Nineties-নব্বই দশক

Nineties-নব্বই দশক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nineties-নব্বই দশক, Digital creator, 10/18 jalalabad, Antakya.
(2)

স্রোতের বিপরীতে অভিযাত্রা—নতুন ঠিকানার পথে। Nineties-নব্বই দশক 🖤

বিশেষ দ্রষ্টব্য: এই পেজ কখনো বিক্রি হবে না, তাই প্রতারকদের প্রতারণা থেকে সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন।
ধন্যবাদ! আমার পেজের সব লেখা আমার নিজস্ব না কারণ এতো লেখা নিজের পক্ষে দেয়া সম্ভব না, তাই কোনো লেখা পছন্দ হলে লেখক কিংবা ফটোগ্রাফারের ক্রেডিট দিয়েই পোস্ট করি৷ মূল মালিক না পেলে সেটা সংগৃহীত লেখা থাকে৷

আর বেশিরভাগ পোস্ট যেহেতু

কালেক্ট করা তাই মূল লেখকের নাম থাকে না, যদি আপনার জানা থাকে তবে আমাকে ইনবক্স করলেই আমি ক্রেডিট দিয়ে দিবো৷

আপনাদের সাথে নিয়েই আমার এতোদূর আসা৷ দোয়া করবেন আমার জন্যে, এভাবে সবসময় সাপোর্ট দিবেন, ধন্যবাদ৷�

শুনেছি ভালােবাসার রাস্তায়নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!তাই ভাবছি ঐ রাস্তায়একটা ঔষধের দোকান খুলবাে।
15/11/2025

শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।

কিছু মানুষের কোথাও যাওয়ার থাকে না। পরিবারে শান্তি থাকে না, প্রিয় বন্ধু থাকে না, প্রিয় মানুষ থাকে না।🖤🌸
15/11/2025

কিছু মানুষের কোথাও যাওয়ার থাকে না। পরিবারে শান্তি থাকে না, প্রিয় বন্ধু থাকে না, প্রিয় মানুষ থাকে না।🖤🌸

বন্ধু সে,যে সব সময় তোমার পাশে থাকবেতোমার কাধে মাথা রেখে কাদবেএকজন আর একজনকে তুলে ধরবে।🥰🫂
14/11/2025

বন্ধু সে,
যে সব সময় তোমার পাশে থাকবে
তোমার কাধে মাথা রেখে কাদবে
একজন আর একজনকে তুলে ধরবে।🥰🫂

কিছু রাত স্বপ্নের..,, কিছু স্মৃতি বেদনার। কিছু সময় আবেগের... কিছু কথা হৃদয়ের। কিছু মানুষ অন্তরের, ,, আর, কিছু ভালোবাসা চ...
14/11/2025

কিছু রাত স্বপ্নের..,, কিছু স্মৃতি বেদনার। কিছু সময় আবেগের... কিছু কথা হৃদয়ের। কিছু মানুষ অন্তরের, ,, আর, কিছু ভালোবাসা চিরদিনের।

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।__হযরত মোহাম্মদ (সা:) ❤️
14/11/2025

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।
__হযরত মোহাম্মদ (সা:) ❤️

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা। তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন ল...
14/11/2025

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা।
শুপ্রভাত।❤️

আপনার বিশেষ দিনে, আমি আপনাকে শুভ কামনা করি। আমি আশা করি এই দুর্দান্ত দিনটি আপনার হৃদয়কে আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ করবে।...
13/11/2025

আপনার বিশেষ দিনে, আমি আপনাকে শুভ কামনা করি। আমি আশা করি এই দুর্দান্ত দিনটি আপনার হৃদয়কে আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ করবে।🥰

যে-তোমার জন্য তৈরি হয়েছে দিন শেষে সে তোমার কাছে আসবেই ইনশাআল্লাহ..শুধু-ধৈর্যের প্রয়োজন..!🥰🌸
13/11/2025

যে-তোমার জন্য তৈরি হয়েছে দিন শেষে সে তোমার কাছে আসবেই ইনশাআল্লাহ..
শুধু-ধৈর্যের প্রয়োজন..!🥰🌸

মুগ্ধ যদি বেঁচে থাকতেন, এভাবে তেলের বোতল উপুড় করে ঢেলে দেয়া দেখে তিনিও লজ্জা পেতেন... 🙂
12/11/2025

মুগ্ধ যদি বেঁচে থাকতেন, এভাবে তেলের বোতল উপুড় করে ঢেলে দেয়া দেখে তিনিও লজ্জা পেতেন... 🙂

আম্মা আজ শোকেস থেকে প্লেট নামিয়েছেন — আলহামদুলিল্লাহ, এই ছোট্ট মুহূর্তটা মেমরিতে রেখে দিলাম। 🌸
12/11/2025

আম্মা আজ শোকেস থেকে প্লেট নামিয়েছেন — আলহামদুলিল্লাহ, এই ছোট্ট মুহূর্তটা মেমরিতে রেখে দিলাম। 🌸

একটু আগের ঘটনা —আমি আর আম্মু একসাথে ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়া শেষ, আমি তখন প্লেট ধুচ্ছি। আম্মু ফ্রিজে তরকারি রাখতে গিয়ে...
11/11/2025

একটু আগের ঘটনা —
আমি আর আম্মু একসাথে ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়া শেষ, আমি তখন প্লেট ধুচ্ছি। আম্মু ফ্রিজে তরকারি রাখতে গিয়ে হঠাৎ ধপাস! করে পুরো পাতিলসহ তরকারি পড়ে গেল! 😅

আম্মু তো হকচকিয়ে গেলেন, রাগে-লজ্জায় না বুঝে আমাকে বকা দিতে লাগলেন —
“তরকারি সব খেতে পারিস না, হুদাই রান্না করেছিলাম, এখন সব পড়ে গেল!”

আর আমি দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছি — লে আমি এখন কী বলি! 😅

09/11/2025

- যে লাইনটা আমরা সবচেয়ে দ্রুত টাইপকরতে পারি.
সেটা হলো- আলহামদুলিল্লাহ!'🖤🌸

Address

10/18 Jalalabad
Antakya
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nineties-নব্বই দশক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nineties-নব্বই দশক:

Share