07/08/2025
আমি যদি প্রেমিক কিংবা স্বামী হতাম, তাহলে সব ঋতুতেই সেই ঋতুর ফুল আমার প্রেমিকা/স্ত্রীকে এনে দিতাম!
গ্রীষ্মে রক্তিম কৃষ্ণচূড়া, সূর্যমুখী!
বর্ষায় বৃষ্টিভেজা কদম, একগুচ্ছ দোলনচাঁপা!
শরতে কাশফুল, শিউলি!
হেমন্তে হলুদ গাঁদা, শাপলা!
শীতে আনতাম চন্দ্রমল্লিকা কিংবা ক্যামেলিয়া!
বসন্তে অবশ্যই পলাশ, শিমুল, বকুল কুড়াতাম তার জন্য!
মাঝেমধ্যে কারণ ছাড়াই এনে দিতাম গোলাপ, রজনীগন্ধা, কামিনী, কাঠগোলাপ...
রাস্তার ধার থেকে তুলে আনতাম বুনোফুল!
বানিয়ে দিতাম কাগজের ফুল!
কিন্তু সমস্যা হচ্ছে আমি প্রেমিক কিংবা স্বামী নই!
আমি প্রেমিকা, আমি স্ত্রী...
হ্যা, প্রেমিক/স্বামীকে আমি এইসব ফুল দিতেই পারি।
কিন্তু একজন প্রেমিকা/স্ত্রী ফুল পেলে যেভাবে খুশিতে আত্মহারা হয়, উচ্ছ্বসিত হয়, খুশিতে চোখের পানি জমে যায়...
এমনটা পৃথিবীর কোনো পুরুষের পক্ষেই হয়তো সম্ভব না!
সেজন্যেই আমার মনে হয়, আমি প্রেমিক কিংবা স্বামী হলে আমার ফুলের জন্য ফুল আনতাম 🌸❤️
আপনারা যারা প্রেমিক/স্বামী, তারা আপনার ফুলের জন্য ফুল নিয়ে যান, তারপর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখেন, চোখ ফেরাতেই পারবেন না 🌸❤️