Bioskope Films

Bioskope Films আমরা চাই সুস্থ্য বাংলা চলচ্চিত্রের জয় হোক

Bioskope Films is dedicated to promote Bengali Films from young and upcoming Directors of Kolkata and Dhaka who are striving to create an atmosphere of progressive quality films that depict the reality of our society. Bioskope Films would like to promote creative movies that strengthens the social consciousness through their message, as well as films made with pure but healthy entertaintment in m

ind. Bioskope Films intends to procure, promote, market and organize screenings of these movies at theaters at multiple cities across North America. We are also committed to host a Bengali Film Festival in North America in conjunction with our affliated Film Societies every year, where a platform will be provided to the young film students and directors from Bengal, residing at home and abroad, to showcase their Short Films, Documentaries as well as Feature Films. Bioskope Films, through its promotions and events ultimately aims to create a viewer-society among the Bengali-speaking diaspora in North America who will support the rising healthy strain in Bengali Cinema .....

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে । আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অ...
09/20/2025

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে ।

আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অনিরুদ্ধ রায় চৌধুরী - টনি দা'র ছবি - " Dear Maa " নিয়ে ।

সব দিক থেকে, সব শো ভাঙবার পর - আপনাদের সাথে কথা বলে , আমরা আপনাদের ভালবাসা পেয়ে , "Dear Maa" র প্রতি আপনাদের সবার আন্তরিকতা দেখে - আমরা আনন্দিত , আমরা কৃতজ্ঞ ।

এই সপ্তাহান্তে - এই শনিবার এবং রোববার ৯/২০ এবং ৯/২১ - আমেরিকা'র ৩টি শহরে ছবিটি মুক্তি পাবে ।
Hooky Entertaintment Cinemas , Raleigh/Cary , North Carolina ;
Angelika Carmel Mountain , San Diego, California ;
Tower Theatre , Sacramento, California ;

যে সংগঠন গুলো বাংলা ছবি'র পাশে এসে দাড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ঃ
* Bengali Association North Carolina ( BANC )
* Saikat San Diego
* HBB এবং SABA Sacramento

সবাই দেখবেন , জানাবেন কেমন লাগলো ।

জয়া আহসান তার অভিনয় জীবনে এ পর্যন্ত যে কয়েকটি ছবিতে নিজেকে উজার করে অভিনয় করেছেন - " Dear Maa " - তার ভেতর অন্যতম ।

" Dear Maa " বড় স্ক্রীন থেকে দু' ঘন্টা ২১ মিনিটে আপনার হৃদয়ে স্থান করে নেবে - কথা দিলাম ।

ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই দাড়াবেন ।

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

#

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে । আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অ...
09/20/2025

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে ।

আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অনিরুদ্ধ রায় চৌধুরী - টনি দা'র ছবি - " Dear Maa " নিয়ে ।

সব দিক থেকে, সব শো ভাঙবার পর - আপনাদের সাথে কথা বলে , আমরা আপনাদের ভালবাসা পেয়ে , "Dear Maa" র প্রতি আপনাদের সবার আন্তরিকতা দেখে - আমরা আনন্দিত , আমরা কৃতজ্ঞ ।

এই সপ্তাহান্তে - এই শনিবার এবং রোববার ৯/২০ এবং ৯/২১ - আমেরিকা'র ৩টি শহরে ছবিটি মুক্তি পাবে ।

Hooky Entertaintment Cinemas , Raleigh/Cary , North Carolina ;
Angelika Carmel Mountain , San Diego, California ;
Tower Theatre , Sacramento, California ;

যে সংগঠন গুলো বাংলা ছবি'র পাশে এসে দাড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ঃ
* Bengali Association North Carolina ( BANC )
* Saikat San Diego
* HBB এবং SABA Sacramento

সবাই দেখবেন , জানাবেন কেমন লাগলো ।
জয়া আহসান তার অভিনয় জীবনে এ পর্যন্ত যে কয়েকটি ছবিতে নিজেকে উজার করে অভিনয় করেছেন - " Dear Maa " - তার ভেতর অন্যতম ।

" Dear Maa " বড় স্ক্রীন থেকে দু' ঘন্টা ২১ মিনিটে আপনার হৃদয়ে স্থান করে নেবে - কথা দিলাম ।

ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই দাড়াবেন ।

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে । আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অ...
09/20/2025

অবশেষে , আমরা এখন সেপ্টেম্বরে । বছরের ২/৩ অংশ চলে গেছে ।

আগস্ট মাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক মন-কাড়া সিনেমা নিয়ে - অনিরুদ্ধ রায় চৌধুরী - টনি দা'র ছবি - " Dear Maa " নিয়ে ।

সব দিক থেকে, সব শো ভাঙবার পর - আপনাদের সাথে কথা বলে , আমরা আপনাদের ভালবাসা পেয়ে , "Dear Maa" র প্রতি আপনাদের সবার আন্তরিকতা দেখে - আমরা আনন্দিত , আমরা কৃতজ্ঞ ।

এই সপ্তাহান্তে - এই শনিবার এবং রোববার ৯/২০ এবং ৯/২১ - আমেরিকা'র ৩টি শহরে ছবিটি মুক্তি পাবে ।

Hooky Entertaintment Cinemas , Raleigh/Cary , North Carolina ;
Angelika Carmel Mountain , San Diego, California ;
Tower Theatre , Sacramento, California ;

যে সংগঠন গুলো বাংলা ছবি'র পাশে এসে দাড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ঃ
* Bengali Association North Carolina ( BANC )
* Saikat San Diego
* HBB এবং SABA Sacramento

সবাই দেখবেন , জানাবেন কেমন লাগলো ।
জয়া আহসান তার অভিনয় জীবনে এ পর্যন্ত যে কয়েকটি ছবিতে নিজেকে উজার করে অভিনয় করেছেন - " Dear Maa " - তার ভেতর অন্যতম ।

" Dear Maa " বড় স্ক্রীন থেকে দু' ঘন্টা ২১ মিনিটে আপনার হৃদয়ে স্থান করে নেবে - কথা দিলাম ।

ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই দাড়াবেন ।

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

রক্তের সম্পর্ক নাকি ভালবাসার টান ? এ বছর সব চাইতে আলোচিত যে ছবিটি এখনো দর্শক হৃদয়ে ঠাই করে রেখেছে  - অনিরুদ্ধ রায় চৌধুরী...
09/11/2025

রক্তের সম্পর্ক নাকি ভালবাসার টান ?

এ বছর সব চাইতে আলোচিত যে ছবিটি এখনো দর্শক হৃদয়ে ঠাই করে রেখেছে - অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এবং জয়া আহসান অভিনীত - সেই " Dear Maa " ছবিটি আরো ৩টি শহরে নিয়ে আসছি আমরা এই ২০ এবং ২১ সেপ্টেম্বর ।

Summer প্রায় শেষ । সবার ছুটি কাটিয়ে এখন কাজ আর বাড়ী ফেরা । ছুটির ছবিগুলো তোলা থেকে একটু বিরতি নিয়ে - " Dear Maa " ছবিটা সময় করে দেখে আসুন । ভাল লাগবে ।

২০ শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা
২১ শে সেপ্টেম্বর রোববার বিকেল ৪টা

মোট ২ টি শো থাকছে ।

Raleigh , San Diego এবং Sacramento তে ছবিটি চলবে ।
এবার বহু ইচ্ছা থাকা সত্ত্বেও Seattle , Portland এবং West Lafayette কে রাখতে পারলাম না । Confirmation আসেনি । তবে চেষ্টা চলমান ।

" Dear Maa " র প্রতি আপনারা যে অকুণ্ঠ ভালবাসা , উদারতা এবং নৈকট্য দেখিয়েছেন - তার জন্য পরিচালক , প্রযোজক , অভিনয় শিল্পী , কলাকুশলী - সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো ।

আপনাদের ভালবাসা আমাদের সাহস যোগায় ।
ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই থাকবেন ।

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

08/28/2025
আগামীকাল বুধবার - বে এরিয়ার বিশেষ অনুরোধে - "Dear Maa" ছবিটির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । বন্ধুরা - যারা জানিয়েছেন...
08/26/2025

আগামীকাল বুধবার - বে এরিয়ার বিশেষ অনুরোধে -
"Dear Maa" ছবিটির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

বন্ধুরা - যারা জানিয়েছেন কাজ শেষে ট্র্যাফিক টপকে হলে সন্ধ্যা ৭টার ভেতর আসা সম্ভব ছিল না - আমরা এবার শো রেখেছি সন্ধ্যা/রাত ৮ঃ৪৫ মিনিটে !

Cine Lounge Fremont 7 এ চা / সামোসা এবং চিকেন প্যাটিস ছাড়াও বেশ কয়েকটি রেস্তোরা আছে সিনেমা হলটির পাশেই ।
সেখানে Veg/Non-Veg Dosa/ Thali সব পাবেন ।

এবং আমি আর রুবনাও থাকবো ।
গত ২২শে আগস্ট শুক্রবার ছিল পুরো আমেরিকা প্রেক্ষাগৃহ জুড়ে -
" Date Night at the Movies " Day ! যারা মিস করেছেন - আগামীকাল থিয়েটারে এসে "Dear Maa" দেখুন - সবপরিবারে !

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এবং জনপ্রিয়তার তুঙ্গে বিদ্যমান অভিনেত্রী এবং দুই বাংলার গর্ব - জয়া আহসান অভিনীত " Dear Maa" - উত্তর আমেরিকার দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে ।

নীচের লিঙ্কে অগ্রীম টিকিট কেটে ফেলুন -
https://fremont.cinelounge.com/movie/Dear%5FMaa%5FBengali

আগামী ৫ই সেপ্টেম্বর থেকে নীচের শহর গুলোতে আমরা আসছি -
সুতরাং আপনারা এখন থেকে মানসিক প্রস্তুতি নিতে পারেন 🙂

Raleigh / North Carolina
San Diego / California
Sacramento / California
Seattle / Washington
Portland / Oregon
West Lafayette Purdue / Indiana
Cleveland / Ohio

তা'হলে হলেই দেখা হচ্ছে -
ভালবাসা নেবেন , ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই থাকবেন ।

🙏
রাজ হামিদ
নওশাবা রশিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

SF Bay Area Friends, By popular demand, Bioskope Films has brought back “Dear Maa” starring Jaya Ahsan & Saswata Chatter...
08/26/2025

SF Bay Area Friends,
By popular demand, Bioskope Films has brought back “Dear Maa” starring Jaya Ahsan & Saswata Chatterjee to Fremont Cine Lounge 1 last time on Wed August 27th @8:45pm, directed by the award winning Aniruddha Roy Chowdhury of Antaheen, Anuranan & Pink fame! Don’t miss this last opportunity of watching this heart-stirring drama! Get your tickets today!

Back by popular demand !" Is Love thicker than Blood ? "Friends in the SF Bay Area !This Friday , Aniruddha Roy Chowdhur...
08/21/2025

Back by popular demand !

" Is Love thicker than Blood ? "

Friends in the SF Bay Area !

This Friday , Aniruddha Roy Chowdhury ( Tony Da's ) brilliant film " Dear Maa " starring the indomitable and ever popular Jaya Ahsan - comes back for an one-off screening this Friday 8/22 at 7:10 pm !

Experience this masterpiece on screen in the ambience of a theatre with reclining seats, crisp screen and resonating sound !

Cine Lounge Fremont 7
39160 Paseo Padre Pkwy.,
Fremont, CA 94538 .

Book your seats - buy your tickets Online :
https://app.formovietickets.com/index.html?chain=cineloungefremont7&rtn=36724&page=pickTicket&showId=126860&placeId=23

See you at the movies -
See you at the theatre -

🙏

08/20/2025

Connecticut এর বন্ধুরা !

" রক্তের সম্পর্ক নাকি ভালবাসার টান ? "

এই কথা না-রাখার পৃথিবীতে - আপনাদের প্রতি অঙ্গিকারে আবদ্ধ আমরা - অনিরুদ্ধ রায় চৌধুরীর হৃদয় ছোঁয়া নতুন ছবি " Dear মা " নিয়ে আসছি Hartford এ আগামী শনিবার ৮/২৩ এবং রোববার ৮/২৪ দুপুর ১ টায় !!

জয়া আহসান এর অনবদ্য অভিনয় এ ছবির ২ ঘন্টা ১৯ মিনিট জুড়ে আছে ।

কোলকাতা , নিউ ইয়র্ক , সান ফ্রান্সিস্কো , ডালাস , লং আইল্যান্ড , হিউস্টোন এবং লস আঞ্জেলেস সহ প্রায় ৩৫ টি শহরে দর্শক প্রশংসা এবং ভালবাসা কুড়িয়ে এখন কানেক্টিকাট এ আসছে - " Dear মা " ।

যে হল্টিতে ছবিটি চলবে - তার স্ক্রীন রেযুলেশন ইস্ট কোস্ট এর হল্গুলোর ভেতর অন্যতম । হলের টিকিট বুথে বা অনলাইনে অগ্রীম টিকিট কেটে ফেলুন -

হলের নাম / ঠিকানা ঃ
Apple Cinemas Xtreme
330 New Park Avenue ,
Hartford, CT 06106 .

Online Ticket Link :
www.fandango.com/apple-cinemas-xtreme-hartford

ভালবাসা নেবেন, ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই থাকবেন !

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

আমরা চাই সুস্থ্য বাংলা চলচ্চিত্রের জয় হোক

08/20/2025

Boston !
এবার ইতিহাস আর বিদ্বান মানুষ ঘেরা বোস্টনে আমরা "Dear মা" নিয়ে আসছি ।

আসছে শনিবার এবং রোব্বাব্র , ৮/২৩ এবং ৮/২৪ - দু'টি শো দিয়ে শুরু করছি - এবং অগ্রীম টিকিট এখনই পাওয়া যাচ্ছে অনলাইনে !

হলের ঠিকানা ঃ

Apple Cinemas Cambridge
168 Alewife Brook Parkway,
Cambridge, MA 02138.

এই হলে'র থিয়েটার গুলোর আসন সংখ্যা সীমিত -
তাই অনলাইনে টিকিট কেটে ফেলুন -
অনিরুদ্ধ রায় চৌধুরী - টনি দা'র পরিচালনা ,
জয়া আহসান এর অনবদ্য অভনিয় ,
আর ছোট ঝিমলি 'র মায়াবি প্রেজেন্স -

সব মিলিয়ে -
এ বছর " Dear Maa" র মত দাগ কাটা ছবি আরেকটি আসেনি -

ভালবাসা নেবেন, ভালবাসা দেবেন -
বাংলা ছবির পাশেই থাকবেন -

নওশাবা রশিদ
রাজ হামিদ
বায়োস্কোপ ফিল্মস ।।

Ticket Link : https://www.applecinemas.com/Dear-Maa---Bengali-/5fe26a5ff118402f4e00c6cc/6876074065743a92939c368e

আমরা চাই সুস্থ্য বাংলা চলচ্চিত্রের জয় হোক

Address

18115 Apricot Way
Castro Valley, CA

Alerts

Be the first to know and let us send you an email when Bioskope Films posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bioskope Films:

Share