Sumaia's Tradition

Sumaia's Tradition Sumaia|| Content Creator||
Foodie|| A culinarian|| Sharee curator|| Traveler|| Blending wellness, culture, tradition with graceful living.

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা ল...
08/24/2025

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে চিটাগাং বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, সেখান থেকে সুইসে এসে দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের হালাল উপায়ে রিজিক সংগ্রহের তৌফিক দান করুন।( আমিন)

লিখেছেনঃ মাহফুজা

11/26/2024

*How to stay positive? *How to ignore all the negativity & negative people? *How to stay calm without showing reaction? Please enlighten me with your ideas, experiences & knowledge!!

কি পরিমাণে যে craving হচ্ছিল জিলাপি - নিমকির! আমি মিষ্টি লাভার না, কিন্তু মাঝেমধ্যে craving হয়। জিলাপি কিনতে পাওয়া যায় ত...
11/14/2024

কি পরিমাণে যে craving হচ্ছিল জিলাপি - নিমকির! আমি মিষ্টি লাভার না, কিন্তু মাঝেমধ্যে craving হয়। জিলাপি কিনতে পাওয়া যায় তাই জিলাপি কিনে এনে বাসায় আমার পরোটা কাম নিমকি বানালাম। আলহামদুলিল্লাহ। মুগাম্বো খুশ হুয়া। 😆😆😇😇 কার কার প্রিয় এই খাবার টা?

Address

Cathcart Drive
Ellisville, MO
63021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaia's Tradition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaia's Tradition:

Share