গ্রীসের অভিবাসীদের খবর

গ্রীসের অভিবাসীদের খবর গ্রিসের খবর। বাঙালির খবর।

03/01/2025

রমজানে পাকস্থলি থাকুক অভুক্ত। আত্মা থাকুক পরিতৃপ্ত। মুখ থাকুক শুস্ক। চোখ থাকুক অশ্রুসিক্ত। কথা থাকুক সীমিত। অন্তর থাকুক জিকিররত।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আবহাওয়া: অ্যাটিকার পর্বতমালায় ঠান্ডা এবং তুষারপাতের সম্ভাবনা। শনিবার ৮/২ তারিখে, অ্যাটিকার পাহাড়ি এলাকায়, পাশাপাশি মধ্...
02/08/2025

আবহাওয়া: অ্যাটিকার পর্বতমালায় ঠান্ডা এবং তুষারপাতের সম্ভাবনা।

শনিবার ৮/২ তারিখে, অ্যাটিকার পাহাড়ি এলাকায়, পাশাপাশি মধ্য ও উত্তর গ্রিসের আধা-পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে, তাপমাত্রা খুব কম স্তরে থাকবে, পাহাড়ে সর্বনিম্ন মান -৫°C এবং মূল ভূখণ্ডে ৮-১০°C-তে পৌঁছাবে।

02/08/2025

সান্তরিণী আইল্যান্ডে গত এক সপ্তাহে কয়েক হাজার ছোট বড় ভূমিকম্প! বেশিরভাগ মানুষ সেখান থেকে সরে অন্যত্রে চলে যাচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা এটা কোনো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস।

পর্যটন শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন সেখানকার স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা।

01/09/2025

ভারতের কলকাতার এক টিভি চ্যানেলের কাছে বাংলাদেশের নরেন্দ্রনাথ মজুমদার সাক্ষাতকার দিয়েছেন। উনি প্রথমেই বলেছেন - " আমার শতজনমের ভাগ্য যে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি " কলকাতার সাংবাদিকদের উসকানীতে তিনি স্ট্রেটকাট বলেছেন, " আমাদের দূর্বল বললেন কেনো ? রৌমারী পাদুয়ায় বিএসএফ এর উসকানী পরবর্তী বিডিআর এর আক্রমণে বিএসএফ এর শোচনীয় পরাজয় মনে নেই, লজ্জা করেনা ? "

কলকাতার ঘেউ ঘেউ করা সাংবাদিকরা আর পেরে না উঠে শেষমেষ নরেন্দ্রনাথ কে বললো - " আপনি হিন্দু ! আপনি হিন্দু ! আমাদের তো বিশ্বাসই হচ্ছেনা । আপনি নাম পরিবর্তন করেছেন "

আমি এই দেশপ্রেমিক বাংলাদেশীকে কয়েকদফা সম্মান জানাতে চাই ।

ওহ্ সাক্ষাতকার 👍

যেচাবে চলছে বাংলা গলির পুলিশ অপারেশন | লিসবন, পর্তুগাল 🇵🇹🤝
12/19/2024

যেচাবে চলছে বাংলা গলির পুলিশ অপারেশন | লিসবন, পর্তুগাল 🇵🇹🤝

গ্রিসে ভেবুসীর পারাতাসি মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০২৫ ইং  গেজেট প্রকাশ।
12/19/2024

গ্রিসে ভেবুসীর পারাতাসি মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০২৫ ইং গেজেট প্রকাশ।

12/19/2024

যাত্রীর হারানো ব্যাগেজ উদ্ধার করে এয়ারপোর্ট এপিবিএন।

Airport (13) Armed Police Battalion is a battalion of Bangladesh Police ensuring the security of the biggest airport of Bangladesh located in the capital city, Dhaka.

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের একটি স্বতন্ত্র ইউনিট। এই ইউনিট বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত। বিমানবন্দরের সকল স্থাপনা, এয়ারক্রাফট, যাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং যাত্রী সেবায় ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে এই ইউনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের সেবায় সর্বদা নিয়োজিত এই ইউনিট বিমানবন্দরে ১ জুন ২০১০ সাল থেকে কাজ করছে। আপনাদের যেকোন প্রয়োজনে আইনি সেবা দিতে এয়ারপোর্ট আমর্ড পুলিশ বদ্ধপরিকর।

আপনাদের যেকোন আইনি প্রয়োজনে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য- 01320194999

12/17/2024

আসসালামুয়ালাইকুম।
গ্রিস প্রবাসীরা।
আপনারা কেমন আছেন?
অনেক দিন পর।

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়মের বাগউচা গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছোট ছেলে "তাপস সরকার" জীবিকার তাগিদে দালালের মাধ...
08/10/2022

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়মের বাগউচা গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছোট ছেলে "তাপস সরকার" জীবিকার তাগিদে দালালের মাধ্যমে রওয়ানা হয়েছিলো গ্রিস থেকে ইতালির উদ্দ্যেশে। পথে প্রচণ্ড গরমে মন্টিনেগ্রোর পাহাড়ে হিটস্ট্রোক হয়ে মারা যায়।
একটি পরিবার নিতান্ত অপারগ হয়ে জীবন বাজি রেখে এইসব গেইমে পাঠায়।
সেও এই দেশের একজন রেমিট্যান্স যোদ্ধা হতো। আশাকরছি, সংশ্লিষ্ট এলাকার বিত্তবান লোকজন পরিবারটির পাশে দাঁড়াবেন।

অজান্তে "বড়লোক মন্ত্রী" আর "চ্যালাপ্যালারা" ত এইসব মৃত্যুকে অবৈধ পথের যাত্রী বলে দায় সারবে। কিন্তু এরাই যখন ইতালি-ফ্রান্স গিয়ে রেমিট্যান্স পাঠায় তখন হয়ে যায় "রেমিট্যান্স যোদ্ধা"

06/29/2022

গতকাল ২৮-০৬-২০২২ ইং গ্রীসের মেনিদী ডিটেনশন সেন্টার থেকে ০৮ জন এবং সাইপ্রাস থেকে ১৯ জন মোট ২৭ জন ডকুমেন্টস বিহীন বাংলাদেশী অভিবাসীদের ডিপোর্ট করা হয়েছে।

06/26/2022

আবারো ডিপোর্ট !

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আবারো প্রায় ৫০ জনের একটি গ্রুপকে বাংলাদেশ ডিপোর্ট করার জন্য কেম্পে প্রস্তুত করেছে গ্রিক পুলিশ।

প্রবাসীদের পাশে কেউ নেই, নাই দূতাবাস, নাই বাংলাদেশ, নাই বাঙালি কমিউনিটি।

কাওকে পাশে পাবেন না, তাই বলছি, নিজের ব্যবস্থা নিজেই করুন।

Address

Αθήνα, TX

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীসের অভিবাসীদের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share