NaR Welcome to NaR. where coolness meets entertainment! Join me on this epic journey of laughter, adventure, and everything in between.

let's dive into the coolest content you'll find on Facebook !

12/09/2025

Staying calm when life isn't — that's strength.
Follow NaR

|sPower

12/08/2025

First birthday abroad, but they made it feel like home. 🤍✨
Follow NaR

12/06/2025

Main character?
Follow NaR

12/01/2025

Unplanned adventures >>>
Follow NaR

কীভাবে ২০ বছরের জীবন দু’টা সুটকেসে করে নিয়ে যাওয়া যায়?I will never forget that night.ফ্লাইটের আগের রাত।দু’টা সুটকেস সামন...
11/21/2025

কীভাবে ২০ বছরের জীবন দু’টা সুটকেসে করে নিয়ে যাওয়া যায়?

I will never forget that night.

ফ্লাইটের আগের রাত।
দু’টা সুটকেস সামনে রাখা।
মনে হচ্ছিল
এগুলোর মধ্যে যা যাবে,
সেটাই আমার জীবন থেকে আমার সাথে যাচ্ছে।
আর যা থাকবে…
তা আমি পিছনে ফেলে যাচ্ছি।

আমি ভাবলাম একাই প্যাক করবো।
একাই সব সামলে নেবো।
একাই নিজের ২০ বছরের পৃথিবীটা গুছিয়ে ফেলবো।

কিন্তু পারলাম না।
হঠাৎ থেমে গেলাম।
মনে হলো
বাবা না আসা পর্যন্ত আমি শুরুই করতে পারবো না।

বাবা এলেন…
আর আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম।
কত যত্ন নিয়ে তিনি আমার প্রতিটা জামা ভাঁজ করছেন,
প্রতিটা জিনিস কোথায় রাখলে সুবিধা হবে সেটা ভাবছেন,
একেবারে নিজের হাতে সব সাজিয়ে দিচ্ছেন
যেন আমাকে তাঁর হাতের ছায়া দিয়ে পাঠাচ্ছেন দূরে।
যেন আমার জীবনটাই আবার নতুন করে সাজিয়ে দিচ্ছেন।

মা পাশে দাঁড়িয়ে জিনিস দিচ্ছিলেন…
দুজনে মিলে আমার জন্য একটা নতুন পথ খুলে দিচ্ছিলেন।
প্রস্তুত করছিলেন…
তাদের ছাড়া এক নতুন জীবনের জন্য।

তারা দু’জন হাসছিলেন।
খুশি ছিলেন।
গর্বিতও ছিলেন।

আর আমি?
ভেতরটা প্রচণ্ড কেঁপে উঠছিল।
আমি সাধারণত খুব সহজে কান্না করি না…
কিন্তু সেই মুহূর্তে…
মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে।

কারণ তখনই বুঝলাম
আমি সত্যিই চলে যাচ্ছি।

আমি আমার ঘরটা পিছনে ফেলে যাচ্ছি।
আমার বাবা-মা…
আমার ভাইবোন…
আমার ২০ বছরের জীবন…
সব রেখে যাচ্ছি।

আর সাথে যা নিচ্ছি
দু’টা সুটকেস।
দু’টা সুটকেসে শুধু পোশাক নয়,
আছে স্মৃতি…
আছে ভয়…
আছে আশা…
আছে একটা ভবিষ্যৎ যেটা আমি এখনও দেখি নি।

যখন সুটকেস দু’টার চেইন লাগানো হলো
মনে হলো কেউ যেন কানে কানে বলল,
“এবার সময় হয়েছে।”

সেই রাত আমাকে বদলে দিয়েছিল।
সেদিন আমি বুঝেছিলাম,
বিদায় কতটা নরম আর কতটা ভারী হতে পারে।

And to every international student who left home with just two bags
I know how heavy those bags really were.
Not because of what’s inside,
but because of what you left behind.

11/19/2025

Eto stress niye labh ki? Just say Allah vorosha and move on
Follow NaR

Should we leave everything on luck? Or should we trust our hard work?Today I realized hard work truly pays off.আজ CGU Ha...
11/17/2025

Should we leave everything on luck? Or should we trust our hard work?
Today I realized hard work truly pays off.

আজ CGU Hackathon এ আমরা Top 5 এ উঠে ২য় স্থান পেলাম এবং জিতলাম ২.৫ লাখ টাকা পুরস্কার।🥈
আজকের দিনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে।

গত বছর যখন ঠিক করলাম USA তে পড়তে যাব, তখন রিসার্চ করতে করতে প্রথম যে মানুষের প্রোফাইল দেখেছিলাম সে ছিল Anika apu।
তখন আমার মুখ থেকে প্রথম কথাটা বের হয়েছিল—
“ওফ, কী ভাগ্য! ফুল রাইডে USA-তে পড়ছে… কত lucky!”

কিন্তু আজ তার পাশে দাঁড়িয়ে বুঝলাম—
এটা luck না… এটা তার নিজের পরিশ্রম, ধৈর্য আর হাল না ছাড়া মনোভাব।

গত সপ্তাহে সে আমাকে বলেছিল—
“চল, এই হ্যাকাথনে যাই। যা হবে–হবে।
ওখানকার পরিবেশ তোমাদের অন্যরকম অভিজ্ঞতা দেবে,
নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবে,
নতুন কানেকশন তৈরি হবে,
আর সব থেকে বড় কথা—
ওখানে গিয়ে তোমরা বড় স্বপ্ন দেখতে শিখবে।”

ওই এক কথাই আমাকে সাহস দিয়েছিল।
সে আমাকে প্রতিটা মুহূর্তে motivate করেছে,
আগাতে শিখিয়েছে,
নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছে।

আর আজ… আমরা জিতেছি।
Thank you for believing in me. ❤️

আমি USA-তে এসেছি মাত্র ২ মাস হলো।
এত বড় একটা হ্যাকাথনে অংশ নেওয়া,
মাস্টার্স–পিএইচডি স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করা,
আর সবার মধ্যে থেকে ২য় হওয়া—
এটা আমাদের জন্য সত্যিই গর্বের।

আর সত্যি বলতে আমি হয়তো খুব ট্যালেন্টেড না…
কিন্তু আজ বুঝলাম—
আমার হাল না ছেড়ে দেওয়ার গুণটাই আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে।
এই জিদটাই আমাকে বদলায়,
এই জিদটাই আমাকে এগিয়ে নিয়ে যায়।

Never give up. Hard work always finds its way.✨

11/14/2025

Men also feel unsafe sometimes🥲
Follow NaR

=/** :

Nothing is never not worth trying
11/14/2025

Nothing is never not worth trying

11/12/2025

আমেরিকা এসে ভুলেই গেছিলাম কাপড়ও যে ধুতে হয়! 🧺🇺🇸
Follow NaR


=/** :

11/09/2025

🇺🇸 আমেরিকার মেট্রো স্টেশন বাংলাদেশ এর এয়ারপোর্টকেও হার মানায়!
Follow NaR

11/05/2025

Success never cared about perfection — it rewards discipline 💯
Follow NaR

Address

150 E 10th St
Claremont, CA
91711

Alerts

Be the first to know and let us send you an email when NaR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NaR:

Share