12/20/2025
হাওয়াইয়ের লেই (Lei) শুধু ফুলের মালা নয়, এটা হাওয়াই সংস্কৃতির “অ্যালোহা স্পিরিট” বা আন্তরিকতা, ভালোবাসা, সম্মান আর শুভকামনার প্রতীক; কাউকে স্বাগত জানাতে, অভিনন্দন দিতে, বিয়ে-গ্র্যাজুয়েশন-জন্মদিন কিংবা বিদায়ের সময়ে লেই উপহার দেওয়া হয় ।
তাই এটাকে খুব যত্ন ও সম্মানের সাথে রাখা হয়। 🌺