News25HD

News25HD সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ
(10)

22/09/2025

চন্দনাইশে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬ ডা-কা-ত আটক মোঃ নজরুল ইসলাম প্রথম আনোয়ারা

টঙ্গীতে কেরানীটেক বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রুনা অবশেষে পুলিশের হাতে গ্রেফতাররাহাত শেখ,টঙ্গী (গাজীপুর)গাজীপুরের টঙ্গীতে...
21/09/2025

টঙ্গীতে কেরানীটেক বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রুনা অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

রাহাত শেখ,টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে কেরানীটেক বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রুনাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে টঙ্গী পূর্ব থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানে রুনার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রুনা দীর্ঘদিন ধরে কেরানীটেক বস্তিতে সক্রিয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকের মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, রুনার কারণে কেরানীটেক বস্তি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলবে।”

পুলিশ সূত্রে জানা যায়, রুনাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে রুনার গ্রেফতারকে মাদকবিরোধী লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে কেরানীটেক বস্তি থেকে মাদক পুরোপুরি নির্মূলের দাবি জানিয়েছেন।

সুজানগরের মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত পাবনা প্রতিনিধি "এসো সবাই শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি" প্রতিপাদ্যকে  সামনে রেখ...
21/09/2025

সুজানগরের মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

"এসো সবাই শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি" প্রতিপাদ্যকে
সামনে রেখে এলাকার সাধারণ জনগণ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে,মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে,
উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের আবুল কালাম মিয়া ও তার পরিবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি সম্পন্ন মন্তব্য করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন,উদয়পুর সেকেন্দারি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হামিদুল হক মিনু মোল্লা, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা দেলোয়ার হোসেন, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বিএনপি নেতা আবুল কালাম মিয়া,মনদিল মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ শেখ, জাহিদ মিয়া, আব্বাস উদ্দিন আলহাজ। এছাড়াও স্কুলের শিক্ষার্থী শশী, স্বপ্না প্রমুখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শেখ আলমগীর হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় উঠতি বয়সের যুবকরা প্রকাশ্যে বিক্রি ও সেবন করছে গাঁজা,ইয়াবা ও হেরোইন। মাদকাসক্তের কারণে চুরি, ছিনতাই ও বেড়ে গিয়েছে। স্কুলের শিক্ষার্থীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,অতি দ্রুত মাদক বিক্রি ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।

কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনমুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):কিশোরগঞ্জের কুলিয়ারচরে বি...
21/09/2025

কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী নারী এ দাবী করেছেন।

গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার রাতের যে কোন সময় উপজেলার সালুয়া ইউনিয়নের মাইঝ পাড়া গ্রামে দ্বাড়িয়াকন্দি বাসস্ট্যান্ড-ডুমরাকান্দা রাস্তার উত্তর পাশে ওই বিধবা নারীর একটি পুকুরে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বিধবা বিলকিছ আক্তার (৫৫) বলেন, তার স্বামী মধু মিয়া মারা যাওয়ায় পর তাদের ১ একর ২৮ শতাংশ ভূমিতে তৈরি একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তিনি। এবছর তিনি তাদের পুকুরে রুই, কাতলা, কারফু, ব্রিগেড, ম্রিগেল, সিলভার, তেলাপিয়া, ঘাসকাপ, পুঁটি ও ভাটা মাছ চাষ করেন। আজ ২১ সেপ্টেম্বর রোববার সকালে তাদের ওই পুকুরের পাড় গিয়ে দেখেন বেশ কয়েকটি মাছ মরে পুকুরে ভাসছে। এরপর দেখতে পান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরের সব মাছ মরে পানির উপরে ভেসে উঠছে। সারা দিন এসব মরা মাছ এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন। তিনিসহ এলাকার মানুষ ধারণা করছেন গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার রাতের যে কোন সময় শত্রুতা করে কেউ পুকুরে বিষ ঢেলে এতবড় সর্বনাশ করেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের মাছ মরে ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এব্যাপারে আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মৌখিক ভাবে জানালেও লিখিত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুজানগরে লুমিনাস গ্রুপের পিকেটি প্রোডাক্ট নলেজ ট্রেনিং অনুষ্ঠিত  পাবনা: প্রতিনিধি :লুমিনাস গ্রুপের পিকেটি প্রোডাক্ট নলেজ...
21/09/2025

সুজানগরে লুমিনাস গ্রুপের পিকেটি প্রোডাক্ট নলেজ ট্রেনিং অনুষ্ঠিত

পাবনা: প্রতিনিধি :

লুমিনাস গ্রুপের পিকেটি প্রোডাক্ট নলেজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাবনার সুজানগরের অফিস কক্ষে লুমিনাস গ্রুপের পিকেটি প্রোডাক্ট নলেজ ট্রেনিং অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ট্রেনিং পরিচালনা করেন,লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মিলন মাহমুদ।এ সময় লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন,
সুজানগর থানার ডিলার মুঞ্জুরুল হক, ইউনিয়নের ডিলার রেজাউল করিম সহ কৃষক কৃষাণি রা উপস্থিত ছিলেন। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন, মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুর রহিম।
প্রোগ্রামে শতাধিক কৃষক, কৃষাণি এবং সমাজের সচেতন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে ট্রেনিং এর মুল উদ্দেশ্য বিষমুক্ত ও কম খরচে অধিক ফলন ও উৎপাদন করে কিভাবে কৃষক লাভবান হবে এই বিষয়ে ধারণা প্রদান করা হয়।

21/09/2025

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সুস্থতার বার্তা নিয়ে হাঁটছেন সাধারণ মানুষ মোঃ নজরুল ইসলাম News25HD MD Helal Uddin Nirob

21/09/2025

ঠাকুরগাঁওে ৭০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

21/09/2025

নাটোর নলডাঙ্গায়, সুস্থতার বার্তা নিয়ে হাঁটছে, প্রতিদিন ফজরের নামাজের পর নিয়মিত শরীরচর্চা ও হাঁটাহাঁটি করছেন একদল সচেতন মানুষ। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ান মোঃ মাহাবুর রহমান এবং পরিচালনা করেন মোঃ লতিফুর রহমান প্রায় ৪০ জন সদস্যের নিয়ে।

20/09/2025

নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিলেন সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ উপজেলা শাখার নেতৃত্বরা

20/09/2025

বিএনপির আয়োজনে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা সভা

19/09/2025

বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা খ্রিস্টান সম্প্রদায়ের হালিরাম পাড়ায় ধন্য বাসিল মরো গীর্জা শুভ উদ্ভোধন করা হয়েছে।

19/09/2025

নাটোর জেলার, নলডাঙ্গা উপজেলার পাটুল ইউনিয়নের 'হাঁপানিয়া পশ্চিমপাড়া (টি,আই,খান) জামে মসজিদ

জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল খানের অর্থায়নে।
২০২২ সালে মসজিদটির পুনঃ নির্মাণ কাজ সম্পন্ন হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রয়োজন ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মহতী উদ্যোগ নেন তামিম ইকবাল খান।

Address

Patiya

Telephone

+8801312755177

Website

Alerts

Be the first to know and let us send you an email when News25HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News25HD:

Share