
09/09/2025
আপনি যদি একজন Content Creator হতে চান, তবে কিছু গুণ, অভ্যাস আর টুলস থাকা খুব জরুরি।নতুন আইডিয়া ভাবতে হবে।
একই জিনিসকে আলাদা ভাবে উপস্থাপন করার ক্ষমতা থাকতে হবে।প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে কনটেন্ট দিতে হবে।
তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানসম্মত কনটেন্ট বানাতে হবে।দর্শকের সাথে কথা বলার বা লেখার ভঙ্গি পরিষ্কার হতে হবে।
সহজ ভাষায় কঠিন জিনিস বোঝাতে পারলেই মানুষ আকৃষ্ট হবে।কোন দিনে কী পোস্ট করবেন, কীভাবে করবেন তা আগে থেকে পরিকল্পনা করতে হবে।
ট্রেন্ড ফলো করতে হবে, তবে নিজের ইউনিক স্টাইল রাখতে হবে।