Kachua Media - কচুয়া মিডিয়া

Kachua Media - কচুয়া মিডিয়া ইসলামিক বানী গুলো বিশ্বের দরবারে পৌছিয়ে দিতে আপনার মুল্যবান লাইক/কমেন্ট ও শেয়ার মাধ্যমে সাথে থাকুন।

আমরা শোকাহত!ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুশুরীখোলা দরবার শরীফের সম্মানিত পীর আল্লামা শাহ আহসানুজ্জামান হুজু...
07/29/2025

আমরা শোকাহত!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুশুরীখোলা দরবার শরীফের সম্মানিত পীর আল্লামা শাহ আহসানুজ্জামান হুজুর ইন্তেকাল করেছেন! আহলে সুন্নাত পরিবার শোকাহত! আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসে হুজুরের রফয়ে দারাজাত নসিব করুন আমিন।

07/27/2025

আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে!

ক্ষমতা চিরস্থায়ী না?

আজ ২৬ জুলাই২০২৫ খ্রী. শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল ...
07/26/2025

আজ ২৬ জুলাই২০২৫ খ্রী. শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়।
স্থানঃ লতিফপুর রেড উইন কনভেনশন হল, বরুড়া, কুমিল্লা।

"তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর আমাকে খোলামেলা ভাবে তিনদিন পর্যন্ত রেখে দিবে(কোন প্রকার ফ্রীজার/মেডিসিন ছাড়া) যদি দেহ পঁ...
07/26/2025

"তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর আমাকে খোলামেলা ভাবে তিনদিন পর্যন্ত রেখে দিবে(কোন প্রকার ফ্রীজার/মেডিসিন ছাড়া) যদি দেহ পঁচে-গলে যায় তাহলে মাটি দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেহ ঠিক থাকে তাহলে জানাজা ও দাফন কাফন হবে"

আলহামদুলিল্লাহ, আজ মৃত্যুর তিন দিন পর ২ টা জানাজার মাধ্যমে দাফন সমাপ্ত হল।

মাইজভাণ্ডার দরবারের যুগল গাউসুল আজমের (হযরত কেবলা ও বাবা ভান্ডারীর) অন্যতম খলিফা, কুমিল্লাস্থ ঐতিহ্যবাহী রাজাপুর দরবার শরীফের হযরত মাওলানা সৈয়দ শাহ অলি উল্লাহ রাজাপুরী (রহঃ) এর নাতি, সৈয়দ রবিউল হোসেন রাজাপুরী (রহঃ) এর পুত্র, বিশ্ব ফজিলত মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ ফয়েজ আহমদ আকবর (রহঃ)।

07/25/2025

মানব অধিকার কমিশন ঢাকায় স্থাপনা নিয়ে,
ঐতিহাসিক শাপলা চত্ত্বরে চলছে বিক্ষোভ সমাবেশে অগ্নিঝড়া
বক্তব্য রাখছেন- ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

#বিঃদ্রঃ প্রয়োজনে দল-মত নির্বিশেষে সার্বভৌমত্ব প্রশ্নে আমরা সবাই এক হবো ।সবাই শেয়ার করে দেন। প্রতিটা বাংলাদেশের মানুষ যেন জেগে ওঠে। প্রতিটা জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাতে হবে।

07/25/2025

নুরনবী দ : এক গোলামের কোন ভয় নাই,,

৯ মাস ১৩ দিন পরে চরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বশর ফারুকী আল মাইজভাণ্ডারী চরণদ্বীপী এর মুরিদান ডাঃ জাহির উদ্দিন মাইজভাণ্ডারী চরণদ্বীপীকে কবর থেকে তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ ৯ মাস ১৩ দিন পরও অক্ষত অবস্থায় আছেন।

উল্লেখ্য যে গত ১১ই অক্টোবর ২০২৪ সালে শুক্রবার তিনি ইন্তেকাল করেন। এরপর উনার ৩য় ছেলে দিদারুল ইসলামকে ৩মাস পূর্বে উনি স্বপ্নযোগে কবর থেকে তুলতে বলেন যে উনার কবরে পানি থাকার কারণে উনার ইবাদতে বেঘাত ঘটে। তার কিছুদিন পরে উনার ছোট ছেলে নুরুল আলমকেও একই স্বপ্ন দেখান। তারপরও যখন উনাকে কবর থেকে তোলা হচ্ছে না পরবর্তীতে উনার পরিবারের অনেককে বারবার স্বপ্নযোগে কবর থেকে তুলার জন্য বলায় আজ শুক্রবার রজনীতে উনাকে কবর থেকে তোলা হয়েছে।

ইমাম আলা হজরত (রাহ:) এর সেই বাণী প্রতিটি যুগেই প্রমাণিত হয়েছে সাচ্চা আশেকে রাসুল (দ:) দের তরতাজা জিসমে পাক অক্ষত কাফনে পাক দেখার মাধ্যমে।

মওলা মাইজভাণ্ডারির গোলাম মাইজভান্ডার দরবার শরীফ মওলা হুজুর মাইজভান্ডারির গোলাম মাওলা হুজুর মাইজভান্ডারির গোলাম মাইজভান্ডারীর গোলাম আশেকে মওলা মাইজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল মাইজভাণ্ডারী মাইজভান্ডার জগত ゚ #ভাইরাল

৯ মাস ১৩ দিন পরে চরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বশর ফারুকী আল মাইজভাণ্ডারী  চরণদ্বীপী এর  মুরিদান ডাঃ জাহির উদ্দিন মাইজভাণ...
07/25/2025

৯ মাস ১৩ দিন পরে চরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বশর ফারুকী আল মাইজভাণ্ডারী চরণদ্বীপী এর মুরিদান ডাঃ জাহির উদ্দিন মাইজভাণ্ডারী চরণদ্বীপীকে কবর থেকে তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ ৯ মাস ১৩ দিন পরও অক্ষত অবস্থায় আছেন।

উল্লেখ্য যে গত ১১ই অক্টোবর ২০২৪ সালে শুক্রবার তিনি ইন্তেকাল করেন। এরপর উনার ৩য় ছেলে দিদারুল ইসলামকে ৩মাস পূর্বে উনি স্বপ্নযোগে কবর থেকে তুলতে বলেন যে উনার কবরে পানি থাকার কারণে উনার ইবাদতে বেঘাত ঘটে। তার কিছুদিন পরে উনার ছোট ছেলে নুরুল আলমকেও একই স্বপ্ন দেখান। তারপরও যখন উনাকে কবর থেকে তোলা হচ্ছে না পরবর্তীতে উনার পরিবারের অনেককে বারবার স্বপ্নযোগে কবর থেকে তুলার জন্য বলায় আজ শুক্রবার রজনীতে উনাকে কবর থেকে তোলা হয়েছে।

ইমাম আলা হজরত (রাহ:) এর সেই বাণী প্রতিটি যুগেই প্রমাণিত হয়েছে সাচ্চা আশেকে রাসুল (দ:) দের তরতাজা জিসমে পাক অক্ষত কাফনে পাক দেখার মাধ্যমে।

মওলা মাইজভাণ্ডারির গোলাম মাইজভান্ডার দরবার শরীফ মওলা হুজুর মাইজভান্ডারির গোলাম মাওলা হুজুর মাইজভান্ডারির গোলাম মাইজভান্ডারীর গোলাম আশেকে মওলা মাইজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল মাইজভাণ্ডারী মাইজভান্ডার জগত ゚ #ভাইরাল

আওলাদে মাইজভান্ডারি হযরত শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির জানাযায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
07/23/2025

আওলাদে মাইজভান্ডারি হযরত শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির জানাযায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।

 #শোক_সংবাদ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন...
07/23/2025

#শোক_সংবাদ
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন-
আলহাজ্ব শাহসূফী সৈয়দ ডা: দিদারুল হক মাইজভান্ডারী অধ্য সকাল বেলা ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
হুজুরের ইন্তেকালে "বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুব সেনার এবং চাঁদপুর কচুয়া বাসীর পক্ষ থেকে গভীর ভাবে শো প্রকাশ করছি, মহান আল্লাহপাক হুজুর কে জান্নাতুল ফিরদাউস নছিব করুক।

হুজুরের জানাজা আজ বাদ এশা মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।

07/22/2025

কিছুদিন আগে সরকারি তহবিল থেকে যৌ/নকর্মীদের ২কোটি টাকা অনুদান দেয়া হলো, আর আজ অ/গ্নিদগ্ধে ক্ষতিগ্রস্থদের জন্য জনগন থেকে সহায়তা চাইছে প্রধান উপদেষ্টা?
পুরো জাতির সাথে মসকরা করে যাচ্ছে এরা!

07/22/2025

বাংলাদেশে আ*মে*রি*কার দা*লাল*দের স্থায়ী হবে না,, সিলেট সুন্নিরা জেগেছে,,

07/21/2025

যেখানে ছোট একটা পানির বোতল এর দান ১৫/৩০ টাকা সেখানে একব্যাগ রক্ত বিনামূল্যে দেয়ার জন্য শতশত ছাত্রদের ভীড় ❤️
স্যালুট জানাই এইসব রক্ত দান কারী ভাইদের 🖤🤍

Address

Edinburg, TX

Alerts

Be the first to know and let us send you an email when Kachua Media - কচুয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kachua Media - কচুয়া মিডিয়া:

Share