05/11/2023
যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য দুইটা কথা। আমি কথা বলব তাদের নিয়ে যারা নিজে সবকিছু করার চেষ্টা করে। আই মিন এজেন্সি ছাড়া। কি কি আপনার করা উচিত কি আপনার করা উচিত না।
ধাপ ১- আপনি আপনার লক্ষ্য ঠিক করুন আপনি বাহিরে পড়াশোনা করতে যেতে চান। কারণ যেই জিনিস নিয়ে আপনি লেগে থাকবেন অবশ্যই সেটি আপনি পাবেন।
ধাপ ২- একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আপনাকে অবশ্যই ঘাটাঘাটি করতে হবে কোন সাবজেক্ট, কোন দেশ, কোন বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য পারফেক্ট হবে আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে। কিন্তু আফসোস আমরা এই গুরুত্বপূর্ণ ধাপটি নিজেরা করতে চেষ্টা করি না। কেউ একজন পোস্ট করলে তার থেকে সাহায্য চাওয়ার নামে সব কিছুই চেয়ে বসে। যেমন ভাই আমাকে এ টু জেড বলেন, কিভাবে এপ্লাই করব বলেন, আমার জন্য কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে বলেন, আমি কোন সাবজেক্টে যাব বলেন।
আরে ভাই এটা এখান থেকে ওইখানে যাওয়া না। এটা আপনার লাইফের একটা জার্নি, কিভাবে আপনি আশা করেন আপনি কোন রকমের তথ্য নির্ভর না হয়ে সরাসরি একজন থেকে সব ধরনের সাহায্য পাবেন।
ধাপ ৩- এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু যেটা আমরা ফলো করি না, ধরুন আপনি একটি দেশের সংশ্লিষ্ট গ্রুপে এড হয়েছে এই গ্রুপের কথাই ধরি, প্রথমে আপনার কাজ হল গ্রুপের ফাইল সেকশন গুলো ভালো করে পড়া, আপনি যেই টপিক খুঁজতেছেন সেই টপিক সার্চ করে ওই টপিকের কমেন্ট গুলা পড়া, এভাবে আপনি নিজেও জানতে পারবেন অন্য কাউকে জানাতে পারবেন। কেন আপনারা এটা করতে চান না? অবশ্যই সাহায্যের জন্য ইনবক্স করবেন তাতে কোন সমস্যা নেই, ধরেন আমার কথাই বলি আমি কিন্তু সবার থেকে সাহায্য নিয়েছি তবে এটা সত্যি কথা কাউকে বিরক্ত করিনি। যতদূর সম্ভব প্রত্যেকটা গ্রুপের ফাইল কমেন্ট পড়ে নিজেকে অনেকটুকু প্রস্তুত করেছি এরপরে যতটুকু সাহায্য দরকার বড় ভাইদের থেকে পেয়েছি।
ধাপ ৪- SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনি যদি বাইরে পড়াশোনা করতে যেতেই চান কেন আপনি এই জিনিসটার উপরে জোর দিবেন না। কারো থেকে তার SOP চাওয়ার আগে অনেকবার চিন্তা করুন। এগুলো শেয়ার করার মত ব্যাপার না। বরং এই কাজটি করতে পারেন আপনি একটা SOP ড্রাফট করে, তা বড় ভাইরা আছে তাদেরকে পাঠাতে পারেন তারা আপনার SOP রিভিউ করে আপনাকে রিকমেন্ডেশন দেবে।
সর্বোপরি আপনি যদি স্কলারশিপ বা উচ্চ শিক্ষার জন্য বাহিরে আসার চিন্তা করেন আপনাকে অবশ্যই নিজেকে প্রস্তুত করে নিতে হবে।
লিস্ট বড় হয়ে যাচ্ছে কথা হবে অন্য কোন পোস্টে।
Omar Faruk Munna
YTB scholarship holder
The Sea and Maritime Law
Ankara University