Cheeky Gaming

Cheeky Gaming Gaming Lovers ✅

Black Panther Video Game: প্রকাশ্যে এল এই গেমের টিজার, চলছে তৈরির কাজঅবশেষে পাকা খবর এল। অনেক জল্পনার পর কনফার্ম খবর পাও...
12/20/2022

Black Panther Video Game: প্রকাশ্যে এল এই গেমের টিজার, চলছে তৈরির কাজ

অবশেষে পাকা খবর এল। অনেক জল্পনার পর কনফার্ম খবর পাওয়া গেল, কী খবর? ব্ল্যাক প্যান্থার গেমটি (Black Panther Video Game) খুব শীঘ্রই আসতে চলেছে। সদ্যই এই গেমের টিজ মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগেই মুক্তি পেয়েছে ওয়াকান্ডা ফরএভারের (Wakanda Forever) ট্রেলার।

এরপর জানা গেল এই বছরের শেষেই আসতে চলেছে মার্ভেল সুপারহিরো (Marvel Superheroes)। 2022 এর শেষে প্রেক্ষাগৃহে আসছে এটি। ফলে এক কথায় এই উইকএন্ড যে জমে যাচ্ছে সেটা বলা চলে। মিডিয়ার সব থেকে উল্লেখযোগ্য অংশ হতে পারে ব্ল্যাক প্যান্থার। এমনটাই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এমন খবরও জানা গিয়েছে যে মার্ভেল সুপারহিরোর চরিত্রটির জন্য একটা ভিডিও গেম তৈরি হতে পারে।

জেফ গ্রুব, গেমিং ইন্ডাস্ট্রির প্রতিবেদক এবং ইনসাইডার তাঁর টুইটার হ্যান্ডেলে টিজ করেছেন যে এই ব্ল্যাক প্যান্থার গেমটি পাইপ লাইনে রয়েছে। তবে তিনি এই ভিডিও গেম সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি।

কিন্তু তাঁর কথায় ইঙ্গিত ছিল যে তিনি আগামীদিনে এই বিষয়ে আরও কিছু প্রকাশ্যে আনতে পারেন। ব্ল্যাক প্যান্থার গেমটির টিজার সামনে আসার পর থেকেই উত্তেজনা বহুগুণ বেড়ে গিয়েছে। সেই উত্তেজনার লেভেল এমন পর্যায় গিয়েছে যে এই নতুন মার্ভেল শিরোনাম কী হবে তাই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

বর্তমান সময়ে মার্ভেল ভিডিও গেম স্পেসে নিজেদের উপস্থিতি শক্তিশালী করে তুলেছে। এবং পাশাপাশি নিজের উপস্থিতি টের পাওয়াতে এবং প্রসারিত করতে চাইছে। স্পাইডার ম্যান (Spiderman), মাইলস মোরালেস (Miles Morales) এবং অ্যাভেঞ্জার্সের (Avengers) মতো একাধিক মার্ভেল প্রকল্পের মধ্যে এটা দেখা গিয়েছে। ভক্তদের কাছে যখন এই শিরোনামগুলো জনপ্রিয়তা লাভ করেছে তখন সেখানে মার্ভেল গেমসও তাদের উদ্ভাবনী থেকে সরছে না।

মার্ভেল এর স্পাইডার ম্যান এর সিক্যুয়েল মার্ভেল মিডনাইট সানস (Marvel Midnight Suns) এবং মার্ভেল উলভারিনের (মার্ভেল wolverine) সঙ্গে কাজ করেছে। আগামীদিনে ব্ল্যাক প্যান্থার ভিডিও গেমটি এই একই স্লটে অংশ নেবে বলে মনে করা হচ্ছে। তবে ব্ল্যাক প্যান্থার এখনও তার নিজের ভিডিও গেম পায়নি কিন্তু বর্তমানে যেভাবে এই চরিত্রটির জনপ্রিয়তা বাড়ছে তাতে আগামীদিনে এটা নিশ্চয় তৈরি হবে।

বর্তমানে গেমটিতে ব্ল্যাক প্যান্থার মার্ভেল অ্যাভেঞ্জার্স খেলার যোগ্য এবং ওয়াকান্ডার জন্য যুদ্ধ ডেডিকেটেড সম্প্রসারণ করা হয়েছে। T'Challa আরও বড় আকারে লাইমলাইটে আসতে পারে বলে মনে করা হচ্ছে, সেখানে অ্যাড অনটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের কাছে। গ্রুবের থেকে আগামীদিনে এই ব্ল্যাক প্যান্থার গেমের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

BGMI APK: BGMI APK এবার অফিসিয়ালি ডাউনলোড করতে পারবেন, জানেন কী ভাবে?BGMI অথবা ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি ...
12/20/2022

BGMI APK: BGMI APK এবার অফিসিয়ালি ডাউনলোড করতে পারবেন, জানেন কী ভাবে?

BGMI অথবা ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম। অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপেল দুটোতেই এই গেমটি উপলব্ধ আছে।

অ্যান্ড্রয়েড ফোনে এই গেম খেলতে চাইলে গুগল প্লে স্টোর ( Google Play Store) এবং অ্যাপেলে (Apple) এর ফোনে গেমটি খেলতে চাইলে অ্যাপেল অ্যাপ স্টোর (Apple App store) থেকে ডাউনলোড করা যাবে।

এতদিন অবধি BGMI গেমটি ডাউনলোড করতে পারতেন গেমাররা। এবার থেকে সরাসরি অফিসিয়াল সাইট থেকে এই ফোনটির APK ডাউনলোড করা সম্ভব হবে। ক্রাফটন এমনই সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু আপনার মনে নিশ্চয় এই প্রশ্নটা উঁকি দিতেই পারে যে APK ফাইল ডাউনলোডের জন্য উপলব্ধ হওয়া বা এই ফাইল ডাউনলোড করলে কী সুবিধা মিলবে। এই APK ফাইল ডাউনলোডের ফলে একজন গেমার যে অ্যান্ড্রয়েড পাওয়ার ডিভাইস বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এই জনপ্রিয় গেমটি সাইডলোড করতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে এই গেমটি ডাউনলোড করার সময় এর সাইজ দেখায় 860 MB। তবে এই গেমটি যদি কেউ APK ফাইল থেকে ডাউনলোড করে তখন তার সাইজ হবে মাত্র 600MB।

এই গেমের যেটা লেটেস্ট ভার্সন হবে সেটা এই গেমিং সাইটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আগের ভার্সনের যে ডেটা তার ফোনে ছিল সেটা কোনও অসুবিধা ছাড়াই লোড হয়ে যাবে।

এবার নিশ্চয় ভাবছেন কী করে আপনি এই APK ফাইলটি ডাউনলোড এবং ইনস্টল করবেন?

এই গেমটি ডাউনলোড করার জন্য সবার আগে BGMI এর অফিসিয়াল সাইটে যেতে হবে সেখানে গিয়ে download BGMI APK বলে যে অপশন আছে সেটা ক্লিক করতে হবে।

তারপর ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। ইনস্টল হয়ে গেলে সেটাকে খুলুন। তারপরই আপনার ফোনে OBB ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপডেট হয়ে গেল গেমটিকে রিস্টার্ট করে নিন।

Address

4205 Pearl Street
East Sacramento, CA
95826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheeky Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cheeky Gaming:

Share