চারুলতা আমি

চারুলতা আমি dramatic

08/07/2025

Dear Exam,
Don’t you have any self respect?
I always ignore you, but you come again and again.🐸

একটা মায়া আছে 🫣
08/06/2025

একটা মায়া আছে 🫣

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থ...
07/26/2025

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ‍্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে।

এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে- আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে।

তার কথা শোনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকা পরিমান বা সংখ‍্যা দিয়ে মাকে বুঝাতে চায় না, মায়ের চোখে দৃশ‍্যমান করতে চায়।

দেখো মা- এই টাকা তোমার খোকা তোমার জন‍্য জোগার করেছে!

ছেলের কথাগুলো শোনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট্ট বেলার “বীরপুরুষ” কবিতাটির কথা-

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর !

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ”থাকুক……

-মোহাম্মদ জসীম উদ্দিন

Areh janen bhabi shadharon manush raa khub jealous Amader lifestyle dekhe
07/23/2025

Areh janen bhabi shadharon manush raa khub jealous Amader lifestyle dekhe

ইয়া রাব 🤲
07/22/2025

ইয়া রাব 🤲

ব্যাগ আর বোঝা আর নেই 💔
07/22/2025

ব্যাগ আর বোঝা আর নেই 💔

07/22/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। অথচ তারাও এদেশের মানুষ

কেউ চুরি করলে তাকে মারা হয়, জুতার মালা পড়ানো হয়, পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাট দিন শেষে কখনো কি তাদের চুরি করার পিছন...
07/19/2025

কেউ চুরি করলে তাকে মারা হয়, জুতার মালা পড়ানো হয়, পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাট দিন শেষে কখনো কি তাদের চুরি করার পিছনের কারনটা বা গল্পটা জানতে চেয়েছেন?
একজন চোর যদি লক্ষ টাকার মালিক হতো, বা তার অভাব না থাকতো তাহলে সে চুরি করতো না। একটা চোর যদি এই বেকারত্ব বাংলাদেশে একটা চাকরি পেতো তাহলে চুরি করতো না। দেশে যদি বেকারত্বের হার কমে যেতো, কর্মের হার বাড়তো? অসহায় - গরীব মানুষদের পাশে ধনীরা দাঁড়াতো তাহলে দেশে আজ চুরি ছিনতাই হতো না☺️
আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের ভুল হয়েছে।

Address

Blauvelt, NY

Telephone

+8801842639818

Website

Alerts

Be the first to know and let us send you an email when চারুলতা আমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চারুলতা আমি:

Share


Other Blauvelt media companies

Show All