
07/25/2025
ছোট থেকে অনেক কস্ট করেছি , কিন্তু ধৈর্য ধরেছি। আমার বাবা জীবনে অনেক কস্ট করেছে সেটা আমি সামনে থেকে দেখেছি। আমি কখনো কোনো দিন আমার বাবা মাকে আমার আবদার পূরনের জন্য চাপ দেই নি কারন আমাদের সার্থ যতটুকু সেটাই তো মেনে নেয়া উচিত । আলহামদুলিল্লাহ্ আমার সবসময়ই আল্লাহ উপর ভরশা ছিল। আল্লাহ আমাকে এই ধৈর্যের পুরস্কার দিয়েছেন। আল্লাহ রহমত এবং বাবা মা এর দোয়া তে আজ আমি brand new car কিনতে পারলাম 😊😊