
10/26/2024
(Bivinnorokom.com)
তার কথা তাকে আইন শিখানো লাগবে না। সে তার ইচ্ছা মতো চলবে। একজন ব্যবসায়ীর এরকম যদি হয় ব্যাবহার। মোট কথা হাতে পুঁজি থাকলেই হলো।তারা তাদের ইচ্ছা মতো প্রাইজ বলবে, পোস্টে দেখাবে জর্জেট বাড়ীতে আনলে হয়ে যাবে সুতি। #যেসব_পেইজ_পোস্টে_দাম_না_বলে_ইনবক্সে_ঢাকবে_তাদের_বয়কট_করবেন। ছোট অপরাধ করতে করতে মানুষ বড় অপরাধ করে। বাংলাদেশে বেশিরভাগ নাগরিকই আইন সম্পর্কে জানেন না। তাই যে যার ইচ্ছা মতো চলে। আর তার থেকে অন্যায়কারিরা প্রশ্রয় পায়। আজকে বাজারে জান। দেখবেন ১ টাকার জিনিস আপনার কাছে চেয়ে বসে ২০টাকা। আবার আপনি সেটা না কিনলে আপনার সাথে যাচ্ছেতাই ব্যবহার করবে। ট্রাপিক মানবে না। হাসপাতালে দূর্নিতী, শিক্ষাব্যবস্থায় দূর্নিতী,আর অত্যাচারীত ব্যাক্তি আইনি সহযোগীতা চাইলে সেখানেও দূর্নিতী ঘুষ,সুধ ছাড়া অসম্ভব ব্যাপার। তাই সবাই ক্ষুদ্রতম অন্যায়কে প্রশ্রয় দিবেন না। নিজের সন্তানদের প্রতিবাদ করার শিক্ষা দিন। যেমনটা জাপান, মালেশিয়া উন্নত দেশগুলো করে।