06/15/2025
সবার সময় ২৪ ঘণ্টা। আমার, আপনার, এলন মাস্কেরও!
তবুও কেন যেন কেউ এই সময়েই ৩টা প্রজেক্ট শেষ করে, আর কেউ গোসল, খাওয়া আর সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকে?
পার্থক্যটা একটাই Planning vs. Randomness.
আজকে এমন একটা প্র্যাকটিস শেয়ার করছি, যেটা একবার শুরু করলে আপনি নিজের সময়কে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। সেই এমেজিং প্র্যাকটিসটার নাম - ৩০ মিনিট টাইম ব্লকিং।
What is 30-Minute Time Blocking?
ভাবুন তো, দিনটাকে ৩০ মিনিটের ছোট ছোট ব্লকে ভাগ করা, আর প্রতিটা ব্লকে আগেই ঠিক করে রাখা, এই সময়টায় আমি এই কাজটাই করব।
না খুব ছোট, না খুব বড়, ৩০ মিনিট হলো পারফেক্ট সময়। এতে আপনি কাজেও ফোকাস রাখতে পারেন, আবার শেষ করতেও পারেন।
✅ Time Blocking মানে:
To-Do List বানিয়ে থেমে না যাওয়া।
বরং প্রতিটা কাজের জন্য আগেই একটা টাইম স্লট রিজার্ভ করে ফেলা।
✅ ৩০ মিনিটের স্লট:
আপনার পুরো দিনটাকে ৩০ মিনিটের ইন্টারভ্যালে ভাগ করুন।
কোন সময়টা আপনি কী করবেন, সেটা আগেই ঠিক করুন।
✅ Prioritization:
জরুরি কাজগুলো আগে, কম গুরুত্বের কাজগুলো পরে বসান।
✅ Focus মানে:
এক স্লটে একটাই কাজ।
No multitasking. No scrolling. No distractions.
✅ Productivity Boost:
Distraction-এর জায়গায় আসে Direction.
আপনি আর সময়ের পেছনে ছুটবেন না, বরং সময় আপনার জন্য কাজ করবে।
কার জন্য এটা কাজে লাগবে?
আপনি যদি স্টুডেন্ট হন
হোমমেকার হন
ওয়ার্কিং মাদার হন
→ এই একটাই রুল সবার জন্য। কারণ এটা শুধু টাইম ম্যানেজমেন্ট না, এটা মাইন্ডসেট শিফট।
৯০ মিনিট রুল: ৩০ × ৩ = ডেইলি আপগ্রেড!
আপনি যদি প্রতিদিন মাত্র ৯০ মিনিট নিজের জন্য রাখেন, ৩টা ৩০ মিনিট ব্লকে, তাহলে ৯০ দিনে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চিন্তা, হ্যাবিট আর স্কিলস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে।
১. ৩০ মিনিট বই পড়া – Feed Your Mind
Reading rewires your brain.
দিনে মাত্র ৩০ মিনিট এমন কোনো বই পড়ুন যেটা আপনার চিন্তা বদলায় বা অন্তত চিন্তা করতে শেখায়। রেন্ডম বই না পড়ে বরং নিজের জন্য বই সিলেক্ট করুন। নিজের যেসব জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেরকম চিহ্নিত করে করে বই সিলেক্ট করুন।
✅নিজের জন্য যেভাবে বই সিলেক্ট করবেন:
Choose your book/purpose:
Self-growth: “Atomic Habits,” “The Power of Habit”
Spiritual: Translation of the Qur’an, tafsir, seerah
Skill-based: A parenting book, business strategy, personal finance
Light motivation: Memoirs, story-based non-fiction
২. ৩০ মিনিট রিসার্চ – Grow Your Curiosity
নতুন কিছু জানার জন্য প্রতিদিন একটা টপিক নিন।
তারপর Perplexity, Google বা ChatGPT-কে জিজ্ঞেস করুন: "Explain this like I’m 15."
🔵 Sample Topics:
-Self-publishing কী
-AI আসলে কী
-Productivity বাড়ানোর সায়েন্স
-Blogging/Copywriting কী
৩. একটা টপিক বুঝে পড়া, নোট নেয়া, নিজের ভাষায় লেখা = আপনার স্কিল তৈরি হচ্ছে, কনফিডেন্স বাড়ছে।
৪. ৩০ মিনিট পডকাস্ট/লেকচার – Learn from the Best
শেখার সবচেয়ে সহজ উপায়, অলরেডি শেখা মানুষদের কথা শোনা।
Top Recommendations
✅ Dr. Andrew Huberman Lab – Neuroscience-backed tools for productivity, focus, and mental health.
✅ Mel Robbins – Motivational speaker and author known for practical advice like the 5-Second Rule.
✅Daily Stoic – Insights from Stoic philosophy to help you live a better life.
✅The Mindset Mentor – Rob Dial – Strategies to develop a winning mindset and achieve personal growth.
✅Ustadh Ali Hammuda – Islamic scholar sharing knowledge and lectures.
✅Bilal Assad – Islamic lectures and discussions on various topics.
✅ Nouman Ali Khan – Founder of Bayyinah Institute, offering Quranic studies and lectures.
✅ Study Tips – Thomas Frank – Productivity and study strategies for students and professionals.
✅Diary of a CEO – In-depth interviews exploring the journeys of entrepreneurs and leaders.
🔵 রিফ্লেক্ট দিজ ওয়ে:
৩০ মিনিট টাইম ব্লকিং এপ্লাই করে এখন আমি:
“আগে স্ক্রল করতাম, এখন সেই সময়েই স্কিল শিখছি।”
“দিন শেষে ফাঁকা ফাঁকা লাগে না। কিছু শিখেছি এটা মনে হয়।”
“Discipline আসছে। নিজের কাছে accountable বোধ করি।”
🔵 Why 30-Minute Time Blocks Work:
-Focus বাড়ে (একবারে একটাই কাজ)
- Productivity বাড়ে (“শুধু ৩০ মিনিট করব” ভাবলেই শুরু করা সহজ হয়)
- Decision fatigue কমে (আগে থেকেই জানা থাকে কী করতে হবে)
- দিন নিজের মতো সাজানো যায় (Design your day, don’t drift)
🔵 Sample Day Plan (Customise it for yourself):
সময়/কাজ
৪:৩০–৫:০০ AM: ফজরের নামাজ + কুরআন তেলাওয়াত
৬:৩০–৭:০০ AM: বাচ্চার স্কুল প্রস্তুতি
৭:০০–৭:৩০ AM: নাশতা
৭:৩০–৮:০০ AM: অফিস ডকুমেন্ট চেক
৮:০০–৮:৩০ AM: Deep work (লেখা/রিসার্চ)
৮:৩০–৯:০০ AM: ক্লায়েন্ট ইমেইল
৯:৩০-১০:০০: পাওয়ার ন্যাপ
🔵 Bonus Tips: Make It Work for You
- Theme Your Days: যেমনঃ শুক্রবারে শুধু পারিবারিক কাজ, শনিবারে লার্নিং/স্কিল আপগ্রেড
- Use Alarms: প্রতিটা ব্লকের শেষে ৫ মিনিট আগে অ্যালার্ম সেট করুন
- Plan the Night Before: পরের দিনের ব্লকগুলো রাতে তৈরি করে রাখুন
🔵 এখন Action নেয়ার পালা!
🔵 Try This Just for 7 Days
৭ দিনের জন্য এই ৩০ মিনিট ব্লকিং সিস্টেম ট্রাই করুন।
না চাকরির জন্য, না ডিগ্রির জন্য। শুধু নিজের পটেনশিয়ালস জানার জন্য এবং গ্রোথের জন্য।
২১ দিনে এটা হ্যাবিট হবে, ৯০ দিনে হবে লাইফস্টাইল।
You don’t need more time. You just need better time design.
Own your time. Own your life.
©Selina Shilpee