10/05/2025
পূজায় মন্দিরে গিয়ে ইসলাম ধর্মকে সনাতন ধর্মের সাথে গুলিয়ে ফেলা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয় , এটা ইসলাম ধর্মের সাথে চরম ভন্ডামি।
রোজা এবং পূজা মুদ্রার এপিঠ-ওপীঠ এই কথা বলে আপনি হয়ত আপনার ভোট বাক্স শক্তিশালী করেছেন কিন্তু আপনার ঈমানের কি অবস্থা হয়েছে আল্লাহই ভালো জানেন।?
আপনার দল হচ্ছে একটি ইসলামিক দল। সেই ইসলামকেই আপনি মন্দিরে গিয়ে বিক্রি করে আসলেন মাত্র কিছু ভোটের আশায়।এইটা কি দল হিসেবে জাতির সাথে ভণ্ডামি নয়?
আওয়ামীলীগ- বিএনপি তারা প্রকাশ্যেই ঘোষণা দেয় যে তারা কোন ইসলামিক দল নয়। তাদের আদর্শ , চিন্তা চেতনা সবকিছুই ভিন্ন। কিন্তু আপনাদের এই অবস্থা কেন? মুখে বলেন ইসলামিক দল আর কাজ-কর্মে সেই আওয়ামীলীগ-বিএনপির মতই। এটাও এক ধরনের গুপ্ত আদর্শ।
আমরা মনে করি একজন মুসলমান পূজায় যাওয়া মানে সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে বাস্তবতা হচ্ছে পূজার সময় মন্দিরে আমাদের উপস্থিতি তাদের বিব্রতকর পরিস্তিতির মধ্যে ফেলে দেয় যা আমরা বুঝতে পারি না।
এডভোকেট শিশির মনির উনার রাজনৈতিক জীবনে এর আগে কতবার মন্দির পরিদর্শন করেছেন আমার জানা নেই, আমি বিশ্বাস করি হয়ত একবারও না । কিন্তু কেন ? যুগ যুগ ধরে দিরাই - শাল্লায় পূজা হচ্ছে উনি কেন যান নাই? কারণ উনি মনে প্রাণেই বিশ্বাস করতেন ইসলাম নিষেধ করে দিয়েছে।
এইবার উনি কেন গেলেন ? উত্তর হচ্ছে জাস্ট কয়েকটা ভোটার আশায় । ভোট কি আসলেই এত মহান কিছু ?
আমি ব্যক্তিগতভাবে শিশির মনিরকে পছন্দ করতাম।উনার আইনি বিশ্লেষণ আমার খুবই ভালো লাগত। আমি বিশ্বাস করতাম উনি উনার আদর্শ ধরে রেখেই এমপি মন্ত্রী হবেন কিন্তু এখন পুরো উল্টো চিত্রই দেখতে হল।