O r o n n oッ

O r o n n oッ 💔

মানুষের সব আশা কখনোই পুর্ন হই না
08/05/2025

মানুষের সব আশা কখনোই পুর্ন হই না

07/31/2025
🙂🖤
07/29/2025

🙂🖤

দেখি কে জিতে 💝
07/24/2025

দেখি কে জিতে 💝

হে আল্লাহ!! মৃত্যু তো নিশ্চিত।এই মৃত্যু যেন এই ছেলেটার মতন না হয়। যেতে যেতে ১০০ কোমলমতি শিশুকে মৃত্যুর কোলে ফেলে দিয়ে ...
07/23/2025

হে আল্লাহ!! মৃত্যু তো নিশ্চিত।

এই মৃত্যু যেন এই ছেলেটার মতন না হয়। যেতে যেতে ১০০ কোমলমতি শিশুকে মৃত্যুর কোলে ফেলে দিয়ে তারপর এক সাগর রহস্য নিয়ে বিদায় ___
#মৃত্যু যেন হয় ১০০ শিশুকে বাঁচাতে গিয়ে ।
#আমার মৃত্যু যেন হয় ১০০ মানুষের উপকার করতে গিয়ে।

হে সৃষ্টিকর্তা, এই ছেলের মত অপবাদ মুখর মৃত্যু আমার শত্রুকেও দিওনা। এ ছেলের হাতে নিজ জ্ঞাতে বা অজ্ঞাতে ১০০ শিশু ও তাদের পরিবার ধ্বংসের ভাগ্য লিখে দিয়েছিলে। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে এ দুনিয়ায়?

যেতে যেতে পৃথিবীর বুকে এতো এতো পরিবারের ক্ষতি, এতো এতো নিষ্পাপ ফুলের যন্ত্রণা, এতোটা অভিশাপের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় যেন কেউ না নেয় ! এতো ন্যাক্কারজনক, এতো অভিশাপে ভরা মৃত্যু পৃথিবীর ইতিহাসে বিরল।

#পৃথিবীতে সে কিভাবে এসেছিলো তা জানিনা।তবে, পৃথিবীকে সে বিদায় জানিয়েছে অত্যন্ত বিভৎসভাবে !!!!! নিজ অদক্ষতায় হোক বা ভাগ্যের দোষে হোক, তার একজনের হাতেই শত শত বাবা মা তাদের যত্ন গড়া বাচ্চা হারিয়েছেন। এই পাইলট একজন উছিলা হয়েছে এতো শত মৃত্যুর ।

বাচ্চাগুলো মরেছে ছাই হয়ে, কয়লা হয়ে___আগুনে কাতরে কাতরে.... ! কেউ কেউ তো মিশে গেছে মাটি, পানি, বায়ু তে। ছোট শরীরটা খুঁজেও পাওয়া যাচ্ছেনা।

এমন ন্যক্কারজনক মৃত্যু কেউকেই দিও না মালিক। যতই রাষ্ট্রীয় সম্মানে ভরিয়ে দেয়া হোক, যতই সামরিক সম্মানে আরোপিত গুণগানে মুড়িয়ে দেওয়া হোক,___

এ ছেলে, আমার মত মায়েদের কাছে আমাদের জীবদ্দশায় চক্ষুশূল হিসেবেই বিঁধবে। এ ছেলে, এই পুরো শতাব্দীর সবচেয়ে হতভাগা ছেলে। এ ছেলের মৃত্যু এই দেশের ইতিহাসকে বছরের পর বছর অপবাদের সাথে কাঁদাবে।
এতো ঘৃণিত মৃত্যু কে সবাই বীরের মর্যাদা দিলেও, তুমি স্রষ্টা এমন মৃত্যু কেউকেই দিওনা!!

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।একদিন ধরে হাসপাতালের বে...
07/23/2025

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।
একদিন ধরে হাসপাতালের বেডে নিথর পড়ে ছিল নাফি, যুদ্ধ করছিল জীবন আর মৃত্যুর মাঝখানে।
কিন্তু শেষমেশ, ওর কোমল চোখগুলোও চিরতরে বন্ধ হয়ে গেল।
একটি বাড়ি থেকে একসাথে দুই সন্তানের বিদায়...
একজন মায়ের বুক আজ শূন্য,
একজন বাবার বুক আজ নিঃস্ব।
এই শোক শুধু শব্দে প্রকাশ করা যায় না। এটা অনুভবের বাইরে। এটা মৃত্যু নয়, এ যেন বেঁচে থেকেও প্রতিদিন মরার নাম।
বাবা-মা এখন কাকে বুকে নিবে? কার মাথায় হাত রেখে বলবে “ভয় পাস না, আমি আছি”?
এই দুই ভাইবোনের হাসিমুখ আজ আর শুধু ছবিতে রয়ে গেল…
স্কুলে শিক্ষা নিতে গিয়ে একঝাঁক স্বপ্নও ঝরে গেল।
আল্লাহ যেন এই দুই নিষ্পাপ সন্তানের জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য দান করেন।

07/23/2025

ছাত্রদল নাকি শিবির 🥰

একেকটা স্কুলব্যাগ যেন একেকটা স্বপ্নের কফিন।মাইলস্টোন স্কুলের নিঃশব্দ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাগগুলো আর কখনও কারও ...
07/23/2025

একেকটা স্কুলব্যাগ যেন একেকটা স্বপ্নের কফিন।

মাইলস্টোন স্কুলের নিঃশব্দ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাগগুলো আর কখনও কারও কাঁধে উঠবে না।
সেই ব্যাগগুলোর ভেতরে ছিল রঙিন খাতা, আঁকাবাঁকা লেখা, ভেজা বই আর হাজারো না বলা গল্প - যেগুলো আর কখনো শেষ হবে না।
চুপচাপ শুয়ে থাকা প্রতিটি ব্যাগ যেন কান্নাভেজা চোখে প্রশ্ন ছুঁড়ে দেয়—

আমরা কি সত্যিই এত তাড়াতাড়িই থেমে গেলাম?”
আমাদের স্বপ্নগুলোর শেষ ঠিকানা কি এই রক্তাক্ত উঠোনই ছিল?
চারপাশের বাতাসও যেন থমকে দাঁড়িয়েছে,
শিশুদের চিৎকার নেই, নেই কোলাহল, নেই ভবিষ্যতের স্বপ্ন আঁকার শব্দ—
শুধু ব্যাথা শোক আর অপূর্ণতা!

07/23/2025

আসিফ নজরুল ভুয়া
লিঙ্ক কমেন্টে দেওয়া আছে।
দয়া করে একটু দেখে আসুন।

Urgent: AB(-) Negative রক্ত লাগবে মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর জন্য। (3-4 ব্যাগ) বাচ্চাটির বয়স ৮বছর।ঢাকা মেডিকেল...যো...
07/22/2025

Urgent: AB(-) Negative রক্ত


লাগবে মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর জন্য। (3-4 ব্যাগ) বাচ্চাটির বয়স ৮বছর।

ঢাকা মেডিকেল...
যোগাযোগ: ০১৮৪০৫৫৮৫২৮

ফ্যামিলি পাগলের মত রক্ত খুঁজতেছে।
অন্যান্য ব্লাড ম্যানেজ করা গেলেও এটা ম্যানেজ করা যাচ্ছে না, প্লিজ রেসপন্স ইফ এভেইলেবল।

Address

Brooklyn, NY

Telephone

+19295697575

Alerts

Be the first to know and let us send you an email when O r o n n oッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to O r o n n oッ:

Share

-𝐘𝐨𝐮 𝐀𝐫𝐞 𝐌𝐨𝐬𝐭 𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐅𝐫𝐨𝐦 𝐏𝐚𝐠𝐞-𝐎𝐫𝐨𝐧𝐧𝐨𝟐𝟑[𝐒𝐭𝐚𝐲 𝐖𝐢𝐭𝐡 𝐔𝐬]

বন্ধুত্ব,আড্ডা, প্রেম, ভালোবাসা, পরিবার অথবা জীবন সম্পর্কিত সব ধরনের লেখা এই পেইজে পোস্ট করা হয়। ভালো কোনো বানী/উপদেশ অথবা কোটস সম্পর্কে অভিজ্ঞতরা চাইলেই ইনবক্সে করতে পারেন। পছন্দ হলে আপনার নাম সহ পোস্ট করা হবে।

(পেইজ-অরন্য)