে সব ধরনের সাহায্য পাবেন।

ধাপ ৩- এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু যেটা আমরা ফলো করি না, ধরুন আপনি একটি দেশের সংশ্লিষ্ট গ্রুপে এড হয়েছে এই গ্রুপের কথাই ধরি, প্রথমে আপনার কাজ হল গ্রুপের ফাইল সেকশন গুলো ভালো করে পড়া, আপনি যেই টপিক খুঁজতেছেন সেই টপিক সার্চ করে ওই টপিকের কমেন্ট গুলা পড়া, এভাবে আপনি নিজেও জানতে পারবেন অন্য কাউকে জানাতে পারবেন। কেন আপনারা এটা করতে চান না? অবশ্যই সাহায্যের জন্য ইনবক্স করবেন তাতে কোন সমস্যা নেই, ধরেন আমার কথাই বলি আমি কিন্তু সবার থেকে সাহায্য নিয়েছি তবে এটা সত্যি কথা কাউকে বিরক্ত করিনি। যতদূর সম্ভব প্রত্যেকটা গ্রুপের ফাইল কমেন্ট পড়ে নিজেকে অনেকটুকু প্রস্তুত করেছি এরপরে যতটুকু সাহায্য দরকার বড় ভাইদের থেকে পেয়েছি।

ধাপ ৪- SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনি যদি বাইরে পড়াশোনা করতে যেতেই চান কেন আপনি এই জিনিসটার উপরে জোর দিবেন না। কারো থেকে তার SOP চাওয়ার আগে অনেকবার চিন্তা করুন। এগুলো শেয়ার করার মত ব্যাপার না। বরং এই কাজটি করতে পারেন আপনি একটা SOP ড্রাফট করে, তা বড় ভাইরা আছে তাদেরকে পাঠাতে পারেন তারা আপনার SOP রিভিউ করে আপনাকে রিকমেন্ডেশন দেবে।

সর্বোপরি আপনি যদি স্কলারশিপ বা উচ্চ শিক্ষার জন্য বাহিরে আসার চিন্তা করেন আপনাকে অবশ্যই নিজেকে প্রস্তুত করে নিতে হবে।

লিস্ট বড় হয়ে যাচ্ছে কথা হবে অন্য কোন পোস্টে।

Omar Faruk Munna
YTB scholarship holder
The Sea and Maritime Law
Ankara University

Address


Telephone

+8801309180326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream to Study Abroad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream to Study Abroad:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share