জেরিন শুনছো シ︎

জেরিন শুনছো シ︎ -Assalamu Alaikum wa Rahmatullahi
Barakatuh 🌺

-This is the Official page of জেরিন শুনছোシ︎

14/07/2025

ভালোবাসার বোধহয় এমনই শক্তি, তাকে ঘিরে যত ভালোবাসা-
তার হৃদয় ছোক বা না'ছোক,

তাকে ভালোবাসতেই হবে- এ এক অপরিহার্য নিয়ম।


জেরিন শুনছো シ︎

14/07/2025

.
অল্প ক'দিনের তুমি'ই;

আমার দীর্ঘ রাতের- দীর্ঘশ্বাস!


জেরিন শুনছো シ︎

14/07/2025

যদি ক্লান্তিবোধ তোমায় ছোঁয়, তুমি ফিরে এসো!

প্রশান্তি হয়ে,
তোমার ক্লান্তিবোধটুকু নিজের করে নিবো!


জেরিন শুনছো シ︎

10/07/2025

আমার কোন শুভাকাঙ্ক্ষী এবারের এসএসসি পরিক্ষার্থী ছিলেন?
পাশ করছেন? রেজাল্ট কত?

ফেল করলেও, কেন করলেন? কি কারণ হতে পারে?


10/07/2025

পাশ আর ফেল- দু'টো শব্দের অবস্থান খুবই নিকটবর্তী।

এবার যারা ফেল করলো, তারা চাইলেই আগামীবার ভালো মতোই পাশ করতে পারবে।
ধৈর্য্য ধরুন, অপেক্ষা করুন- আপনিও শিগগিরই সফলতা পাবেন।

যারা পাশ করলেন, ভালো মার্ক পেলেন- সবাইরে অভিনন্দন।


10/07/2025

প্রিয় বৃহস্পতিবার-

তুমিতো জানো,
প্লেট ভর্তি খাবার রেখে, রোজ; দুঃখ চিবিয়ে খাই-

কেবল,
আর কয়েকটা দিন, আমি বাঁচিবার চাই!


জেরিন শুনছো シ︎

10/07/2025

অনেক লেখা, লিখে- খরচ করি সময়; কোথায় ঠিকানা, পাঠাবো-
কোথায় পরিচয়?

মানুষ ক'দিন, বাঁচে- ক'দিন তার আয়ু; হঠাৎ যদি,
মরি-
তোমার শান্তি কতটুকু?


জেরিন শুনছো シ︎

10/07/2025

থার্ড ক্লাস ব্যাটিং! বিচ্ছিরি, নার্ভাস, নেতিবাচক – এক কথায় হতাশাজনক! 😤

১১ বলে ৬ রান — হ্যাঁ, রান কম এটা ঠিক আছে, কিন্তু যেভাবে এই ১১টি বল খেলেছে, তাতে মনে হয়েছে সে যেন অভিষিক্ত কোনো ব্যাটার! অথচ বাস্তবতা হচ্ছে, সে দলের ওয়ানডাউন ব্যাটার, উপরন্তু অধিনায়ক!
একজন অধিনায়কের কাছ থেকে আমরা আশা করি দলকে সামনে নিয়ে যাওয়ার নেতৃত্ব, ইতিবাচক মানসিকতা, সাহসী শরীরী ভাষা — কিন্তু এখানে সবই ছিল অনুপস্থিত!

প্রথম বল থেকেই ছিল নার্ভাসনেস, আত্মবিশ্বাসহীন শট, স্ট্রাইক রোটেট করার কোনো চেষ্টা নেই। প্রতিপক্ষ বোলারদের কোনো চাপেই ফেলা যায়নি, বরং তার ইনিংসটাই যেন চাপ সৃষ্টি করলো নিজের দলের উপর!

একাদশে ১০ জন ব্যাটার খেলাচ্ছে একজন ওয়ানডাউন ব্যাটারকে, তার উপর সে আবার অধিনায়ক — আর এমন নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ!
যখন টিম ম্যানেজমেন্ট কাউকে টপ অর্ডারে সুযোগ দেয়, তখন চায় ম্যাচ কন্ট্রোল করার প্লেয়ার — কিন্তু আজকের ইনিংসটা ছিল যেন “খেলার ভয়” এর এক উদাহরণ।

একজন অধিনায়কের কাছ থেকে এটা আশা করা যায় না — রান না করলেও অন্তত ব্যাটিং অ্যাপ্রোচ যেন পজিটিভ থাকে। এইরকম "ডিফেন্সিভ টানাপোড়েন" মাইন্ডসেট নিয়ে দল জিতবে কীভাবে

#লিটন দাস

09/07/2025

কয়েকদিনের টানা বৃষ্টিতে আপনার এলাকার কি খবর?

জলবদ্ধতার সৃষ্টি,
এলাকা প্লাবিত;
স্বাভাবিক?


09/07/2025

সেদিন,
কোটি মানুষের ভীড় ঠেলে প্রথমবার দেখেছিলাম তোমার মায়াবী মুখ।

অনেক বছর হলো। এখনো মনে আছে, এবং তা স্পষ্টই মনে আছে।

রাত যত বাড়ে,
সেদিনের মায়াবী তোমার সে অবয়ব; দু’চোখ জুড়ে ভাসে।


জেরিন শুনছো シ︎

09/07/2025

রাইতগুলা নির্ঘুমে কাটাইয়া ঘুম জমাইতেছি-

একদিন,
আরামের ঘুম ঘুমাবো, জনমকার মতো!


জেরিন শুনছো シ︎

09/07/2025

তোমার, কতশত স্মৃ'তি-

আমি;
যত্নে লালন করি!


জেরিন শুনছো シ︎

Address

সারিয়াকান্দি
Sarıyahsi
5830

Telephone

+8801990064480

Website

https://www.facebook.com/mdshihab.420.Sk

Alerts

Be the first to know and let us send you an email when জেরিন শুনছো シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share