
09/20/2025
অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে ।
আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অনিরুদ্ধ রায় চৌধুরী - টনি দা'র ছবি - " Dear Maa " নিয়ে ।
সব দিক থেকে, সব শো ভাঙবার পর - আপনাদের সাথে কথা বলে , আমরা আপনাদের ভালবাসা পেয়ে , "Dear Maa" র প্রতি আপনাদের সবার আন্তরিকতা দেখে - আমরা আনন্দিত , আমরা কৃতজ্ঞ ।
এই সপ্তাহান্তে - এই শনিবার এবং রোববার ৯/২০ এবং ৯/২১ - আমেরিকা'র ৩টি শহরে ছবিটি মুক্তি পাবে ।
Hooky Entertaintment Cinemas , Raleigh/Cary , North Carolina ;
Angelika Carmel Mountain , San Diego, California ;
Tower Theatre , Sacramento, California ;
যে সংগঠন গুলো বাংলা ছবি'র পাশে এসে দাড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ঃ
* Bengali Association North Carolina ( BANC )
* Saikat San Diego
* HBB এবং SABA Sacramento
সবাই দেখবেন , জানাবেন কেমন লাগলো ।
জয়া আহসান তার অভিনয় জীবনে এ পর্যন্ত যে কয়েকটি ছবিতে নিজেকে উজার করে অভিনয় করেছেন - " Dear Maa " - তার ভেতর অন্যতম ।
" Dear Maa " বড় স্ক্রীন থেকে দু' ঘন্টা ২১ মিনিটে আপনার হৃদয়ে স্থান করে নেবে - কথা দিলাম ।
ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই দাড়াবেন ।
নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।
#