NCN সত্যের পথে একজন মানবিক। 🇧🇩 Welcome To Elias Hossain 15 Minutes

04/22/2025

সারাদিন গুজব হিসেবে 'সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন'র ধূমপান ও মদ্যপানের ভিডিও ছড়ানো হয়েছে। প্রথমে একজন ছাত্রলীগ নেতা ছড়ান। পরে তা বিএনপি নেতাকর্মী এবং সাংবাদিকরাও ছড়ান। এক পর্যায়ে দাবি করা, 'রুবাইয়া ইয়াসমিন' এনসিপির যুগ্ম-সদস্য সচিব।

ভেবেছিলাম কাজ শেষে রাতে যাচাই করব। তবে ইতিমধ্যে গুজব ডিবাঙ্ক করেছেন ফ্যাক্ট চেকাররা। তারাই জানা‌লেন, তরুণীর নাম mx juthi। তিনি টিকটক করেন। নানা রিলস শেয়ার করেন ফেসবুকে। এটাই হয়ত তাঁর পেশা।

কিন্তু যেভাবে গুজব ছড়ানো হলো এবং তাতে রাজনৈতিক কর্মী ও সাংবাদিকরা যোগ দিলেন, তা ভীষণ উদ্বেগের। সমন্বয়ক তকমা দিয়ে কাউকে ডিফেইম করার প্রচেষ্টা অভ্যুত্থান বিরোধী ন্যারেটিভকেই জাস্টিফাই করা। যেভাবে এই তরুণীকে 'লাল বদর' আখ্যা দেওয়া দিয়ে বিএনপি কর্মীরা গুজবটি প্রচার করলেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে বলে মনে হয় না।

এনসিপিকে ঘায়েল করতে গিয়ে বিএনপির সবচেয়ে বড় সম্পদ ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করছেন তারা। অথচ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন বিএনপি। সবচেয়ে বেশি রক্তও দিয়েছে। নিজেদের এই অর্জনকে গুজব ছড়িয়ে যারা অভ্যুত্থানকে ঘৃণিত করার ন্যারেটিভে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং মসজিদে ইসকন লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
11/26/2024

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং মসজিদে ইসকন লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

11/26/2024

তারা ধর্মীয় দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই এসব করেছে, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। কোন অবস্থাতেই তাদের উস্কানিতে পা দেয়া যাবেনা।
-PUSAB

11/25/2024

18+ ভিডিও
সিলেটে এক ই'স্ক'ন মা'লা'উ'ন মে'য়েকে জোর পুর্বক ধর্ষন করতে গিয়ে ধরা পড়ে গত কালকে। মে'য়ে'টার বাসা ও সিলেট। নাম জানা যায় নাই। তবে মে'য়েটাও হি'ন্দু ধর্মের।

প্রভু পাদ চিন্ময়ের গাড়ির চিপায় নারী পাদ
11/24/2024

প্রভু পাদ চিন্ময়ের গাড়ির চিপায় নারী পাদ

11/23/2024

এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে করা মামলার পুরোটাই ছিলো নাটক

episode-1

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
11/17/2024

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

11/05/2024

চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে প্রচুর হিন্দু সম্প্রদায়ের উগ্র মানুষের অবস্থান সম্পর্কে সবাই জানে। এছাড়াও পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গার পর সাধারন মানুষের কেউ আর সামনে যেতে পারে না। অনেকেরই ধারণা সেখানে ইস্কনের জংগী ট্রেনিং চলে এবং প্রচুর পরিমাণ অস্ত্র ও গুলাবারুদ মজুদ রয়েছে। পুরো এলাকা সেনাবাহনী তল্লাশি করলে আমাদের সন্দেহের অবসান ঘটবে এবং হতে পারে দেশ ও জাতির বিরুদ্ধে নীলনকশা ছাপানোর জায়গা উঠে আসবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

11/05/2024

😮মুখোশ উন্মোচন করার সময় এসেছে

😬এসিড নিক্ষেপ করে হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন😬

😬সবাইকে অনুরোধ করব, এসব জিনিস বেশী বেশী টুইটারে শেয়ার করুন।

😮সারা বিশ্বের কাছে জানিয়ে দিন,এরা কতটা হিংস্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
এরা বিশ্বের কাছে সাধু সেজে বসে আছে।

11/05/2024

চট্টগ্রামের হাজারী গলিতে মুসলমানদের ব্যবসায় প্রতিষ্ঠানে হিন্দু সন্ত্রাসীদের হামলা।

সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে পোস্ট করায় ওই ব্যাক্তির দোকানে হামলা চালানো হয়।

11/02/2024

ইস্কন বাংলাদেশে একটি হুমকি। তারা একটি অশুভ এজেন্ডা নিয়ে কাজ করছে - তারা ভারতীয় প্রভাবের সাহায্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এক পাহাড়ি ভাই এর আবেদন, 'ইস্কন' এর মত উগ্র সংগঠন গুলোকে প্রতিহত করুন।

Address

East Elmhurst, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share