04/22/2025
সারাদিন গুজব হিসেবে 'সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন'র ধূমপান ও মদ্যপানের ভিডিও ছড়ানো হয়েছে। প্রথমে একজন ছাত্রলীগ নেতা ছড়ান। পরে তা বিএনপি নেতাকর্মী এবং সাংবাদিকরাও ছড়ান। এক পর্যায়ে দাবি করা, 'রুবাইয়া ইয়াসমিন' এনসিপির যুগ্ম-সদস্য সচিব।
ভেবেছিলাম কাজ শেষে রাতে যাচাই করব। তবে ইতিমধ্যে গুজব ডিবাঙ্ক করেছেন ফ্যাক্ট চেকাররা। তারাই জানালেন, তরুণীর নাম mx juthi। তিনি টিকটক করেন। নানা রিলস শেয়ার করেন ফেসবুকে। এটাই হয়ত তাঁর পেশা।
কিন্তু যেভাবে গুজব ছড়ানো হলো এবং তাতে রাজনৈতিক কর্মী ও সাংবাদিকরা যোগ দিলেন, তা ভীষণ উদ্বেগের। সমন্বয়ক তকমা দিয়ে কাউকে ডিফেইম করার প্রচেষ্টা অভ্যুত্থান বিরোধী ন্যারেটিভকেই জাস্টিফাই করা। যেভাবে এই তরুণীকে 'লাল বদর' আখ্যা দেওয়া দিয়ে বিএনপি কর্মীরা গুজবটি প্রচার করলেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে বলে মনে হয় না।
এনসিপিকে ঘায়েল করতে গিয়ে বিএনপির সবচেয়ে বড় সম্পদ ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করছেন তারা। অথচ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন বিএনপি। সবচেয়ে বেশি রক্তও দিয়েছে। নিজেদের এই অর্জনকে গুজব ছড়িয়ে যারা অভ্যুত্থানকে ঘৃণিত করার ন্যারেটিভে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।