Alert City

Alert City সতর্কতা সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ.উত্তম চরিত্র ধর্মীয় রাষ্ট্রীয় আইন কানুন সম্পর্কে আলোচনা ..

Big shout out to my newest top fans! 💎 Umme Habiba AyeshaDrop a comment to welcome them to our community,
06/16/2025

Big shout out to my newest top fans! 💎 Umme Habiba Ayesha

Drop a comment to welcome them to our community,

📍 প্রকৃতি আমাদের শান্তির স্থান — চলুন আমরা সেটা বজায় রাখি!🌿 ছবিতে দেখা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাবার্তা:"এখানে গণ...
05/14/2025

📍 প্রকৃতি আমাদের শান্তির স্থান — চলুন আমরা সেটা বজায় রাখি!

🌿 ছবিতে দেখা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাবার্তা:
"এখানে গণিষ্ঠভাবে মেলামেশা ও দৃষ্টিকটু আচরণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।"
— আদর্শবনে কর্তৃপক্ষ

আমরা যখন প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজতে যাই, তখন আমাদের উচিত সেই পরিবেশকে সম্মান করা।
🌱 প্রকৃতি আমাদের দিচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা — দয়া করে সেই ভালোবাসার জায়গাকে অশালীনতা বা বিশৃঙ্খল আচরণে কলুষিত করবেন না।

🧍‍♂️📸 ছবিতে থাকা ভাইটি যেমন সচেতন বার্তার পাশে দাঁড়িয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন— সুশৃঙ্খল আচরণই আমাদের মানসিকতা ও পরিবেশ দুটোই সুন্দর রাখে।

➡️ চলুন আমরা সবাই সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি।

Let’s respect nature by avoiding inappropriate behavior in public places — discipline reflects our values. 🌿

#সতর্কবার্তা #আদর্শবন #নগরশৃঙ্খলা #সুন্দরআচরণ #ভ্রমণসচেতনতা

05/01/2025

মাওলা এজিদ দেখি নাই বর্তমান এজিদের মত কিছু মানুষ দেখছি

পাকিস্তানের পীর সাইফুর রহমানের ইন্তেকাল----------------------------------------------------------যিনি জীবনে ৭০ বার একটান...
10/29/2024

পাকিস্তানের পীর সাইফুর রহমানের ইন্তেকাল
----------------------------------------------------------
যিনি জীবনে ৭০ বার একটানা এতেকাফ‌, ৮২ বার ওমরাহ,৬৬ বা ৭০ বার লাগাতার হজ্ব এবং ১৫০০০ হাজারের বেশি অমুসলিম যাঁর হাতে মুসলমান হয়েছে, যিনি ৯০ বৎসর বয়সেও পবিত্র বুখারী শরিফের খেদমতে নিয়োজিত ছিলেন।

পাকিস্তানের শাইখুল হাদিস হযরতুল আল্লামা পীর সাইফুর রহমান সাহেব (রহঃ) ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

ইসলামের এক উজ্জল নক্ষত্রের বিদায়, আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদৌসের আলা দারাজাত নসিব করুন, আমিন। ছুম্মা আমিন।
সংগ্রহীত পোস্ট :

09/20/2024

জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভেঙ্গে দাও এটি কোন মুসলিমের স্লোগান হতে পারে না

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র ব...
09/19/2024

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।] pic just for attention 🙃
Follow me pls

09/12/2024

এখন মানুষ বেশি ক্ষমতায় যেতে চাই কেন ?

এত সোজা!! বেচে যাবো,পার পেয়ে যাবো!!!পাপ কখনো বাপকেও ছাড়ে না,কিছু পাপের লিস্ট বলি, # বনভূমি উজাড় করার তালিকায় আমরা শীর্ষে...
04/23/2024

এত সোজা!! বেচে যাবো,পার পেয়ে যাবো!!!
পাপ কখনো বাপকেও ছাড়ে না,
কিছু পাপের লিস্ট বলি,
# বনভূমি উজাড় করার তালিকায় আমরা শীর্ষে অবস্থান করছি।
#2001থেকে 2020 সাল পর্যন্ত আমরা 94 হাজার একর বনভূমি উজাড় করেছি
#2020 সালে করোনা কালীন সময়ে ও বনভূমি কমেছে 50হাজার একর,
#কক্সবাজারে পেয়ারা বনের মতো এক বিশাল বন এখন আর নেই
#সুন্দরবন উজাড় হবার পথেই আছে 🙂
#2009 সালে এর আয়তন ছিলো প্রায় ৬০০০ হাজার একর।বর্তমানে তা ৪০০০ হাজার একরে নেমে এসেছে।
#গাজীপুর ও টাংজ্ঞাইলে ৬০,০০০(ষাট হাজার) একর বনভূমি দখলে চলে গেছে রিসোর্ট মালিকদের।
#যেখানে 25 শতাংশ বনভূমি থাকা উচিৎ সেখানে বর্তমানে আছে 7 থেকে ৮ শতাংশ।
রাস্তা ঘাট করতে গেলে সবার আগে গাছ কাটা হয়,

যশোরের একটা রাস্তার কথা অনেকের ই মনে আছে হয় তো,বাংলাদেশ অংশের সেই রাস্তায় অনেক শতবর্ষি গাছ ছিলো, সেগুলোকে কেটে রাস্তা বানানোর কাজ করার পরিকল্পনা নিয়েছিলো বাংলাদেশ।অথচ একই রাস্তার ভারত অংশে তারা গাছ না কেটেই রাস্তা বড় করেছে।কি মাথা এই দেশে,তাই না!!!!!
শান্তির মা মইরা গেছে, এখন থেকে প্রতিবছর গরমে সবাই পুরে ফ্রাই হবো আমরা।আর কিছু বড়লোক ইতর শ্রেণী এসি কিনে দেশটাকে আরো জাহান্নামে নিয়ে যাবে।সেজন্য এসি কোম্পানি গুলো ও মোটামুটি উঠেপড়ে লেগেছে।

#এই বছর ওয়ালটন ও গ্রী এসি নয় লক্ষ এসি বিক্রির টার্গেট দিয়েছে। যা ইতিহাসে সব চেয়ে বেশি।আহা কি আনন্দ আকাশে বাতাসে।

20 বছরের এই দীর্ঘ ক্ষতি 50 বছরেও পোষানো যাবে কি না কে জানে।
আর এই ক্ষতির দায় বা কে নেবে আর কেই বা প্রতিশ্রুতি দেবে আর গাছ অযথা কাটা হবে না,প্রচুর বনায়ন করা হবে। কেউ নেই এই কথা বলার এই কাজ করার।

আছে প্রতিদিন নোংরা বেহাইয়া টিকটক করার মনমানুষিকতা নিয়ে। আর ইউটিউবে কিছু সস্তা কনটেন্ট দিয়ে দু পয়সা আয়ের ধান্ধা নিয়ে।
ইতর গুলোর কোন সেন্সই নেই কি হতে চলেছে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন 🌸
সংগ্ৰহিত🫶

03/29/2024

চাইলে রেখে দিতে পারেন,কাজে আসবে 💝

03/28/2024

অসাধ্য সাধন করলেন শেরে বাংলা 💝
নাত খাঁ মুহাম্মদ সাবের হোসেন সাহেদ
শাহজাদা সুলতানুল আলম আনসারী (রহ)

03/24/2024

ক্ষুদ্র প্রচেষ্টা💝
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ❤️
💕

Address

খাজা রোঢ
Chattanooga, TN
সতর্কতা

Alerts

Be the first to know and let us send you an email when Alert City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share