20/10/2024
আলহামদুলিল্লাহ, তুরস্কের প্রথম সারির আঙ্কারা বিশ্ববিদ্যালয়, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, মারমারা বিশ্ববিদ্যালয়, ২৯ মায়িস বিশ্ববিদ্যালয় ও ইসলাম রিসার্চ সেন্টার সম্মিলিতভাবে ইসলাম রিসার্চ সেন্টারে (ইসাম) তুরস্কের ১০০ বছরে ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ (Theology Faculties In Türkiye On Their 100th Anniversary) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে প্রায় ২৫০ রিসার্চ পেপারের মধ্যে অরগানাইজিং কমিটি ৪০ টি পেপারের মধ্যে আমার গবেষণা প্রবন্ধটি কনফারেন্স এর জন্য নির্বাচিত করায় আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করছি এবং কনফারেন্স কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার গবেষণা পেপারে Historical Analysis of Islamic Studies in Universities: A Comparative Discussion between Türkiye and the Indian Subcontinent (তুরস্কের ইসলামিক স্টাডিজ ও ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামিক স্টাডিজের তুলনামূলক) বিষয়ের উপর পর্যালোচনা করেছি। এই ক্ষেত্রে এই দেশগুলোর ইসলামিক স্টাডিজের ইতিহাস, সিলেবাস, ক্যারিয়ার এবং চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করেছি। তুরস্কের প্রথম সারির একাডেমিসিয়ান, আমেরিকার ও ইউরোপের বিভিন্ন প্রফেসরদের সাথে এই কনফারেন্স অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি অভিভূত হয়েছি। কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. আলী এরবাস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এরোল ওজভার, ইসামের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুর্তেজা বেদির এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন মহোদয় এবং অনেক অধ্যাপক গণ। বাংলাদেশী ভাইদের বিশেষ করে মাসুম ভাই, হামিম ভাই, মামুন ভাই, রাজিব ভাই, আব্দুর রাউফ ভাই, মোসাদ্দেক বিল্লাহ, শহীদুল ইসলাম ভাইয়ের সাথে কনফারেন্সে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। সামনের দিনগুলোর জন্য দু’আ চাচ্ছি।
Alhamdulillah, I am deeply grateful to Allah for the opportunity to present my research paper at the international conference titled "Theology Faculties in Türkiye on Their 100th Anniversary," organized by Ankara University, Istanbul University, Marmara University, 29 Mayis University, and the Islamic Research Center (ISAM), in collaboration with the Islamic Research Center of Turkey. My paper was among the 40 selected from nearly 250 submissions, a great honour.
My research, titled "Historical Analysis of Islamic Studies in Universities: A Comparative Discussion between Türkiye and the Indian Subcontinent," focuses on a comparative analysis of Islamic Studies in universities across Türkiye, Bangladesh, Pakistan, and India. In this study, I analyzed the historical development, curriculum structure, career opportunities, and challenges of Islamic Studies in these countries. It has been a humbling experience to present my work alongside some of the most esteemed academics from Türkiye and professors from the United States and Europe.
The conference's distinguished guests included Turkey's Minister of Religious Affairs, Professor Dr. Ali Erbaş, the Chairman of the Higher Education Council, Professor Dr. Erol Özvar, and ISAM President Professor Dr. Murtaza Bedir, among others. Their insights truly inspire me.
I humbly ask for your prayers as I hope this experience fosters further growth in my academic journey.