12/25/2025
এই প্রজন্ম কি জানে সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমান কেন ১৮ মাস জেলে ছিলেন? কেন আর্মি তার মাজা ভে ঙে দিয়েছিল? কেন মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল? কেন বাংলাদেশ দু'র্নী/তিতে চ্যাম্পিয়ন হয়েছিল?
জেনে নিন।
হাওয়া ভবন- হাওয়া ভবন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে একটি “অঘোষিত ক্ষমতার কেন্দ্র”, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। দুর্নীতির সকল নিয়ন্ত্রণ, নিয়োগ-বাণিজ্য, ঠিকাদারী চুক্তি সব হতো এখান থেকেই।
২১ আগস্ট গ্রেনে/ড হাম/লা - আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনে'ড হা/মলা চালানো হয়। এতে আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক আহত হন।
দুনিয়া কাঁপানো “১০ ট্রাক অ/স্ত্র” - চট্টগ্রামের বিএমডিপোর্টে ১০ ট্রাক অবৈধ অস্ত্র ধরা পড়ে, যা ULFA বিদ্রোহীদের (ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী) কাছে পাঠানো হচ্ছিল। তদন্তে উঠে আসে সরকারের গোয়েন্দা সংস্থার ও শীর্ষ মন্ত্রীদের সম্পৃক্ততা।
কয়লা খনির দু/র্নীতি ও নাইকো কেলে/ঙ্কারি - বগুড়ার কয়লা খনি ও কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস চুক্তিতে হাজার কোটি টাকার দু//র্নীতির অভি/যোগ রয়েছে। নাইকো কেলে/ঙ্কারি মামলায় খালেদা জিয়া ও বিএনপি সরকারের উচ্চপদস্থরা অভি//যুক্ত।
টু-ইন-ওয়ান’ দু/র্নীতি ও ঘুষ বাণিজ্য - মন্ত্রীরা একসঙ্গে দুই-তিনটি মন্ত্রণালয় চালাতেন। অভিযোগ রয়েছে, বড় প্রকল্প থেকে ১০%-২০% কমিশন আদায় করা হতো। সব প্রজেক্টে ঘুষ-কমিশনের রেট নির্ধারিত ছিল।
শিক্ষা ও প্রশাসনে দলীয়করণ - সরকারি নিয়োগ, বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপি-জামায়াতপন্থীদের অগ্রাধিকার দেওয়া হতো। আওয়ামী লীগের সমর্থকদের চাকরি, পদোন্নতি বা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ থেকে বঞ্চিত করা হতো।
'দু/র্নীতিতে চ্যাম্পিয়ন’ খেতাব - ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টিআই-এর রিপোর্টে বাংলাদেশ একটানা বিশ্বের সবচেয়ে দু/র্নীতিগ্রস্ত দেশ হিসেবে র্যাংক হয়েছিল।
সিমেন্ট কারখানা থেকে যু/দ্ধাপরা/ধীদের দোসরদের ব্যবসা বিস্তার- জামায়াতের মতিউর রহমান নিজামীর নেতৃত্বে সিমেন্ট, টেলিকম, এবং বাণিজ্যে জামায়াতের পৃষ্ঠপোষকতায় ব্যাপক ব্যবসা গড়ে ওঠে।
উন্নয়ন প্রকল্প স্থবিরতা ও মেগা প্রকল্পে অনীহা - ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পদ্মা সেতু, রূপপুর প্রকল্প, বঙ্গবন্ধু টানেলসহ বেশকিছু মেগাপ্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। বিএনপি সরকার এসব থামিয়ে দিয়েছিল।
তার দু/র্নীতির কথা লিখে শেষ করা যাবে না। ২০০১-২