উৎসর্গ 彡

উৎসর্গ  彡 কোনো পোস্ট নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে আমাদের জানান। আমারা সেটা ডিলিট করে দিবো, ধন্যবাদ ভালোবাসা নিয়েন! 💜

08/10/2025

Expensive. 💋

08/05/2025

Safe Place ❤️😌

05/16/2025

This movie is not for depression people-

05/13/2025

Life is not easy, but you can make it ❤️

05/12/2025

Pant er details dao toh 🙂

05/10/2025

এ শহরে নেই মায়ের মত চাঁদ❤️😊

03/19/2025

ফিলিস্তিনের শিশুগুলোকে দেখে আর লেখার শক্তি পাচ্ছিলাম না। কথাটা হলো যে আজান টা সারাদিন টাইমলাইনে ঘুরঘুর করল এটা গতকাল ঘটে যাওয়া গাজার কোনো আজানের না।

এই আজান আমি আগেও শুনেছি এবং আজানে একটা হাল্কা করে মিউজিক আছে। যেই মিউজিকটা s(w)ounds of prayers sung hatonn এর। এবং এই Sung Hatonn মারাত্বক লেভেল এর একজন ব্লাক ম্যাজেশিয়ান ও মিউজিক আর্টিস্ট। স্যাটানিজম চর্চা করে। সম্ভবত দাজ্জালের আগমনের জন্য সে স্যাটানিক চর্চায় হযবরল মিউজিক বানিয়ে থাকে।

আরো বিস্তারিত লিখব ভাবছি এই s(w)ounds of prayers sung hatonn কে নিয়ে।

03/04/2025

রোজা তো রাখেন নামাজ ও পইড়েন।

03/02/2025

গত রমজান থেকে, এই রমজানের আগে কতো মানুষ চলে গেছে সেখানে আমি আপনি বেচে আছি!

আলহামদুলিল্লাহ। 🤍

03/01/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক।🤍😊

02/28/2025

চারদিকে রমজানের সুগন্ধ! এটা সাধারন কোনো অনুভূতি না! একটা সুন্দর অনুভূতি, রমজান, সেহরী, তারাবীহ, তাহাজ্জুদ, ইফতার! একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে, আলহামদুলিল্লাহ!❤️

02/27/2025

যেদিন আমি টের পাইলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস যে আফসোস যে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো নিঃশেষ হয়ে যাবো ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই তা কখনোই আমার হওয়ার কথা ছিল যা কিছু পাই নাই তা পাইলে বরং আরো কষ্ট হইতো এটাকে মিথ্যা শান্তনা বলাই যায় কিন্তু সে মিথ্যা আমাকে ভালো থাকতে দেয় সে মিথ্যাকে আমি চোখ বুঝে ভালোবাসি।🖤

Address

Dhaka, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when উৎসর্গ 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share