MD FAZLA RABBI

MD FAZLA RABBI No more Robotic life. Enjoy… ❤️

03/30/2025

MASJID AL FERDOUS, PATERSON . NJ

03/06/2025

জীবনকে অনুধাবন করতে হলে , জীবনে একবার হলেও সরকারি হাসপাতালে যেয়ে দেখে আসুন আল্লাহ্ আপনাকে কত ভালো রেখেছেন।

মনে কখনো অহংকার চলে আসলে কবরস্থান ঘুরে আসুন ,দেখবেন সবাই ঠিক সারে তিনহাত জায়গা নিয়েই শুয়ে আছে, ধনী-গরিব, সুন্দর-কালো, রাজা-প্রজা, উচু জাত-নিচু জাত সবাই পাশাপাশি শুয়ে আছে।

বাবা মায়ের প্রতি কখনো অসম্মান কিংবা বাবা মাকে বোঝা মনে হলে নিজের নবজাতক সন্তানকে লালন-পালনের মুহূর্ত স্মরণ করুন, ঠিক কতটা কষ্ট, কতই না নির্ঘুম রাত পাড় করেছেন , আপনাকে নিয়ে আপনার বাবা মা ঠিক একই কষ্ট করেছেন । কোন ব্যতিক্রম হয়নি।

কারো সাথে দুর্ব্যবহারের আগে ভেবে নিবেন, ওই ব্যক্তির সাথে এটাই হয়ত সর্বশেষ সাক্ষাৎ , আর হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও আসতে পারে।

এলাকা বা গ্রামের কারো সাথে শত্রুতা তৈরির আগে ভেবে নিবেন এই মানুষটাই হয়ত আপনার লাশ নিজ কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাবে। কি দরকার খারাপ সম্পর্ক তৈরি করার।মানুষটা যদি খারাপ হয় , খানিকটা দূরত্ব বজায় রেখে চললেই হয়ে যায়।

দিনের পুরো সময়টা নিজেকে সংশোধনেই ব্যস্ত থাকুন ।

11/18/2024

ভালো থাকুক দুনিয়ার সকল বাবারা।

ভালো থাকুক সকল বাবাহারা সন্তানেরা।
ভালো থাকুক সকল সন্তানহারা বাবারা।

10/16/2024

চালকবিহীন Air Train থেকে Newark liberty international Airport, New jersey এর মনোমুগ্ধকর দৃশ্য ধারন।রাতের বেলায় অত্যন্ত চমৎকার রুপ ধারণ করে এই Airport.

10/08/2024

ছোট্ট বেলার সবচেয়ে পছন্দের খাবার হাওয়াই মিঠাই।আজ অনেক বছর পর হাওয়াই মিঠাই খেলাম। দেখুন আমেরিকাতে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করে।

10/02/2024
08/25/2024

আইনের জগতে একজন মানিক,যিনি এজলাসের সামনে আইনজীবী হিসেবে , এজলাসের উপরে বিচারক হিসেবে এমনকি আসামি হয়ে কাঠগড়ায়...কি নেই মানিকের অভিজ্ঞতায়?

ভয়াবহ বন্যার কবলে দেশ।যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
08/22/2024

ভয়াবহ বন্যার কবলে দেশ।যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

08/15/2024

১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে - ১৯৮০ সালে অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতা হারান।

১৯৮৬ সালে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতে- ১৯৯০ সালে অভ্যুত্থানে মাধ্যমে ক্ষমতা হারান হুসেইন মুহম্মদ এরশাদ।

২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে - ২০২৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারান শেখ হাসিনা।

মূল কথা : আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময় যারাই ক্ষমতায় ছিলেন তারাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়েছেন।

Address

Bloomfield, NJ
07003

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD FAZLA RABBI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD FAZLA RABBI:

Share